Song lyrics

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ লিরিক্স ২০২৫

পবিত্র মাহে রমজানের শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। এই দিনে সারা বিশ্বের মুসলমানগণ ময়দানে উপস্থিত হয়ে ঈদের সালাত আদায় করে থাকেন। ঈদের সালাত আদায় করা প্রত্যেকটি মুসলমানদের জন্য ওয়াজিব ঘোষণা করা হয়েছে। ওয়াজিব সম্পর্কে আপনারা অবশ্যই জানেন ওয়াজিব হল সুন্নতের কাছাকাছি একটি ইবাদত। ঈদের সালাত আদায় করলে সাওয়াব পাওয়া যাবে এবং এই  সালাত আদায় না করলে গুনাহ হবে। পুরো ৩০ দিন রোজা বা সিয়াম পালনের পর ঈদগাহে নামাজ পড়ার জন্য বা সালাদ আদায় করার জন্য সকল মুসলমানগণ অতি উৎসাহের সহিত প্রফুল্ল মনে ময়দানের দিকে ছুটতে থাকেন।

সম্মানিত মুসলিম তৌহিদী জনতা, রমজান মাসের শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”।ঈদুল ফিতরের একটি জনপ্রিয় গান সম্পর্কে আপনারা জানতে বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করছেন। আমরা আমাদের আজকের প্রতিবেদনে জনপ্রিয় সেই গান ও মন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ গানের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের যাদের এই গানটির  লিরিক্স জানার প্রয়োজন রয়েছে আপনারা তা এখান থেকে পেয়ে যাবেন।

“ও মন রমজানের ঐ রোজার শেষে” গানটির গীতিকার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন মুসলিম ধর্ম অনুসারী। তিনি বিভিন্ন জনপ্রিয় গানের গীতিকার। তার অসংখ্য গজল রয়েছে যা মুসলিম জাতির জন্য আজ পর্যন্ত অনুপ্রেরনার অংশ হিসেবে রয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় গান “ও মন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ” বিশেষ গান। এই গানটি সমগ্র বাংলাদেশের জন্য ব্যাপক জনপ্রিয় এবং সফলতম গান। এই গান জানে না এমন কোন মুসলমান বাংলাদেশে নেই। পবিত্র ঈদুল ফিতর আসলেই বিভিন্ন মিডিয়াতে এই গানটি বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে উপস্থাপন করা হয়। অনেকেই এই গানটির অডিও, ভিডিও, রিংটোন মোবাইল ফোনে সংরক্ষণ করে থাকেন।

“ও মন রমজানের ঐ রোজার শেষে” গানটির সুরকার

১৯৩১ সালের ২৫ শে মে সর্বপ্রথম এই গানটির রেকর্ড করা হয়। এই গানটিতে সুর করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অর্থাৎ জনপ্রিয় এই গানটির গীতিকার এবং সুরকার কাজী নজরুল ইসলাম।”ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই সমস্ত মুসলমানদের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। যা সমস্ত বাংলাদেশীদের  মধ্যে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে। সেই থেকে আজ পর্যন্ত এই গানটির জনপ্রিয়তা কোন অংশেই কমেনি বরং দিন দিন মিডিয়ার বিস্তৃতির মাধ্যমে এই গানটির জনপ্রিয়তা ও বৃদ্ধি পাচ্ছে।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানটির লিরিক্স

( গীতিকার ও সুরকার- কাজী নজরুল ইসলাম )

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ্

দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ,

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী,

সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ,

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের,

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা,

সেই পাথর দিয়ে তোলরে গড়ে, প্রেমেরই মসজিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *