Song lyrics

“রমজান রমজান এসেছে আবার রমজান” গজল লিরিক্স ২০২৫

পবিত্র মাহে রমজানের মহিমান্বিততা সম্পর্কে আমাদের কম বেশি সকলেই জানা আছে। মুসলিম ধর্ম অনুসারীদের বাৎসরিক একটি ইবাদতের মাস রমজান মাস। হিজরী বর্ষপঞ্জি অনুযায়ী রমজান মাস হল নবম তম মাস। এ মাসের গুরুত্ব এবং ফজিলত  অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে সকল মুসলমানগণ রোজা পালন করে এবং বেশি বেশি ইবাদত বন্দিদের মাধ্যমে নিজেদেরকে পাপ মুক্ত করে। কোন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা, অসুস্থ ব্যক্তি, ভ্রমণরত ব্যক্তি এবং অপ্রাপ্ত বয়স্ক বালক- বালিকা ছাড়া সকল মুসলমান ধর্ম অনুসারীদের জন্য রোজা বা সিয়াম পালন করা বাধ্যতামূলক অথবা ফরজ। মুসলিম ধর্ম অনুসারীদের মধ্যে যে সকল মৌলিক কাজ রয়েছে তার মধ্যে রোজা বা সিয়াম পালন করা হলো তৃতীয়তম  মৌলিক কাজ। মুসলিম ধর্ম সম্প্রদায়ের সকল মুসলিমদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে।

রমজান মাসের ব্যাপকতা ছড়িয়ে দিতে ইসলামী সংগীত ও গজল গুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা রমজানের রোজা পালনকালে ইসলামী গজলগুলো শুনতে ভালোবাসে। তাই আজকে আমরা আমাদের প্রতিবেদনে জনপ্রিয় একটি ইসলামী গজল এর লিরিক্স গুলো আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। গজলটি হচ্ছে, “রমজান এসেছে আবার রমজান” এই গজলটি ব্যাপক জনপ্রিয় একটি গজল। আশা করছি আপনারা আমাদের প্রতিবেদনের সম্পুন্ন অংশটুকু পাঠ করবেন।

রমজান উপলক্ষে স্ট্যাটাস

রমজান মাস আমাদের সামনে উপস্থিত হতে চলেছে। এজন্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রমজানের আগমনী বার্তা বা স্ট্যাটাস শেয়ার করে থাকেন। পবিত্র মাহে রমজান মাসের স্ট্যাটাস গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আপনি সারাজীবন সাওয়াবের অংশীদার হতে পারেন। কারণ রমজান মাসে একটি ভালো কাজ করলে অন্যান্য মাসের ৭০ টি ভালো কাজের সওয়াব এর সমান হয়। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে যদি মুসলমান সম্প্রদায়ের মুসলিমদেরকে রমজানের প্রতি আকৃষ্ট করতে পারেন এটা নিশ্চিত্তে একটি সওয়াবের কাজ হবে বা ভালো কাজ হবে। সুতরাং পবিত্র মাহে রমজানের ব্যাপকতা ছড়িয়ে দিতে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য যতগুলো মাধ্যম রয়েছে সেগুলোতে রমজানের মাহাত্ম্য ছড়িয়ে দিতে পারেন। আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস শেয়ার করছি যেগুলো আপনি বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং এখান থেকে ধারণা নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈরি করতে পারবেন।

  1. “উপার্জিত অর্থকে পরিশুদ্ধ করতে আমাদের যাকাতের প্রয়োজন তেমনি আপনার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য রোজা রাখা প্রয়োজন।রোজা হচ্ছে     আপনার শরীরের যাকাত”। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা —-”রমজানুল মোবারক”
  2. “পবিত্র মাহে রমজান মাসে জান্নাতের সকল দরজা খুলে দেয় মহান রব্বুল আলামিন, পাশাপাশি জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন এবং শয়তানদেরকে বেঁধে রাখেন”।—- “সবাইকে রমজানের শুভেচ্ছা”
  3. “পবিত্র মাহে রমজানের ব্যাপকতা ছড়িয়ে দিতে সাজিয়েছি আজকের স্ট্যাটাস, আসুন সবাই মিলে সিয়াম সাধনা করি আমরা খোদাতালার উপর রেখে বিশ্বাস”।—–”রমজানুল মোবারক” 

“সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে,

 খোদা তোমার কাছে আমরা করি মোনাজাত 

রক্ষা করো মোদের সকল বিপদ-আপদ” ——- সবাইকে রমজানুল মোবারক 

“চারিদিকে আজ মুসলিমদের জয় জয়কার

খোদাতালা তুমি এভাবেই রেখো 

তোমার রহমত আমাদের খুবই দরকার”।

“রমজান শেষে এসেছে রমজান, 

মনটা যেন আজকে বেজায় খুশি 

বেজার হয়েছে শয়তান”—- সবাইকে রমজানুল মোবারক 

“রমজান রমজান এসেছে আবার রমজান” গজল লিরিক্স

জনপ্রিয় একটি গজল আপনাদের সামনে উপস্থাপন করছি। এ গজলটি এক সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সারা বিশ্বের মধ্যে। রমজানের মাহত্ম ছড়িয়ে দিতে আমাদের বেশি বেশি গজল গুলো শেয়ার করতে হবে যাতে করে রমজানের মাহাত্ম সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। পবিত্র মাহে রমজান মাসে আপনারা ভালো ভালো কাজ করবেন অধিক সাওয়াবের মালিক হবেন।রমজান মাসের নফল ইবাদত গুলো ফরজ ইবাদতের শামিল হয়ে যায়। সাধারণত একটি আরবি হরফ পাঠ করলে ১০ নেকি পাওয়া যায়। রমজান মাসে যদি আপনি একটি আরবি হরফ পাঠ করেন তাহলে সাতশ গুণ পর্যন্ত ছোঁয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আ… আ…আ…
ও……ও……ও……-১
চাঁদ ওঠেছে, চাঁদ ওঠেছে
মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে

“মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে
হয়েছে আলোয়েয় রঙিন
কুর-আন নাজীলের মাস এসেছে,
এসেছে শান্তির দিন”-১
“আমল বাড়াবে সবে,
ঈমান সতেজ হবে।”-১
রহম দিবেন রহমান…

রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১

“সারাটা বছর করেছি বিফল
দেখেনি কুর-আন মাসজিদ
হুকুম না মেনে ভাবি হয়েছি স্বফল
ছাড়িনি অমান্যের গীদ”-১
আজ পিছন ভুলিয়ে সবে
ক্ষমা নিতে হবে
পিছন ভুলিয়ে সবে
ক্ষমা নিতে হবে
নাজাত দিবেন রহমান

রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১

রমাদন… রমাদন…
রমাদন… রমাদন…

“গুনাহে জীবন করেছি আঁধার
হয়েছি খুভি গাফিল
আলোহিন পথে শোফে দিয়েছি আমার
হারিয়ে যাওয়ার এই দিন”-১
আজ জীবন রাঙিয়ে তুলে
নূরের দুয়ার খুলে
জীবন রাঙিয়ে তুলে
নূরের দুয়ার খুলে
ক্ষমা দিবেন রহমান

রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১

রমজান নিয়ে উক্তি

আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে রমজান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি আপনাদের সামনে শেয়ার করছি। এই উক্তিগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। আশা করছি এই উক্তি গুলো দিয়ে এই সুন্দর একটি ফেসবুক পোস্ট তৈরি করে নিতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান নিয়ে বেশ কিছু উক্তি লক্ষ্য করা যায়। আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে কিছু উক্তি শেয়ার করছি। রমজান একটি গুরুত্বপূর্ণ মাস এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করা আমাদের জন্য জরুরী। 

  • “পবিত্র মাহে রমজান হলো আল্লাহ ও বান্দাদের মধ্যে একটি গোপন ইবাদত এর মাধ্যমে মহান আল্লাহ তা’আলা ও বান্দাদের মধ্যে সম্পর্ক দৃঢ়তর হয়”– আল হাদিস
  • “রমজান হল জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায়,  এতে জান্নাতের  বিশেষ দরজা রাইয়ান দরজা দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে”– আল হাদিস
  • “হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেনো তোমরা পরহেজগার এবং তাকওয়াবান হতে পারো” —আল কুরআন
  • “রমজানের শেষ রাতে সকল উম্মতদের ক্ষমা কর হয়”— আল হাদিস
  • হে ঈমানদারগণ মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ:জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য— আল হাদিস
  • “রোজা হচ্ছে সেই ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন”–আল হাদিস
  • পবিত্র মাহে রমজানের রোজার রাখা এবং কোরআন তেলাওয়াত করা দুটোই কেয়ামতের দিন মহান আল্লাহতালার কাছে সুপারিশ করবে এবং সুপারিশ  মন্জুর না হওয়া পর্যন্ত  তারা সুপারিশ করতেই থাকবেন এবং মহান রব্বুল আলামীন তাদের সুপারিশ গ্রহণ করে ওই সকল মুমিন ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন”— আল হাদিস 

আসুন সকলে মিলে মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করি। অধিক সাওয়াব লাভের আশায় বেশি বেশি দান করি। আশেপাশের অসহায় দরিদ্র মানুষদের সাহায্য সহায়তা করি। রমজানের মাহাত্ম্য সবার ছড়িয়ে দেই। ইফতারি করার সময় আশেপাশের প্রতিবেশীদের খোঁজখবর করি। এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে, “যদি কোন ঈমানদার রোজাদার ব্যক্তিকে একটি খেজুর কিংবা খাবার পানিও দিয়ে ইফতার করানো হয় তাহলে তার আমলনামায় ওই রোজাদার ব্যক্তির সমান পরিমাণ সওয়াব তার আমলনায় লেখা হবে”। সুতরাং আশেপাশের প্রতিবেশীদের খোঁজ খবর নিন, তারা কিভাবে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছে। তাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের সকলের ইবাদত গুলো কবুল করে নিন। আমীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *