Ramadan Schedule

সিঙ্গাপুর রোজার সময়সূচী ২০২৫: আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ,ক্যালেন্ডার

সিঙ্গাপুর রোজার সময়সূচী ২০২৫: আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ,ক্যালেন্ডারঃপবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে সারা বিশ্বব্যাপী ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে। পবিত্র মাহে রমজান মাস  মুসলিম সমাজের মধ্যে একটি রহমত বরকত ও মাগফেরাতের মাস। এই মাসের ফজিলত এত গুরুত্বপূর্ণ যে এই মাসের ইবাদত করার জন্য সারা বিশ্বের মুসলমানগণ অধীর আগ্রহে অপেক্ষা করে। পাশাপাশি রমজান মাসে সিয়াম পালন করা এবং তারাবির নামাজ আদায় করা হয়। এই মাসের ইবাদত গুলোকে মহান রাব্বুল আলামিন অন্যান্য মাসের থেকে কয়েক শত গুণ বৃদ্ধি করে দিয়ে ওই বান্দার আমলনামায় দেওয়ার অঙ্গীকার করেছেন। সে কারণেই মুসলিম সম্প্রদায়ের মুসলমানগণ এই মাসে বেশি বেশি ইবাদত করে থাকেন।

সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার একটি দেশ। এ দেশে অনেক মুসলিম ধর্ম অনুসারী রয়েছে। সাথে সাথে বাংলাদেশের অনেক প্রবাসী ভাই ও বোনেরা রয়েছে। সিঙ্গাপুরে ডলারের মান অনেক বেশি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমরা এখানে বিভিন্ন ধরনের কর্মের সাথে জড়িত রয়েছে। পাশাপাশি অনেক ছাত্র-ছাত্রীরা সেখানে অবস্থান করছেন পড়াশোনা করার জন্য এবং অনেক প্রবাসী বাঙালি রয়েছে যারা সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছেন। ইতিমধ্যেই পবিত্র মাহে রমজান সেখানে উপস্থিত হয়ে গেছে। সে সকল মুসলিম প্রবাসী ভাই-বোনদের জন্য আমরা রোজার সময়সূচি সেহরি ও ইফতারের সময়সূচি এবং ক্যালেন্ডার উপস্থাপন করছি। আপনারা এগুলো ডাউনলোড করে নিয়ে এই সময়সূচী অনুযায়ী পবিত্র মাহে রমজান মাসের সিয়াম গুলো এবং নামাজ আদায় করতে পারবেন।

পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

মানুষের জীবন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যায়। এই সীমিত সময়ের মধ্য দিয়ে অধিক পরিমাণে সাওয়ার লাভের প্রয়োজন রয়েছে। সেই কারণেই আল্লাহ তাআয়ালা বছরের একটি মাসকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করার সুযোগ করে দিয়েছে।এ মাসে অধিক থেকে অধিকতার সব হাসিলের সুযোগ করে রয়েছে ।এ সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন, “তোমরা রমজান মাসের সিয়াম গুলো পালন করো, আমি এর উত্তম প্রতিদান দেব”! অন্য আরেকটি আয়াতে এ মাসের ফজিলত বর্ননা করতে গিয়ে তিনি বলেন, “জান্নাতের একটি দরজা আছে সেটা হলো রাইয়ান দরজা, সেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, সিয়াম পালন করা ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না”। ইমাম আহমেদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, “সিয়াম এবং কোরআন তেলোয়াত কিয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবে”। সিয়াম বলবে হে প্রভু, আমি তাকে দিনের বেলায় খাওয়া থেকে এবং প্রবৃতির ধারণা থেকে বিরত রেখেছি, আমি তার ব্যাপারে আমার সুপারিশ করছি। আপনাকে আমার সুপারিশ গ্রহণ করতেই হবে। কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি তার ব্যাপারে আমার সুপারিশ আপনাকে গ্রহণ করতেই হবে। তখন মহান রাব্বুল আলামিন তাদের সুপারিশ গুলোকে গ্রহণ করবেন এবং ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করবেন। সুতরাং বুঝতেই পারছেন এই মাসের গুরুত্ব ও ফজিলত কত গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার

ইতিমধ্যেই বিশ্বের মুসলিম দেশগুলোতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যালেন্ডার প্রকাশ করেছে। সৌদি আরবের বিভিন্ন শহরগুলোতে রমজানের সময়সূচি প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে সিঙ্গাপুরেও পবিত্র মাহে রমজান উপলক্ষে সময় সূচি ও ক্যালেন্ডার প্রকাশ করেছে। আমরা আমাদের প্রতিবেদনে সিঙ্গাপুরের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী একটি ক্যালেন্ডার তৈরি করেছি যেটা অনুসরণ করে আপনি পবিত্র মাহে রমজান মাসের সিয়াম এবং নামাজ গুলো আদায় করে নিতে পারবেন। তবে সিঙ্গাপুরের অবস্থানরত প্রবাসী ভাই বোনদের জন্য বলে রাখি, আপনি সিঙ্গাপুরের যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থান অনুযায়ী এই সময় সুচির সাথে কয়েক মিনিট যোগ এবং কয়েক মিনিট বিয়েগ করে সেহরি ও ইফতার গ্রহণ করবেন। পাশাপাশি সালাত গুলো আদায় করে নিবেন।

সিঙ্গাপুর রোজার সময়সূচী ২০২৫

সিঙ্গাপুরের সরকার প্রধান পবিত্র মাহে রমজান উপলক্ষে সময়সূচি প্রকাশ করেছেন। পবিত্র মাহে রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। সে কারণে সৌদি আরবের ইসলামিক ফাউন্ডেশন সম্ভাব্য সময়সূচী প্রকাশ করেছে। ইতিমধ্যেই শাবান মাসের গুরুত্বপূর্ণ যে মহিমান্বিত রাত সবে “লাইলাতুল বরাত” পালিত হয়ে গেছে। শাবান মাসের মধ্যবর্তী রাতেই লাইলাতুল বরাত পালিত  হয়ে থাকে। রমজান মাসের আগমন ঘটতে শুধুমাত্র ঘটতে অল্প কিছু সময় বাকি। শাবান মাস ২৯ দিন কিংবা ৩০ দিন পূণ্য হয় কিনা সেদিকে লক্ষ্য রাখা জন্য সিঙ্গাপুরের সরকার প্রধানমন্ত্রী বিশেষ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার আয়োজন করেছেন। ঐ তারিখে চাঁদ দেখা না গেলে শাবান মাসের ৩০ তারিখে চাঁদ দেখা যাবে। এবং পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। আমরা আমরা আমাদের প্রতিবেদনের এই অংশের সিঙ্গাপুরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী টেবিল আকারে একটি সময়সূচী আপনাদের সামনে উপস্থাপন করছি।

রমজান

সেহেরি

ইফতার

তারিখ

06:04 AM 07:20 PM ১ মার্চ ২০২৫

06:03 AM 07:20 PM ২ মার্চ ২০২৫
06:03 AM 07:20 PM

৩ মার্চ ২০২৫

06:03 AM 07:20 PM ৪ মার্চ ২০২৫
06:03 AM 07:20 PM

৫ মার্চ ২০২৫

06:03 AM 07:20 PM ৬ মার্চ ২০২৫

06:03 AM 07:20 PM

৭ মার্চ ২০২৫

06:02 AM 07:19 PM

৮ মার্চ ২০২৫

06:02 AM 07:19 PM ৯ মার্চ ২০২৫
১০ 06:02 AM 07:19 PM

১০ মার্চ ২০২৫

১১

06:02 AM 07:18 PM ১১ মার্চ ২০২৫
১২ 06:02 AM 07:17 PM

১২ মার্চ ২০২৫

১৩

06:01 AM 07:17 PM ১৩ মার্চ ২০২৫
১৪ 06:01 AM 07:16 PM

১৪ মার্চ ২০২৫

১৫

06:00 AM 07:15 PM ১৫ মার্চ ২০২৫
১৬ 06:00 AM 07:15 PM

১৬ মার্চ ২০২৫

১৭

05:59AM 07:14 PM ১৭ মার্চ ২০২৫
১৮ 05:59 AM 07:13 PM

১৮ মার্চ ২০২৫

১৯

05:59 AM 07:13 PM ১৯ মার্চ ২০২৫
২০ 05:59 AM 07:12 PM

২০ মার্চ ২০২৫

২১

05:59 AM 07:12 PM ২১ মার্চ ২০২৫
২২ 05:58 AM 07:11 PM

২২মার্চ ২০২৫

২৩

05:58 AM 07:11 PM ২৩ মার্চ ২০২৫
২৪ 05:57 AM 07:11PM

২৪ মার্চ ২০২৫

২৫

05:57 AM 07:10 PM ২৫ মার্চ ২০২৫
২৬ 05:56AM 07:09 PM

২৬ মার্চ ২০২৫

২৭

05:56 AM 07:09PM ২৭ মার্চ ২০২৫
২৮ 05:5 6AM 07:09 PM

২৮ মার্চ ২০২৫

২৯

05:55 AM 07:08 PM

২৯ মার্চ ২০২৫

৩০ 05:55 AM 07:08 PM

৩০ মার্চ ২০২৫

সিঙ্গাপুরে আজকে সেহরির শেষ সময়

 ইতিমধ্যে এই পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র মাহে রমজানের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেছে। পবিত্র মাহে রমজানের ইবাদত গুলোর মধ্যে তারাবির নামাজ আদায় করা একটি জরুরী বিষয়। সবাই তারাবির নামাজ আদায় করেছেন সিঙ্গাপুরে। আজকে সেহরির শেষ সময় ভোর ৫ঃ৩০ মিনিটে। তবে অবস্থান অনুযায়ী এই সময়সূচী থেকে এক থেকে দুই মিনিট বিয়োগ করে সেহেরি গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনি সতর্কতা অবলম্বন করে আজকের সেহেরি গ্রহণ করবেন। সেহেরী গ্রহণ করা একজন মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনারা সিয়াম পালন করলে আপনাকে অবশ্যই সেটি গ্রহণ করতেই হবে। অন্যথায় আপনার সিয়াম পালনে ব্যাঘাত ঘটতে পারে।

সিঙ্গাপুরের আজকের ইফতারের সময়

সিঙ্গাপুরে অবস্থিত প্রবাসী ভাই ও বোনেরা যারা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছেন। আপনাদের সুবিধার্থে আমরা সিঙ্গাপুরের আজকের  ইফতারের সময়সূচীটি উল্লেখ করছি। সিঙ্গাপুরে আজকে ইফতারের সময়  ০৬ঃ১৫ মিনিটে। সিঙ্গাপুরে আপনি যেখানে অবস্থান করছেন সেখার সময়সূচী অনুযায়ী এই সময়সূচী থেকে ০১ থেকে০২ মিনিট যোগ করে ইফতার গ্রহণ করে নিবেন। এটি হচ্ছে সতর্কতা অবলম্বনের একটি উপায়। যাতে করে আপনার সিয়াম সাধনা করাটা মহান রাব্বুল আলামিনের কাছে কবুল ও মঞ্জুর হয়ে যায়। ইফতারের সময় অবহেলা না করে যথাসময়ে ইফতার গ্রহণ করতে হবে।

যথাযথ সময় অনুসরণ করে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জরুরী বিষয়। এ মাসে বেশি বেশি ইবাদত করে মহান রব্বুল আলামীনকে সন্তুষ্ট করতে হবে। সিঙ্গাপুরে অনেক মুসলমান ভাইয়েরা রয়েছেন যারা সিয়াম পালন করছেন না মহান রব্বুল আলামীন তাদেরকে হেফাজত এবং হেদায়েত দান করুন। আপনারা যারা সিঙ্গাপুরে রমজান মাসের সিয়াম গুলো পালন করছেন এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করছেন তারা আপনার কর্মের পাশাপাশি সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ইসলাম ধর্ম প্রচার করবেন। তাতে করে আপনার অনেক বেশি সাওয়াব হাসিল করতে পারবেন। আল্লাহ আপনাদের সকল ইবাদত গুলোকে কবুল করে নিন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *