Happy Valentines day 2025

ভ্যালেন্টাইন ডে নিয়ে কিছু কথা,কবিতা,ছন্দ ২০২৫। ভ্যালেন্টাইন ডে উপহার

বিশ্ব ভালোবাসা দিবস অথবা ভ্যালেন্টাইনস ডে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে। প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়ে থাকে।বাংলাদেশ সহ অন্য দেশে এই দিনে প্রেমিক প্রেমিকা একে অপরের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী আদান-প্রদান করে থাকে। শুধুমাত্র প্রেমিক প্রেমিকা নয় বন্ধুবান্ধব স্বামী-স্ত্রী সহ প্রিয়জনকে এই দিনে বিশেষ বিশেষ উপহার প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রভাব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এই দিনটির জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়।

 বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আপনার প্রিয় মানুষকে কিছু কথা, বিভিন্ন কবিতা, ছন্দকারে কিছু কথা, প্রকাশ করার জন্য যদি আপনি অনলাইনে এসে আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসে পৌঁছে গেছেন। আমরা আমাদের প্রতিবেদনে ভালোবাসা দিবস উপলক্ষে সুন্দর ভাবে এ সম্পর্কে একটি ব্লক পোস্ট তৈরি করেছি। আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ভ্যালেন্টাইনসডের কবিতা, ছন্দ, কিছু কথা এবং আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য কি কি ধরনের উপহার সামগ্রী গিফট করতে পারেন সে সম্পর্কে আমাদের প্রতিবেদনে আলোচনা করা হবে। আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনটি পাঠ করলে এখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

( Valentine day ) ভ্যালেন্টাইন ডে নিয়ে ছন্দ ২০২৫

সুন্দর সুন্দর কিছু ছন্দ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে ভ্যালেন্টাইনস ডে এর শুভেচ্ছা জানাতে পারেন। এতে করে আপনার ভালবাসার মানুষ নিজের মধ্যে আনন্দ অনুভব করতে পারে। আমরা যেহেতু আধুনিক যুগে বসবাস করছি সেহেতু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং সারা বিশ্বে যখন ভ্যালেন্টাইনস ডে নিয়ে উৎসবে মেতে উঠেছে তখন আপনি আর পিছিয়ে থাকতে পারেন না। ভ্যালেন্টাইনস ডে নিয়ে কিছু সুন্দর সুন্দর ছন্দ উপস্থাপন করছি।

“ভালোবাসা ভালোবাসাকে ভালবাসতে শেখায়

কখনো হাঁসায়, কখনো কাঁদায়,

ভালোবাসার চেয়ে স্বর্গীয় অনুভূতি

আর কি বা হতে পারে

এটি স্বয়ং বিধাতার দেওয়া একটি অনুভূতি”

“স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে

ভালোবাসার কোন রং নেই, কোন ধর্ম নেই,

কোন জাত নেই

ভালোবাসা শুধুই ভালবাসা”

“ভালোবাসার মতো ভালোবাসলে

 তাকে কি গো ভোলা যায়

ক্ষণিকের ভালোবাসা ভালোবাসা নয়”

ভালোবাসা দিবসের উক্তি ( Valentines day Quotes )

ভালোবাসা নিয়ে বিভিন্ন কবি মনীষী তাদের বাণী প্রদান করেছেন।একথা নিশ্চিত ভাবে বলা যায় ভালবাসার অস্তিত্ব আছে এবং ছিল । ভালোবাসার প্রতি সম্মান রেখে কবি দার্শনিকরা তাদের মতবাদ ব্যাক্ত করেছেন। যুগে যুগে অসংখ্য কবি, মনিষীদের আগমন ঘটেছে। উনারাও ভালোবাসার ব্যাপারে  অভিমত প্রদান করেছেন। আমাদের প্রতিবেদনের এই অংশে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন মনীষীদের উক্তি বা বাণী উপস্থাপন করা হচ্ছে। আশা করছি এই বাণী আপনাদের অনেক ভালো লাগবে।

  •  রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন– “ভালোবাসা হলো এক অপূর্ব অনুভূতি যা বুঝতে পারে কেবল হৃদয়”
  • মহাত্মা গান্ধী বলেছেন– “ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালবাসি বলা নয়, ভালোবাসার মানে হলো তোমার ভালোবাসার মানুষটার জন্য কিছু করা, কিছু ত্যাগ করা ত্যাগ করা”।
  • উইলিয়াম শেক্সপিয়র বলেন– “ভালোবাসা হলো এক মূল্য রত্ন, যা সবার ভাগ্যে জোটে না”।
  • মাইকেল  অ্যাঞ্জেলো বলেছেন– “ভালোবাসা হলো এক নদী, যা চলমান”।

ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা

ভালোবাসা দিবসে শুধুমাত্র ভালোবাসবেন তা কিন্তু নয়। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শুধুমাত্র একটি দিনের জন্যই কিন্তু ভালোবাসা অফুরন্ত। একটি দিনের জন্যই নয়, সারা বছরের জন্য নয়, সারা জীবনের জন্য। ভালবাসতে গেলে শুধু একটি সুন্দর মনের কাজ প্রয়োজন। ভালোবাসতে গেলে কোন অর্থ সম্পদের প্রয়োজন হয় না। ভালোবাসা কোন জাত ভেদাভেদ মানে না ।মানে না ধনী-দরিদ্রদের ভেদাভেদ। ভালোবাসা আসলে একটি স্বর্গীয় অনুভূতি। আপনাকে কখন যে কাকে ভালো লাগবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। সুতরাং ভালোবাসাকে ভালোবাসার মত থাকেন।

ভ্যালেন্টাইন ডে (Valentine day) নিয়ে কবিতা

 বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইনে বিভিন্ন ধরনের কবিতা আমরা লক্ষ্য করতে পারছি। ভ্যালেন্টাইন ডে ২০২৫ নিয়ে নতুন কিছু কবিতা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কবিতাগুলো সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। এগুলো ২০২৫ সালের সেরা কবিতা। আমরা আশা করছি যে এই কবিতা গুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই কবিতা গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এগুলো শেয়ার করতে পারবেন।

“তুমিই ছিলে, তুমি রবে এই ধরাধমে

তুমি ছাড়া বাঁচবো আমি কেমন করে।

একসাথে কাটিয়ে দিলাম কয়েকটি বছর

পরকালেও তোমার সাথে থাকতে চাই অনন্ত বছর”।

“হাতে হাত রাখো তুমি সুখে-দুঃখে  থাকো পাশে

এইতো আমাদের সুখের জীবন

 ইহকাল ও পরকালে তুমিই হবে আমার আপনজন”।

“ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি আর ভোলা যায়

হৃদয়ের লেনাদেনা থাকবে চিরকাল

 জগতের সব ব্যস্ততা ভুলে

 বিশ্ব ভালোবাসা দিবসে

 তোমার জন্য এনেছি সারা পৃথিবী তন্ন তন্ন করে

১০১ টা লাল গোলাপ,

তোমার মুখের একটু হাসি দেখতে আমি বড়ই ভালোবাসি”।

 ভ্যালেন্টাইন ডে ২০২৫এর উপহার সামগ্রী

 উপহার সব সময়ই উপহার। উপহার যে দামি হতে হবে এটি কোন কথা নয়। আমাদের সমাজে একটি জিনিস বেশ প্রচলিত রয়েছে সেটি হচ্ছে অন্যের অনুকরণ করা। অন্যকে কে কি ধরনের উপহার বা গিফট দিল সেটিকে অনুসরণ করা। কিন্তু বাস্তবিক অর্থে উপহার দেওয়াটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আপনি যাকে উপহার দিতে চাচ্ছেন সে কতটুকু উপহার পাওয়ার যোগ্য সেটা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। যাকে আপনি উপহার দিচ্ছেন সে আসলে কেমন ধরনের মানুষ সে কেমন ধরনের মানুষ। তার রুচি কেমন কি ধরনের উপহার দিলে সে খুশি হতে পারে তাকে আপনি সেই ধরনের উপহার দিতে পারেন।উপহার শুধু যে বন্ধু বান্ধব বা প্রেমিকাকে দিতে হবে বিষয়টি এরকম নয় আপনার পরিবারের ভাই বোন, বাবা-মাকেও উপহার দিতে পারেন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। উপহার যিনি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি  উপহার সব সময় উপহার হয়ে থাকে। এটিকে নিয়ে কখনোই বাড়াবাড়ি করবেন না। মনে রাখবেন ভালোবেসে যদি কেউ আপনাকে একটি ফুল উপহার দেয় এই ফুলটি আপনার জন্য অতি মহা মূল্যবান। ভালবাসা অর্থ সম্পদ দিয়ে আদায় করা যায় না ভালোবাসা আসে অন্তরের অন্তস্থল থেকে। আর সেটােক সব সময় অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। বিশ্ব ভালো ভালোবাসা দিবস উপলক্ষে আপনি যে সকল উপহার দিতে পারেন সেগুলোর একটা সংক্ষিপ্ত আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। যেমনঃ হাত ঘড়ি, ফুল, ওয়ালমেট, গহনা, ডায়েরি, কলম, নাম লেখা মগ, মোবাইল ফোন, গল্পের বই ইত্যাদি।

আসুন ভালোবাসা দিবসে আপনার আশে পাশে থাকা সকল অসহায় গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ই। তাদের সাথে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিছু সুন্দর সুন্দর উপহার দিয়ে, তাদের সাথে সময় কাটাই। দেখবেন আপনার এই কাটানো সময়টুকু আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। মানুষ হিসেবে আপনাকে অবশ্যই মানুষকে ভালবাসতে হবে। শত ব্যস্ততার মধ্য দিয়ে আপনার প্রেমিকাকে সময় দিতে হবে। মনে রাখবেন অর্থ সম্পদ দিয়ে পৃথিবীতে কোন কিছুই আসলে হয় না। ভালোবাসতে গেলে একটি সুন্দর মনের প্রয়োজন।  পৃথিবীতে অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে তবে অর্থ দিয়ে মানুষের মনকে কেনা যায় না। আপনার ভালোবাসার মানুষকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ২০ টাকা দিয়ে একটি সুন্দর লাল গোলাপকে কিনে নিয়ে গিয়ে তার হাতে তুলে দিন দেখবেন সে অনেক খুশি হয়ে গেছে। পরিবারের সাথে ভালোবাসা দিবস উদযাপন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *