Song lyrics

রমজান গজল লিরিক্স- “রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” ২০২৫

রমজানের মহিমান্বিততা ছড়িয়ে দিতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তেমনি আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে ইসলামের বারোতা ছড়িয়ে দিতে বিভিন্ন গজল, ইসলামিক সংগীত, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল এর ভিডিও আমরা লক্ষ্য করতে পারি। এতে করে রমজানের মাহাত্ম্য সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রমজান মাস আমাদের জন্য একটি ইবাদত পূর্ণ মাস। এ মাসে একটি ভালো কাজের মাধ্যমে কাউকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারলে অধিক সওয়াব অর্জন করা সম্ভব।

পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনার সময় ইসলামিক বিভিন্ন গজল শুনতে ভালোবাসে আবার অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিংবা ভিডিও তৈরি পাশাপাশি গজল গুলো মুখস্থ করার জন্য লিরিক্স বা গানের কথা প্রয়োজন পড়ে যায়। আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রতিবেদনটি সাজিয়েছি। পবিত্র মাহে রমজানের একটি জনপ্রিয় গজল “রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে”এই গজলটির বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন।

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” গজল এর গায়ক

জনপ্রিয় এই গজলটিতে চারজন গুনি শিল্পীর মাধ্যমে গজলটি উপস্থাপন করা হয় এবং গায়কী করানো হয়। এই চারজন গুনি শিল্পী হলেন- সাঈদ বিন শফিক, আতাউল্লাহ ফয়েজি,এস এম হাবিব ও রফিক উল্লাহ রাফি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই গজলটি সারা দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কন্ঠে  গজলটি এত সুন্দর হয়েছে যে প্রকাশের আজ পর্যন্ত আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” গজল এর গীতিকার

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” গজল এর গীতিকার- শাহানুর রহমান শাহিন।যিনি ইতিমধ্যেই বেশ কিছু ইসলামিক গজল ইসলামিক সংগীতের রচনা করেছেন। ইতিমধ্যেই তার বেশ কিছু গজল জনপ্রিয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় “রমজানের এই দীপ্ত আলো নাও’জনপ্রিয়তা লাভ করেছে। তিনি এই গজলটি যে ভাষাগুলো ব্যবহার করেছেন তা প্রত্যেকটি মুমিনদের অন্তরে দাগ কেটে আছে। এই গজলের মাধ্যমে মুসলিমদের  অন্তরে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে।

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” গজল এর সুরকার

গজলটি সুরকার এমনভাবে গজলটিতে সুর করেছেন যেন একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। সে কারণেই গজলটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে বেশ কয়েক বছর থেকেই এই গানটি এই গজলটি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে।একটি গজল তখনই জনপ্রিয়তা লাভ করে যখন তার সুর এবং কথা মানুষকে আকৃষ্ট করতে পারে। এই গজলটির ক্ষেত্রে ঠিক তেমনটি হয়েছে।“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” গজল এর সুর করেছেন সাঈদ বিন শফিক। ইতিমধ্যেই সাঈদ বিন শফিকের বেশ কয়েকটি গজল এবং বক্তৃতা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সারা দেশবাসীর কাছে সুনাম কুড়িয়েছে।

রমজান গজল লিরিক্স- “রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে” ২০২৫

গায়ক- সাঈদ বিন শফিক, আতাউল্লাহ ফয়েজি,এস এম হাবিব ও রফিক উল্লাহ রাফি

গীতিকার- শাহানুর রহমান শাহিন

সুরকার- সাঈদ বিন শফিক

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে,

প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (২)

প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে।”

“ত্যাগ তিতিক্ষা সংযমী হও,নাও দীক্ষা রমজানের,

ভালোবাসায় সিক্ত করো, দ্বার খুলে দাও সব প্রাণের (২)

অহংকারের অগ্নি শিখা দাও নিভিয়ে নম্রতায় (২)

পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায়।”

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে,

প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (২)

প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে।”

“রহমতের ঐ ফাল্গূধারায় নাও কুড়িয়ে বারাকাত,

সদকাতে মন শুদ্ধ করো নাও চেয়ে নাও মাগফেরাত (২)

নাজাতের ঐ মহাক্ষনে প্রভুর ক্ষমা লও ডেকে (২)

নেক আমলের পূন্যতাতে পাপরাশিকে নাও ঢেকে।”

“রমজানের ঐ দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে,

প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (২)

প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মনঃতরে (৩)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *