শাওয়াল মাসের ৬ টি নফল রোজা রাখার নিয়ম, নিয়ত ও ফজিলত ২০২৫

পবিত্র শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো নফল রোজা।মাহে রমজানের পরবর্তী মাস হল শাওয়াল মাস।পবিত্র শাওয়াল মাসে প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। ঈদুল ফিতর ব্যতীত অর্থাৎ ঈদের দিন বাদ দিয়ে সাওয়াল মাসের যে কোন দিন নফল রোজা পালন করা বিধান রয়েছে। শাওয়াল মাসের রোজা বা সিয়াম পালন করা প্রত্যেকটি ঈমানদার রোজাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সারা মাস পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের মধ্য দিয়ে আমাদের নানা ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়। সে সকল ভুল ভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য শাওয়াল মাসের ছয়টি নফল রোজা পালন করা হয়।
আপনি কি শাওয়াল মাসের ছয়টি নফল রোজার নিয়ম, নিয়ত এবং এই নফল রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করছেন। তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে শাওয়াল মাসের নফল রোজার বিস্তারিত তথ্য উপস্থাপন করব। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে, এই প্রতিবেদনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের প্রদান করতে পারব। সেজন্য আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পাঠ করুন।
শাওয়াল মাসের ০৬ টি নফল রোজার গুরুত্ব ও ফজিলত
শাওয়াল মাস হিজরি বর্ষপঞ্জিকে অনুযায়ী ১০ তম মাস। এ মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল নফল রোজা বা সিয়াম পালন করা। পবিত্র মাহে রমজানের পুরো ৩০ টি দিন আমরা সিয়াম সাধনার মাধ্যমে মহান রব্বুল আলামীনকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। এবং বেশি বেশি দান সদকা ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে মহান রব্বুল আলামীনকে খুশি ও রাজি করার চেষ্টা করেছি। এতদপুরীও এই সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ভুল বা ত্রুটি হয়েছে বা হয়ে থাকে। সে সকল ভুলত্রুটি থেকে শুধরে নিতে শাওয়াল মাসের ছয় দিনের ছয়টি সিয়াম পালনের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করার চেষ্টা আমাদের করতে হবে। এই মাসের নফল সিয়াম পালনের মধ্য দিয়ে সারা বছর সিয়াম পালনের সাওয়াব অর্জন করা সম্ভব হবে।সে ক্ষেত্রে রমজানের ৩০ দিন সিয়াম পালনের জন্য একটি সিয়াম পালনের জন্য দশ দিনের সিয়াম পালনের ছওয়াব পাওয়া যায়। সে হিসেবে হিসাব করলে ৩০ টি রোজা রাখার কারণে ১০ মাস রোজা রাখার সাওয়াব পাওয়া যায়।আর শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালনের মধ্য বাকি দুই মাস সিয়াম পালনের সাওয়াব পাওয়া সম্ভব।তাই এই গুরুত্বপূর্ণ মাস থেকে ০৬ টি নফল সিয়াম পালন করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।
শাওয়াল মাসের ৬ টি নফল রোজা রাখার নিয়ত
শাওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ ছয়টি সিয়াম পালনের নিয়ত আমাদের প্রতিবেদনের এই অংশে উপস্থাপন করছি। আপনারা এই নিয়ত করে পবিত্র শাওয়াল মাসের সিয়াম গুলো পালন করতে পারবেন। গুরুত্বপূর্ণ এই সিয়াম পালনের জন্য রমজানের মত প্রতিদিন সিয়াম পালনের কোন বিধি নিষেধ নেই। সে ক্ষেত্রে আপনি শাওয়াল মাসের পুরো ৩০ দিনের মধ্যে যেকোনো ছয় দিন এই সিয়াম পালন করতে পারবেন। আবার মহিলাদের ক্ষেত্রে এই সিয়ান পালনের জন্য স্বামীর অনুমতির প্রয়োজন রয়েছে। স্বামীর অনুমতি ছাড়া এই সিয়াম পালন করা যাবে না। স্বামী যদি স্ত্রীকে এই সিয়ান পালনের জন্য বাধা প্রদান করে তাহলে এ সিয়াম পালন করা যাবে না। তবে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কারণ দেখিয়ে স্বামীকে সেই সিয়াম পালনের নিষেধ প্রদান করতে হবে।
“নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।”
নফল সিয়াম পালনের ক্ষেত্রে কেবল ফজরের পূর্বে নিয়ত করতে হবে এরকম কোন বিধি নিষেধ নেই দিনের বেলা সূর্য ঢলার পূর্বেই নফল সিয়াম পালনের নিয়ত করলেই নিয়ত হয়ে যায়।
শাওয়াল মাসের ৬ টি নফল রোজা রাখার বাংলা নিয়ত
পবিত্র এই শাওয়াল মাসের নফল সিয়াম পালনের জন্য বাংলা নিয়ত করলেই যথেষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে আমি নফল রোজা রাখার নিয়ত করলাম এরূপ ভাবে নিয়ত করলেই নিয়ত হয়ে যায়।নফল সিয়াম পালনের জন্য আপনাকে যে একেবারে উচ্চারণের শহীদ নিয়ত করতেই হবে তা কিন্তু নয়। আপনি মনে মনে নফল সিয়াম পালনের নিয়ত করে নিতে পারেন। শুধুমাত্র আপনি মনে মনে নিয়ত করে নিতে পারেন যে আমি আজকে নফল সিয়াম পালনের নিয়ত করলাম। যথাযথ নিয়ম অনুযায়ী সিয়াম পালন করবেন তাহলেই আপনার সিয়াম হয়ে যাবে। এতে করে সিয়াম পালনের কোন সমস্যা হবে না।মাহফুজ সিয়াম পালনকালে আপনি অনুরূপ অশালীন কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আপনাকে তো পানাহার থেকে বিরত থাকতেই হবে। এবং ইফতারের যথাসময়ে ইফতার গ্রহণ করে নিবেন।
শাওয়াল মাসের ৬ টি নফল রোজা রাখার নিয়ম
শাওয়াল মাসের নফল সিয়াম পালনের জন্য নির্দিষ্ট করে কোন নিয়ম বা বিধি- নিষেধ নেই। আমরা সাধারণত রমজান মাসে যেভাবে বা নিয়মে পালন করে থাকি সেভাবেই নফল সিয়াম গুলো পালন করতে হবে। শুধুমাত্র সঠিক নিয়ত করে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালনের জন্য অবশ্যই সেহরি করা প্রয়োজন রয়েছে। সেহরি গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময় অনুযায়ী সেহেরী গ্রহণ করতে হবে। এবং ইফতার গ্রহণ করার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। যথাযথ সময় অনুযায়ী ইফতার গ্রহণ করতে হবে। নফল সিয়াম পালনের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে শাওয়াল মাসের সেহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করবো। আপনারা প্রয়োজন অনুযায়ী আমাদের ওয়েবসাইট থেকে এই সময়সূচি সংগ্রহ করে নিতে পারবেন।