Biography

সমন্বয়ক নাহিদ ইসলাম এর জীবনী

বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানেই সকল গণআন্দোলনের শুভ সূচনা হয়ে থাকে। দেশের সার্বিক পরিস্থিতির ব্যাঘাত সৃষ্টি হলে সর্বপ্রথম দেশের স্বার্থে, দেশের উন্নয়নের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দেয়। তেমনি একটি আন্দোলন ২০২৪ সালের জুলাই মাসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয় এই ২০২৪ সালের জুলাই মাসে। এখানে কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ বাংলাদেশের সকল স্তরের ছাত্রছাত্রীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম আহ্বায়ক ছিলেন নাহিদ ইসলাম।

আপনারা যারা অনলাইনে এসে নাহিদ ইসলামের ব্যক্তিগত জীবন, কর্মজীবন ও তার বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন। আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সমন্বয়ক নাহিদ ইসলামের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনের শেষ পর্যন্ত পাঠ করুন। তাহলেই এ বিষয়ের সকল কিছুই জানতে পারবেন।

 নাহিদ ইসলামের পরিচয়

সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক নাম “ফাহিম”। তার জন্ম ১৯৯৮ সালের ২৯ এপ্রিল। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং তার মা একজন গৃহিণী।জানা গেছে তার আরও একটি ছোট ভাই রয়েছে। তিনি ঢাকা শহরে ছোটবেলা থেকে বড় হয়েছেনএবং ঢাকাতেই তার জীবনের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন।

 নাহিদ ইসলামের শিক্ষা জীবন

২০১৪ সালের ঢাকার বনশ্রী মডেল হাই স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন। এর পরবর্তী সময়ে তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন ২০১৬ সালে। এর পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স ভর্তি হন ২০১৬ সালে।২০২২ সালে তিনি স্নাতক সম্পন্ন করেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। পরবর্তীতে তিনি একই বিভাগে মাস্টার্স ভর্তি হন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

নাহিদ ইসলাম এর বৈবাহিক অবস্থা

নাহিদ ইসলাম একজন বিবাহিত পুরুষ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তো আগে থেকেই।বৈবাহিক জীবনে তিনি একজন সফল ব্যক্তিত্ব। তার স্ত্রীর সাথে তিনি দাম্পত্য জীবন সফলতার সাথেই অতিবাহিত করছেন। তার আরো একটি পরিচয় রয়েছে তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা।

নাহিদ ইসলাম এর কর্মজীবন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন নাহিদ ইসলাম । ছাত্র আন্দোলনের সময় কোটার সংস্কারের পাশাপাশি তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরই প্রেক্ষিতে নতুন করে উপদেষ্টা গঠন করে অন্তরবর্তী সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের ৮ ই আগস্ট বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন নাহিদ ইসলাম।এর পরের দিনই অর্থাৎ ৯ ই আগস্ট টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। এর পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৬ ইআগস্ট তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান।

উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন কবে?

 উপদেষ্টা নাহিদ ইসলাম অর্থাৎ সমন্বয়ক নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পর ২০২৫ সালের ২৫ শে ফেব্রুয়ারি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করেন। জানা গেছে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ গ্রহণ করেন। এবং জাতীয় নাগরিক পার্টির সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *