Ramadan Schedule

সৌদি আরব রোজার সময়সূচি রিয়াদ ২০২৫ ( আজকের সেহরি ও ইফতারের সময়সূচি )

সৌদি আরবে রোজার সময়সূচি রিয়াদ ২০২৫। আজকের সেহরি ও ইফতারের সময়সূচি: সারা বিশ্বে পবিত্র মাহে রমজান মাসের আগমন ঘটেছে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে রমজানের সময়সূচী প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের জ্যোতিবিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান এই বছরের পবিত্র মাহে রমজানের সময়সূচী সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছেন। পবিত্র মাহে রমজান মাস হিজরি ১২ মাসের মধ্যে একটি ইবাদত পূর্ণ ও গুরুত্বপূর্ণ মাস। এ মাসে রহমত, বরকত, মাগফেরাত এবং নাজাতের একটি সম্মিলিত মাস। রমজান মাস আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য একটি বিশেষ উপহার। আমাদের ক্ষণস্থায়ী জীবনে রমজান মাসটি একটি বিশেষ ইবাদতের উপহার। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, “তোমরা যারা রমজান মাস পাবে, তারা যেন অবশ্যই রোজা গুলো পালন করে, আমি এর উত্তম প্রতিদান তোমাদেরকে দেব”। এ এছাড়াও আরো একটি আয়াতে তিনি বলেন যে, “ হে ঈমানদারগণ!, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর”। অতএব তোমরা রমজানের সিয়াম গুলো পালন করবে আমি তোমাদের পূর্ববর্তী গুণা গুলোকে ক্ষমা করে দেবো, একমাত্র বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলের গুনাহগুলো মহান রব্বুল আলামীন ক্ষমা করে দেবেন”।

সৌদি আরবে অনেক বাংলাদেশী প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন। যারা বিভিন্ন কর্মের সাথে সেখানে জড়িত রয়েছেন, তারা সিয়াম গুলো পালন করবেন। পবিত্র রমজান মাসে ইবাদত গুলো পালন করবেন ও আদায় করবেন। তাদের সুবিধার্থে আমরা আমাদের প্রতিবেদনে এই বছরের রমজান মাসের পূর্ণ ৩০ দিনের সময়সূচী সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করব। আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনটি পাঠ করুন এখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

সৌদি আরবের রিয়াদে পবিত্র মাহে রমজান

সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি একটি মুসলিম দেশ। এ দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম ধর্ম অনুসারী। এদেশের মুসলমানেরা রমজানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন। রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা রয়েছে। তারা এই মাসটিকে যথাযথ মর্যাদা অনুযায়ী পালন করে থাকে। রিয়াদ সৌদি আরবের রাজধানী। এখানে বাংলাদেশের অনেক প্রবাসী মুসলমানরা রয়েছে। তারা সেখানে বিভিন্ন চাকরিতে সেবা করে প্রদান করে আসছে সৌদি আরবের মানুষদেরকে। পাশাপাশি তারা বাংলাদেশের জন্য বৈদেশিক রেমিডেন্স সংগ্রহ করে আসছে। ইতিমধ্যে তাদের মধ্যে পবিত্র রমজানের আগমন ঘটেছে। রিয়াদের ইসলামিক ফাউন্ডেশন এ বছরের রমজানের মাসের সময়সূচী প্রকাশ করেছেন। সময়সূচী অনুযায়ী পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করার কথা জানিয়েছেন। রিয়াদের ধর্ম মন্ত্রণালয়ের থেকে সম্ভাব্য রমজানের শুরু তারিখ হচ্ছে ০১ মার্চ রোজ শনিবার থেকে।

রিয়াদে পবিত্র রমজান মাসের অফিস সময়সূচী

যে সকল বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবের বিভিন্ন অফিসে চাকরির অবস্থায় রয়েছেন।সে সকল ভাইদের উদ্দেশ্যে আমাদের প্রতিবেদনে পবিত্র রমজান মাসের অফিস সময়সূচী জানিয়ে দেওয়া হবে। আপনারা যেহেতু সেখানে জীবিকা নির্বাহ করছেন সেহতু আপনাদের সেখানকার অফিসের সময়সূচী মেনে চলতে হবে। সৌদি আরবের রিয়াদে এ বছরের রমজানের দিনগুলোতে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা থেকে বিকাল ০৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যে জোহরের সালাত আদায় করার জন্য ১৫ থেকে ৩০ মিনিট বিরতি ঘোষণা করা হয়েছে। এছাড়া যে সকল বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের নিজস্ব অফিস থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সময়সূচী প্রদান করা হয়েছে। আপনারা সেই সময়সূচি অনুযায়ী আপনাদের অফিসের কর্মের সাথে জড়িত থাকবেন। বেসরকার ও ব্যক্তিগত বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে সকাল ৯ঃ৩০ মিনিট থেকে বিকেল ০৪ঃ০০টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবে রোজার সময়সূচি রিয়াদ ২০২৫

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যথাযথ সময় অনুসরণ করে পবিত্র রমজান মাসের ইবাদত গুলো পালন করা জরুরী একটি বিষয়। প্রতিবছর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় থেকে রমজানের সময়সূচি প্রকাশ করা হয়ে থাকে। এ বছরেও সেই সময়সূচি প্রকাশ করা হয়েছে। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে সৌদি আরবের রিয়াদের পবিত্র মাহে রমজানের উপলক্ষে যে সময়সূচি প্রকাশ করেছে সেই সময়সূচীটি টেবিল আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা এই সময়সূচী অনুসরণ করে পবিত্র মাহে রমজানের রোজা গুলো পালন করতে পারবেন। এ সময়সূচিতে সেহরি এবং ইফতার এর সময়সূচি উল্লেখ করা হয়েছে। আপনার প্রয়োজন অনুসারে এই সময় সুচিটি ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি এই সময়সূচিটি আপনার বন্ধু-বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন।

রোজা/রমজান

তারিখ বার সেহরী শেষ সময় (ভোর)

ইফতারের সময় (সন্ধ্যা)

১ মার্চ শনিবার ০৫ঃ০৭ ০৬ঃ০৩
রবিবার ০৫ঃ০৬

০৬ঃ০৪

সোমবার ০৫ঃ০৬ ০৬ঃ০৪
মঙ্গলবার ০৫ঃ০৫

০৬ঃ০৫

বুধবার ০৫ঃ০৪ ০৬ঃ০৬
বৃহঃবার ০৫ঃ০৩

০৬ঃ০৭

শুক্রবার ০৫ঃ০২ ০৬ঃ০৭

শনিবার ০৫ঃ০১

০৬ঃ০৮

রবিবার ০৫ঃ০০

০৬ঃ০৮

১০

১০ সোমবার ০৪ঃ৫৯ ০৬ঃ০৯
১১ ১১ মার্চ মঙ্গলবার ০৪ঃ৫৮

০৬ঃ০৯

১২

১২ বুধবার ০৪ঃ৫৭ ০৬ঃ১০
১৩ ১৩ বৃহঃবার ০৪ঃ৫৬

০৬ঃ১০

১৪

১৪ শুক্রবার ০৪ঃ৫৫ ০৬ঃ১১
১৫ ১৫ শনিবার ০৪ঃ৫৪

০৬ঃ১১

১৬

১৬ রবিবার ০৪ঃ৫৩ ০৬ঃ১২
১৭ ১৭ সোমবার ০৪ঃ৫২

০৬ঃ১২

১৮

১৮ মঙ্গলবার ০৪ঃ৫১ ০৬ঃ১২
১৯ ১৯ বুধবার ০৪ঃ৫০

০৬ঃ১৩

২০

২০ বৃহঃবার ০৪ঃ৪৯ ০৬ঃ১৩
২১ ২১ মার্চ শুক্রবার ০৪ঃ৪৮

০৬ঃ১৩

২২

২২ শনিবার ০৪ঃ৪৭ ০৬ঃ১৪
২৩ ২৩ রবিবার ০৪ঃ৪৬

০৬ঃ১৪

২৪

২৪ সোমবার ০৪ঃ৪৫ ০৬ঃ১৪
২৫ ২৫ মঙ্গলবার ০৪ঃ৪৪

০৬ঃ১৫

২৬

২৬ বুধবার ০৪ঃ৪৩ ০৬ঃ১৫
২৭ ২৭ বৃহঃবার ০৪ঃ৪২

০৬ঃ১৬

২৮

২৮ শুক্রবার ০৪ঃ৪১ ০৬ঃ১৬
২৯ ২৯ শনিবার ০৪ঃ৪০

০৬ঃ১৭

৩০

৩০ রবিবার ০৪ঃ৩৯

০৬ঃ১৭

রিয়াদে আজকের সেহরির শেষ সময়

সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা দিয়েছে। ইতিমধ্যেই সেখানে পবিত্র রমজান মাসের ইবাদত গুলো পালন করা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই তারাবির সালাত আদায় হয়ে গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আজকের সেহরির শেষ সময় ভোর ০৫ঃ০৭ মিনিটে। সেহরি গ্রহণ করার প্রতিটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সকলকেই সেহেরী গ্রহণ করতে হবে। কুরআন-হাদিসেএ সম্পর্কে বিশেষভাবে ব্যাখ্যা রয়েছে। তাছাড়া আমাদের রোজা রাখার জন্য  সেহরি গ্রহণ করা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ সেহরি গ্রহণ না করলে পরবর্তী দিনে রোজা পালনে আমাদের শারীরিক বিভিন্ন সমাধান দিতে পারে।

রিয়াদে আজকের ইফতারের সময়

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজকের ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ০৬ঃ০৩ মিনিটে। সারাদিন নানা কর্মব্যস্ততা মধ্য দিয়ে আপনি পবিত্র রমজান মাসের সিয়াম পালন করছেন। এজন্য আপনাকে যথাসময়ে ইফতার গ্রহণ করতে হবে। এছাড়াও পবিত্র রমজান মাসে ইফতার গ্রহণের বিষয় হাদিসে বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। ইফতার হচ্ছে একটি ফজিলতপূর্ণ ও বরকতময় খাবার। এ বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে “তোমরা দ্রুত ইফতার গ্রহণ করো এবং মাগরিবের সালাত আদায় কর”। পাশাপাশি পরবর্তী দিনের রোজার জন্য তারাবির সালাত আদায় করো। এছাড়া একটি হাদিসে উল্লেখ রয়েছে “তোমরা ইফতার গ্রহণ করো কারণ এটাতে অনেক ফজিলত রয়েছে”।

আমরা আমাদের আজকের প্রতিবেদনে পবিত্র রমজান মাসের সৌদি আরবের রিয়াদের সময়সূচি উল্লেখ করেছি। এই সময়সূচীটি সম্ভাব্য সময়সূচী। পবিত্র রমজান মাস শুরু হওয়া নির্ভর করে চাঁদ দেখার উপর নির্ভর করে। ইতিমধ্যেই পবিত্র লাইলাতুল বরাত অনুষ্ঠিত হয়ে গেছে এবং সৌদি আরবের আকাশে চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শাবান মাস ২৯ দিন কিংবা ৩০ দিন হতে পারে। সেই উপলক্ষে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আয়োজন করেছে। চাঁদ দেখা গেলেই পবিত্র রমজান শুরু হয়ে যাবে। আপনারা উপরের সময়সূচী অনুযায়ী দুই এক মিনিট যোগ বা বিয়োগ দিয়ে সতর্কতার জন্যইফতার এবং সেহরি গ্রহণ করবেন।পবিত্র রমজান মাসে আমাদের সিয়াম গুলো পালন করা অত্যন্ত জরুরী একটা বিষয়। এতে করে আপনার পূর্ববর্তী জীবনের গুনাগুলো মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জান্নাতে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তাই আসুন পবিত্র পবিত্র রমজান মাসের সিয়াম গুলো এবং ইবাদতগুলো আমরা মনোযোগ সহকারে পালন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *