Ramadan Schedule

সৌদি আরবের দাম্মাম শহরের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫

মুসলিম সম্প্রদায়ের ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে তৃতীয়তম হচ্ছে সিয়াম বা রোজা। সিয়াম শব্দটি আরবি শব্দ “সাওম” থেকে। “সাওম” শব্দের অর্থ হল বিরত থাকা। ইসলামিক পরিভাষায় “সাওম”অর্থাৎ সিয়াম বলতে সাধারণত বুঝায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে নিজেকে বিরত রাখা। একটু বিস্তারিত ভাবে বলতে গেলে ফজরের আযানের পূর্ব থেকে মাগরিবের আযানের পূর্ব পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা বা সিয়াম সাধনা করা।

 এ সম্পর্কে  সূরা বাকারার একটি আয়াতে রয়েছে, “হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো”

আরেকটি আয়াতে রয়েছে, “তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে” সূরা বাকারা

হযরত আবু হুরায়রা রাঃ সালাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম একবার এরশাদ করেছিলেন সেটি হল, “ষখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন শাওয়াল মাসের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ৩০ দিন রোজা রাখবে”— সহি বুখারী ও মুসলিম হাদিস

দাম্মাম শহরের সেহরি ও ইফতারের সময়সূচি

সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশি অনেক প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন। তারা আসন্ন পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনা করবেন। কারণ সিয়ামের গুরুত্ব ও ফজিলত ইসলাম ধর্মে অনেক বেশি। এমনকি রমজান মাসে এক টাকা দান করলে অন্যান্য মাসের ৭০ টাকা দানের সাওয়াব পাওয়া যায়। পাশাপাশি রমজান মাসের কয়েকটি মহিমান্বিত রাত হয়েছে রাত গুলোতে বেশি বেশি ইবাদত করা যায়। তাই আজকে আমরা আমাদের প্রতিবেদনের সৌদি আরবের দাম্মাম শহরের সেহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করবো যেগুলো আপনারা অনুসরণ করে পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো পালন করতে পারবেন।

 সৌদি আরবের দাম্মাম শহরের পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার

সৌদি আরব প্রায় ৯৫% মানুষ মুসলমান ধর্ম অনুসারী। যারা পবিত্র রমজানের জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছেন। আর অল্প কয়েকদিনের মধ্যেই পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয়ে গেছে। পবিত্র মাহে রমজান যেহেতু চাঁদ দেখার উপরে নির্ভরশীল হয়ে থাকে। সেহেতু আমাদেরকে অবশ্যই সৌদি আরবের চাঁদ দেখার অপেক্ষায় থাকতে হবে। আমরা আমাদের প্রতিবেদনে সৌদি আরবের দাম্মাম শহরের সম্ভাব্য সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার আকারে কাজ করছি প্রকাশ করছি।

দাম্মামে আজকের সেহরির শেষ সময়

হাদিসে একটি বিষয়ে উল্লেখ রয়েছে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, “তোমরা পবিত্র মাহে রমজান মাসে সেহরির সময় অবশ্যই সেহরি গ্রহণ করবে, এতে করে তোমাদের পরবর্তী দিনে রোজার রাখার জন্য শরীরের শক্তি যোগাবে”। একথা তিনি আরো স্পষ্টভাবে বলেছেন যে “সেহরির সময় এক ঢোক পানি হলেও গ্রহণ করবে এতে তোমাদের শক্তি সঞ্চার হবে”। আজকের সেহরির শেষ সময় ভোর ৪ঃ৪৫ মিনিটে।

দাম্মামে আজকের ইফতারের শেষ সময়

সারাদিন নিজেকে সকল প্রকার পানাহার থেকে এবং অশ্লীল কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখে রমজান মাসের প্রথম রোজা সম্পন্ন হতে চলেছে। সৌদি আরবের আকাশে গতকালকে রমজানের চাঁদ দেখা দিয়েছে এবং আজকে প্রথম রোজা সম্পন্ন হয়ে যাচ্ছে। সময় অনুযায়ী ইফতার গ্রহণ করা আমাদের প্রত্যেকটি মুসলমান নর -নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে হাদিস একটি বিষয় উল্লেখ রয়েছে যে, “তোমরা ইফতারের সময় হলে দ্রুত ইফতার গ্রহণ করো এবংদ্রুত মাগরিবের সালাত আদায় করতে যাও” আজকে প্রথম রোজার ইফতারের সময় সন্ধ্যা ৫ঃ৪১ মিনিটে।

পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি সেদিকে সবাই সতর্ক থাকি। নিজেকে কোনো ধরনের অশ্লীল কাজের সাথে জড়িত না করি। মাহে রমজানের রোজা গুলো মহান রব্বুল আলামীনের কবুল করে নিন। উপরে উল্লেখিত সময়সূচীটি সম্ভাব্য সময়সূচি হিসেবে বিবেচিত হবে ।পবিত্র মাহে রমজান শুরু হবে চাঁদ দেখা অনুযায়ী এবং শেষও হবে চাঁদ দেখা অনুযায়ী। আপনারা এই সময়সূচিটি চাঁদ দেখে সেই অনুযায়ী মিলিয়ে নিয়ে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। পবিত্র মাহে রমজানের ৩০ টি রোজা রেখে নিজের শরীরের যাকাত প্রদান করুন। আল্লাহ সকলের ইবাদতগুলোকে কবুল করে নিন সকলে বলি আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *