Tips & Tricks

অনলাইন থেকে সহজে ডলার ইনকাম করার উপায়

অনেকেই ডলার ইনকাম করার জন্য অনবরত ছুটে চলেছেন। অথবা ডলার ইনকামের জন্য বিভিন্ন কাজ করছেন কিন্তু সফলতা অর্জন করতে পারতেছেন না। আপনাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটি লেখা হয়েছে। যদি আপনি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মত একটি আর্টিকেল। আমরা আমাদের আজকের এই প্রতিবেদনটিতে কতগুলো প্ল্যাটফর্মের কথা উল্লেখ করব যে প্লাটফর্মগুলো থেকে আপনারা অনায়াসেই প্রতিদিন ইনকাম করতে পারবেন।

আপনি কি ঘরে বসেই অনলাইন ইনকাম করতে চাচ্ছেন। তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পাঠ করুন। এখানে বিভিন্ন বিষয়ে তথ্য উল্লেখ করা হয়েছে যা আপনার জন্য খুবই উপকারী হবে। একটা কথা মাথায় রাখবেন অর্থ উপার্জন করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। অতএব ঘরে বসে ইনকাম করুন আর বাইরে ইনকাম করুন যেখানে ইনকাম করুন অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে।

ঘরে বসে অনলাইনে ইনকাম করার সহজ উপায়

বর্তমান সময়ে ঘরে বসে অনলাইনে ইনকাম করার অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। প্রতিদিন আপনার দক্ষতা অনুযায়ী পরিশ্রম করে ঘরে বসে ডলার ইনকাম করতে পারবেন। অনলাইনের বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সে প্লাটফর্ম গুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা নিম্নের যে প্ল্যাটফর্ম গুলোর কথা উল্লেখ করছি, সেগুলো থেকে আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন বা করবেন অথবা সেই কাজ আপনি করতে পারেন এরকম একটি প্ল্যাটফর্ম বেছে নিয়ে খুব সহজেই ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। পাশাপাশি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত অনলাইন ভিত্তিক বিভিন্ন পোস্ট করে থাকি আপনারা সেই পোস্টগুলো থেকে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন।

অনলাইন থেকে আনলিমিটেড ইনকাম করার সহজ পদ্ধতি

একমাত্র পৃথিবীর বুকে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলো থেকেই আনলিমিটেড ইনকাম করা সম্ভব। অনলাইন ছাড়া অন্য কোন জগতে আনলিমিটেড ইনকাম করার কোন সুযোগ নেই। তবে আপনাকে অবশ্যই আনলিমিটেড ইনকাম করতে গেলে অনলাইন জগতের খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানতে হবে এবং দক্ষতা থাকতে হবে। এবং যে যে প্ল্যাটফর্ম গুলো থেকে ভালো পরিমান ইনকাম করা সম্ভব সে প্লাটফর্ম গুলোতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে আপনি ভালো পরিমানে ইনকাম করতে পারবেন না। সেই সকল টপ কিছু প্লাটফর্ম আমরা আমাদের প্রতিবেদনের পরবর্তী অংশে উল্লেখ করছি। অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্ম গুলো সারা বিশ্বে প্রচলিত রয়েছে সে প্লাটফর্ম গুলোতে বিদেশি ক্লায়েন্টদের প্রতি আস্থা তৈরি করতে হবে। তাহলে খুব সহজেই সফলতা ধরা দেবে।

অনলাইন থেকে সহজে ডলার ইনকাম করার উপায়

অনলাইন ভিত্তিক বেশ কিছু প্লাটফর্মের তথ্য আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে উল্লেখ করছি। যা থেকে আপনারা সহজেই ডলার ইনকাম করতে পারবেন। এই প্লাটফর্ গুলোর কার্যকারিতা সম্পর্ক আপনাদের সামনে উপস্থাপন করা হবে। পাশাপাশি এই প্লাটফর্মের ইনকামের ডলার গুলো কিভাবে টাকায় পরিনত করবেন সেই সম্পর্কেও আলোচনা করা হবে।

১। ফ্রিল্যান্সিং

Fiverr,Upwork,Freelancer.com এ সকল ওয়েবসাইটে একাউন্ট করে এবং কাজ করে আপনি সহজে অর্থ উপার্জন করতে পারবেন।  বিকাশে বা নগদে সরাসরি এই ওয়েবসাইট গুলো থেকে টাকা উত্তোলন করা না গেলেও। Payoneerএর মাধ্যমে টাকা বিকাশে বা নগদে গ্রহণ করা যায়।

২। সা্র্ভে সাইট্স (Survey Sites)

এই সাইটটিতে কাজ করে ডলার ইনকাম করা যায় এবং প্রতিদিন পেমেন্ট গ্রহণ করা যায়। Papal এর মাধ্যমে টাকা নগদে রূপান্তর করা যায়।

৩।সিপিএ মার্কেটিং ( CPA Marketing )

এ মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই সিপিএ মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ করে ইনকাম করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই Payoneer মাধ্যমে নগদে অ্যাপে টাকায় পরিণত করে নিতে হবে।

৪। কন্টেন্ট ক্রিয়েশন ( Content Creation )

YouTube, Facebook ভিডিও কনটেন্ট তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে মার্কেটিং এর মাধ্যমে অথবা পাবলিশ করে ভিউয়ারদের মাধ্যমে ডলার ইনকাম করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিয়মিতই তা পাবলিশ করতে হবে এবং ইনকাম কৃত ডলার Payoneer এর মাধ্যমে নগদেরড অ্যাপে ট্রান্সফার করতে হবে।

৫। এফিলিয়েট মার্কেটিং ( Affiliate Marketing )

অ্যামাজন, ক্লিক ব্যাংক এই সকল মার্কেটপ্লেসে কাজ করে ডলার ইনকাম করা যায়। এখানে কাজ করে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে থাকে। সেখান থেকে আপনারা উত্তোলন করতে পারবেন। পাশাপাশি নগদের টাকা নিতে পারবেন।

৬।টপটাল (Toptal )

এটি একটি হাই ফ্রিল্যান্সিং অ্যাপ এখানে দক্ষ ডিজাইনার ডেভেলপারদের চাহিদা অনেক বেশি এখান থেকে এখানে কাজ করে অধিক পরিমাণে ডলার ইনকাম করা যায়। দক্ষতা না থাকলে এই প্লাটফর্মে কাজ করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। এবং মনোযোগের সহিত সেখানে কাজ করতে হবে সময় দিতে হবে।

৭। নাইন্টি নাইন ডিজাইন্স ( 99 Designs )

এখানে লোগো, ব্যানার ডিজাইন এর কাজ করা হয়। যারা এ বিষয়ে দক্ষ তাদেরকে এ বিষয়ে আবেদনের মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়। এবং এই প্লাটফর্মে সঠিকভাবে দক্ষতার সহিত কাজ করতে পারলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব হয়।

৮। এডষ্ট্যারা ( Adsterra )

 ব্লগিং পেশার সাথে যারা জড়িত তারা Adsterra নেটওয়ার্ক সম্পর্কে হয়তো ধারণা আছে। যারা ব্লগিং করেন তারা তাদের ওয়েবসাইটে এড্রেসটার এড নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এটি একটি অ্যাড নেটওয়ার্ক।

৯।এডভা্রটিকা ( AdVatika )

Adsterra এর মত AdVatika একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক থেকে ব্লগিং সেক্টরে ব্যবহার করা হয়ে থাকে এখান থেকে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করা সম্ভব হয়। যা ওয়েব মানি একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা সম্ভব।

১০।মিডিয়াম পাট্রনার প্রোগ্রাম ( Medium Partner Program )

ইংরেজিতে যারা ভালো ব্লগিং করতে পারেন তারা অবশ্যই এখান দক্ষতা প্রকাশ করে ডলার ইনকাম করতে পারবেন। এখানে এই প্লাটফর্মে অসংখ্য ভিজিটর পাওয়া যায় তাতে করে ইনকাম মোটামুটি ভালো হয়ে থাকে।

১১।প্লেটেষ্ট ক্লাউট ( Playtest Cloud )

এটি একটি অনলাইন ভিত্তিক গেমের প্ল্যাটফর্ম। এখানে গেম এর মাধ্যমে ডলার ইনকাম করা যায়।

১২।টেষ্টিং টাইম (Testing Time )

লাইভ ভিডিও কলে মতামত প্রদানের মাধ্যমে এই প্লাটফর্ম থেকে ইনকাম করা যায়। সে মতামত গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত হতে হবে।

১৩।ভয়ে্স ১২৩ ( Voice 123 )

ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে ডলার ইনকাম করা যায়। বিদেশি ক্লায়েন্টদের কাছে বা বায়ারদের কাছে ভয়েস রেকর্ডিং করে দিয়ে ডলার ইনকাম করা যায়।

১৪।এমাজন মেকানিক্যাল ট্রাক ( Amazon Mechanical Turk )

এটি একটি মাইক্রোটাস্ক প্ল্যাটফর্ম। এখানে ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করা যায়। বাংলাদেশ থেকে এই প্লাটফর্মের কাজ করা অনেকটা কঠিন তবে কৌশল অবলম্বন করে এই কাজ গুলো সম্পাদন করা সম্ভব হয়। এবং ভালো ইনকাম করা যায়।

১৫।জেনগো ( Gengo ) 

এটি একটি অনলাইন ট্রান্সলেশন প্লাটফর্ম অর্থাৎ ভাষা অনুবাদ। এটি একটি অনলাইন  প্ল্যাটফর্ম। আপনি যদি কোন ভাষায় অনুবাদের দক্ষ হয়ে থাকে তাহলে আপনি এই প্লাটফর্মে কাজ করতে পারেন। তাতে করে ভালো ইনকাম করতে পারবেন ।

 ১৬।ভয়ে্স ডড কম ( Voices.Com )

এটি একটি ভয়েস প্রজেক্ট প্লাটফর্ম। বিদেশি ক্লায়েন্টদের কাছে ভয়েস পাঠানোর মাধ্যমে এ প্রজেক্টে কাজ করতে পারেন।

১৭।ইনবক্স ডলার্স ( Inbox Dollars )

ইনবক্স ডলার একটি জনপ্রিয় প্লাটফর্ম। এখানে ভিডিও দেখে, ইমেইল পরে এবং সার্ভে করে এ প্লাটফর্ম থেকে ডলার ইনকাম করা যায়।

১৮।নিওবাক্স ( Neobux )

এই প্লাটফর্ম থেকে বিজ্ঞাপন দেখে এবং কয়েন রেফার করে ডলার ইনকাম করা যায়। সরাসরি বিকাশ সেবা নগদে ক্যাশ উত্তোলনের সুযোগ না থাকলেও Skrillদিয়ে টাকা উত্তোলন করা যায়।

১৯।ক্রিয়েটিভ মার্কেট ( Creative Market )

এটি একটি ডিজিটাল প্লাটফর্ম। এখানে বিভিন্ন ফন্ট, টেমপ্লেট বিক্রি করে ইনকাম করা যায়।

অনলাইন থেকে কি প্রতিদিন ইনকাম করা যায়?

হ্যাঁ! আপনি অবশ্যই অনলাইন থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন পেমেন্ট উত্তোলন করতে পারবেন। সে ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম গুলো প্রতিদিন পেমেন্ট প্রদান করতে থাকেন সেই সকল প্লাটফর্ম গুলোকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে সকল প্লাটফর্মে অবশ্যই দক্ষতার সহিত কাজ করতে হবে।ব্লগিং এর ক্ষেত্রে advartica এ্যাড কোম্পানি প্রতিদিন পেমেন্ট প্রদান করে থাকেন এমনকি তারা প্রতিদিন দুইবার করেও পেমেন্ট প্রদান করে থাকেন। এরকম আরও বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্ম গুলো অনলাইন ভিত্তিক প্লাটফর্ম এই প্লাটফর্ম গুলো প্রতিদিন পেমেন্ট প্রদান করে থাকেন এবং প্রতিদিন  আপনি ক্যাশ আউট করতে পারবেন।নগদ বা বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *