স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ২০২৫

প্রতিবছর ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক বেশ কিছু কার্যক্রম পরিচালনা করা হয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস ও বার্তা প্রদান করে থাকেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে ।এছাড়াও জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেশের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা এই দিনে বক্তৃতা প্রদান করে থাকেন।
১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে তৎকালীন পশ্চিম পাকিস্তানরা পূর্ব পাকিস্তানেরদের ওপর নির্বিচারে হত্যা যোগ্য কার্যক্রম পরিচালনা করে। এই রাতেই তৎকালীন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক বার্তায় বাঙালি জাতিকে যুদ্ধের ঘোষণা প্রদান করেন পরবর্তীতে অনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্তা পাঠ করা হয়। এবং ২৭ শে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা
স্বাধীনতা দিবসের যে গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে সে ইতিহাস সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করতে হবে।কেননা বাঙালি জাতির জন্য যে একটি গৌরময় অধ্যায় রয়েছে সে সম্পর্কে নতুন প্রজন্ম উনিত হলো ভবিষ্যতে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা সহায়ক ভূমিকা পালন করবে। স্বাধীনতার চেতনা আমাদেরকে হবে বুকে ধারণ করতে। তাদের আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি থাকতে হবে। দেশের মানুষকে ভালবাসতে হবে দেশের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একটি সুখী সমৃদ্ধ উন্নয়নশীল দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে নতুন বাংলাদেশে নতুন ধারা অব্যাহত রাখার জন্য আমাদেরকে নতুন নেতৃত্বের মাধ্যমে এ দেশকে এগিয়ে নিতে হবে। সকল পরাধীনতার শৃঙ্খলা থেকে নিজেদেরকে বের করে নিতে হবে। নিজের দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে উন্মোচিত করতে হবে।
স্বাধীনতা দিবসের ক্যাপশন
স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনের একটি অভিচ্ছেদ্য অংশ। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ জাতির উপর নির্মম অত্যাচার, নিপীড়ন ধ্বংসযোগ্য চালানো হয়েছিল তার কথা আমরা কোনদিন ভুলবে না। লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই অনলাইনে স্বাধীনতা দিবসের ক্যাপশন অনুসন্ধান করেন আপনাদের সুবিধার্থে আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু সুন্দর সুন্দর ক্যাপশন তৈরি করে উপস্থাপন করছি। যেগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারব পারবেন।
- “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না”
- “রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, স্বাধীনতা দিবসে তাই আপনাদেরকে জানাই সালাম”
- “লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা, কখনো তাই হতে দেব না আমরা খর্ব হতে স্বাধীনতা”
- “সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা”
- “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, তাই আমরা স্বাধীনতার রক্ষার স্বপক্ষে সব সময় থাকবো”

স্বাধীনতা দিবসের উক্তি
স্বাধীনতা দিবস উপলক্ষে কবি দার্শনিকদের কিছু বাণী বা উক্তি আমরা প্রতিবেদনের এই অংশ উপস্থাপন করছি। বিভিন্ন কবি, মনীষী স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে স্বাধীনতার জয়গান করে বিভিন্ন বাণী প্রদান করেছেন। কবিদের এই বাণী গুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাণী গুলো তাদের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিবসের ঘোষণা প্রদান করলেও পরবর্তীতে সমগ্র বাঙালি জাতি পাকিস্তানিদের শাসন ও নিপীড়ন থেকে মুক্ত হওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছেন। দীর্ঘ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ০২ লক্ষ মা- বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
- “স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার এবং কেউই আমাদের কাছ থেকে এটি কেড়ে নিতে পারবে না।” – নেতাজি সুভাষ চন্দ্র বসু
- “স্বাধীনতা মানে মুক্তি, মুক্তি মানে স্বাধীনতা।” – রবীন্দ্রনাথ ঠাকুর
- “যে জাতি স্বাধীনতা পায় না, সে জাতি ক্ষুদ্র।” – কাজী নজরুল ইসলাম
- “রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবুও এ দেশের মানুষ কি মুক্ত করে ছাড়বো” ইনশাল্লাহ!— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীনতা দিবসের স্ট্যাটাস
স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যে কোন মাধ্যমে, যে কোন মিডিয়ার মাধ্যমে স্বাধীনতা দিবসের ব্যাপকতা ছড়িয়ে দিতে স্ট্যাটাস শেয়ার করতে করার প্রয়োজনীয়তা রয়েছে। কেননা এই দিনে লাখো লাখো বাঙালি নিজের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে সে সকল বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে বাংলাদেশের এই স্বাধীনতা দিবস সম্পর্কে যদি জানাতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হবে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈরি করে এই প্রতিবেদনের প্রকাশ করছি। যেগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি আরো সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈরি করে শেয়ার করতে পারবেন।
- “আমার সকল ফেসবুক বন্ধুদেরকে এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি”— হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025
- “সকল দুর্নীতি, অবিচার, অনিয়ম থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করার চেষ্টা করব, মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন”–হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025
- “পশ্চিম পাকিস্তানিরা যে অন্যায়, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি আমাদের উপরে করেছিল, তার দাঁতভাঙ্গা জবাব তৎকালীন বাঙালি দিয়েছিলেন আর বর্তমান যারা আমাদের সাথে অন্যায়, অত্যাচার,দুর্নীতি করছে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার দায়িত্ব আমাদেরই––হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025
- “স্বাধীনতা রক্ষার জন্য অনেক মা -বোন তাদের নিজস্ব সম্ভমকে বিলিয়ে দিয়েছেন আর আজকে আমরা নিজের একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই দেশকে ভুলে যাই, এ দেশের মাটিকে ভুলে যাই, দেশ মাতৃক্র্যাকে ভুলে যাই” –হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025
- “স্বাধীনতা দিবস আসলেই আমরা শুধু স্বাধীনতার কথা বলি কিন্তু বাকি দিনগুলো আমরা স্বাধীনতার শৃঙ্খলা তো দূরে কথা নিজেকে পরাধীনতার শৃংখলে নিজেকে বদ্ধ করে রাখতেই বেশি পছন্দ করি। ক্রমাগতই আমরা স্বাধীনতা থেকে নিজেদেরকে পিছিয়ে ফেলছি”।–হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025
আসুন আজ এই স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞা করি, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিনই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালবেসে সকল অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দেশের যারা বড় বড় পদে কর্মরত রয়েছেন, আপনাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, দেশটাকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল অসংখ্য মা ,ভাই, বোন আর আপনি সেই স্বাধীন দেশে বসবাস করে কি করে অন্যায়ের বিরুদ্ধে রায় প্রদান করেন। আপনার একটু সৎ মনোভাবের কারণেই একটি দেশের ,একটি জাতির অনেক উন্নয়ন সাধনের সুযোগ রয়েছে। অতএব নিজের স্বার্থের প্রতি খেয়াল না রেখে দেশের স্বার্থে কাজ করুন, দেশকে ভালবাসুন ।