উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এর জীবনী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করে। এক পর্যায়ে গিয়ে সেই আন্দোলন তৎকালীন সরকার পতনের আন্দোলন হিসাবে পরিগণিত হয়। সেই আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন সরকারকে পতন ঘটাতে বাধ্য করেন ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সর্বস্তরে সাধারণ জন।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেশ কিছু সমন্বয়ক ও আহ্বায়ক সারাদেশে পরিচিতি লাভ করেন। তেমনি একটি পরিচিত মুখ আসিফ ভুইয়া। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
আসিফ মাহমুদ ভূইয়া এর জন্মস্থান ও শিক্ষা জীবন
আসিফ মাহমুদ ভূইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ বিল্লাল হোসেন মাাতার নাম রোকসানা বেগম। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন আকুপপুর গ্রামের প্রাইমারি স্কুল পায়ের খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও আপুপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে।।তিনি এসএসসি পাস করেন ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচএসসি পাস করেন ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।তিনি ১৯৯৮ সালের ১৪ই জুলাই জন্মগ্রহণ করেন কুমিল্লার মুরাদনগরে।
আসিফ মাহমুদ ভূইয়া অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা হন কবে?
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ২০২৪ সালের ৮ ই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ৯ ই আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পান। ২০২৪ সালের ১৬ ই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ও দায়িত্ব পান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বভারও তিনি গ্রহণ করেছিলেন।যে কাজের দায়িত্ব ছিল ১৬ ই আগস্ট ২০২৪ থেকে ১০ নভেম্বর ২০২৪ পর্যন্ত ।পাশাপাশি তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব ভার গ্রহণ করেন ১০ নভেম্বর ২০২৪ সাল থেকে।
আসিফ মাহমুদ ভূইয়া এর কর্মজীবন
শিক্ষার্থীদের বৈষম্য দূরীকরণ এবং প্রচলিত কোটা সংস্কার করার জন্য ২০২৪ সালের যে আন্দোলন সংঘটিত হয় সেই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ ভূইয়া। তিনি সহ কিছু গুরুত্বপূর্ণ আহবায়ক মিলে অসহযোগ আন্দোলনের ডাক দেন। সরকারকে পতন ঘটাতে বাধ্য করেন।এছাড়াও ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালের ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির শুভ সূচনা হয় এবং সেই সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।