নোয়াখালী সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫ ( আজকের সেহরি ও ইফতার সময় )

নোয়াখালী সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫। আজকের সেহরি ও ইফতার সময় ::মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রমজান মাস আসলেই জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজার সমূহ বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানদেরকে শৃঙ্খলা বদ্ধ করে রাখা হয় যাতে তারা রোজাদার ব্যক্তিদেরকে বিভ্রান্ত করতে না পারে”। সেই পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা যথাযথ মর্যদার সাহিত পবিত্র এই মাহে রমজান মাসের সিয়াম গুলো পালন করব। পবিত্র মাহে রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে শুরু হয়। চাঁদ দেখার মাধ্যমে সমাপ্ত হয়ে যায়। এ সম্পর্কে বর্ণিত রয়েছে “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা যখন তা দেখবে (চাঁদ )দেখবে রোজা পালন করবে আবার যখন তা দেখবে (চাঁদ) দেখবে রোজা ছেড়ে দিবে”। অতএব এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হওয়া যায় যে পবিত্র মাহে রমজান মাস চাঁদ দেখার ওপরে নির্ভর করবে। শাবান মাসের শেষ দিনে দিবাগত রাতে যখন চাঁদ দেখা যাবে তখন আমাদেরকে মাহে রমজান এর ইবাদতগুলো শুরু করতে হবে এবং রমজানের শেষ দিনে যখন ঈদুল ফিতরের চাঁদ আকাশে দেখা যাবে আমাদেরকে রোজা ছেড়ে দিতে হবে। এবং এ সম্পর্কে আরো বলা হয়েছে যে, যদি ওই দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে শাবান মাসে ৩০ দিন পূর্ণ করে রমজান মাস শুরু হবে।
সম্মানিত নোয়াখালী বাসী, যারা আপনারা পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম সাধনা করছেন। আমাদের প্রতিবেদনে আপনাদের সুবিধার্থে আপনাদের এলাকার নির্ধারিত সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করছি। আপনারা এই সময়সূচী অনুসারে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে পারবেন।
রমজানের ক্যালেন্ডার ২০২৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী বাসী আপনারা যথাযথ মর্যাদার সহীদ রমজানের ইবাদত গুলো পালন করছেন। মহান রব্বুল আলামীন আপনাদের ইবাদত গুলোকে কবুল করে নিন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন ওয়েবসাইটে ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। আমরা আমাদের প্রতিবেদনে আজকে নোয়াখালী ও এর পার্শ্ববর্তী যে সকল জেলা রয়েছে আপনাদের জন্য একটি ক্যালেন্ডার প্রস্তুত করেছি যেটা আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা এই ক্যালেন্ডারটি তৈরি করেছি টেবিল আকারে যা নোয়াখালীর স্থানীয় সময় অনুযায়ী তৈরি করা হয়েছে।
নোয়াখালী সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫
নোয়াখালী সদর,হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী উপজেলার রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এ সময়সূচিতে দুই মার্চ রোজ রবিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার ঘোষণা রয়েছে। ইতিমধ্যেই শাবান মাস শেষ হয়ে যাচ্ছে এবং পবিত্র মাহে রমজান এর আগমন ঘটেছে। এই মুহূর্তে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালনকালে আমাদের একটি বিশেষ সময়সূচি প্রয়োজন রয়েছে। যে সময়সূচি অনুসরণ করে পুরো রমজানের সিয়াম গুলো পালন করতে পারব। পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালানোর জন্য। যথাযথ সময়ে অনুযায়ী ইফতার, সেহেরী, তারাবির নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আমরা সবাই বিভিন্ন কাজে-কর্মে, অফিস আদালতে, ব্যস্ত থাকি সেজন্য আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী পবিত্র রমজান মাসের ইবাদত করা করার জন্য নিজের সময়টাকে ভাগ করার প্রয়োজন থাকে হয়ে থাকে।
নোয়াখালী সেহরি – ইফতারের সময়সূচী ও ক্যালেন্ডার ২০২৫
(নোয়াখালী সদর,হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী)
রোজা |
সেহরির শেষ সময় | ইফতারের সময় | তারিখ |
01 | 04:58 AM | 6:03 PM |
02-03-2025 |
02 |
04:57 AM | 6:03 PM | 03-03-2025 |
03 | 04:56 AM | 6:04 PM |
04-03-2025 |
04 |
04:55 AM | 6:05 PM | 05-03-2025 |
05 | 04:54 AM | 6:06 PM |
06-03-2025 |
06 |
04:53 AM | 6:07 PM | 07-03-2025 |
07 | 04:52 AM | 6:08 PM |
08-03-2025 |
08 |
04:51 AM | 6:09 PM | 09-03-2025 |
09 | 04:50 AM | 6:10 PM |
10-03-2025 |
10 |
04:49 AM | 6:11 PM | 11-03-2025 |
11 | 04:48 AM | 6:12 PM |
12-03-2025 |
12 |
04:47 AM | 6:13 PM | 13-03-2025 |
13 | 04:46 AM | 6:14 PM |
14-03-2025 |
14 |
04:45 AM | 6:15 PM | 15-03-2025 |
15 | 04:44 AM | 6:16 PM |
16-03-2025 |
16 |
04:43 AM | 6:17 PM | 17-03-2025 |
17 | 04:42 AM | 6:18 PM |
18-03-2025 |
18 |
04:41 AM | 6:19 PM | 19-03-2025 |
19 | 04:40 AM | 6:20 PM |
20-03-2025 |
20 |
04:39 AM | 6:21 PM | 21-03-2025 |
21 | 04:38 AM | 6:22 PM |
22-03-2025 |
22 |
04:37 AM | 6:23 PM | 23-03-2025 |
23 | 04:36 AM | 6:24 PM |
24-03-2025 |
24 |
04:35 AM | 6:25 PM | 25-03-2025 |
25 | 04:34 AM | 6:26 PM |
26-03-2025 |
26 |
04:33 AM | 6:27 PM | 27-03-2025 |
27 | 04:32 AM | 6:28 PM |
28-03-2025 |
28 |
04:31 AM | 6:29 PM | 29-03-2025 |
29 | 04:30 AM | 6:30 PM |
30-03-2025 |
30 |
04:58 AM | 6:31 PM |
31-03-2025 |
নোয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি 2025
বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত রমজানের সেহেরী ও ইফতারের সময়সূচী আমাদের প্রতিবেদনের এই অংশে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন সকল জেলার জন্য পবিত্র মাহে রমজানের জন্য সময়সূচী প্রকাশ করেছেন। সময়সূচিতে আগামী দুই মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবার বিষয়ে উল্লেখ রয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন এটিকেসম্ভাব্য সময়সূচী বলে ঘোষণা করেছেন। কেননা পবিত্র মাহে রমজান শুরু হওয়াটা নির্ভর করে চাঁদ দেখার উপর নির্ভর করে। সুতরাং শাবান মাসের ২৯ তারিখ ও ৩০ তারিখ বাংলাদেশের আকাশে চাঁদের অনুসন্ধান করা হবে। শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসেবে আগামী দুই মার্চ রবিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
আজকের সেহরির শেষ সময়
নোয়াখালীতে অনেক মুসলমান ধর্ম অনুসারী রয়েছেন। আপনারা মাহে রমজানের সিয়াম পালন করার জন্য সেহেরি গ্রহণ করবেন। সেহেরি গ্রহণ করা প্রত্যেকটি ঈমানদার রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমজান এর রোজাগুলো পালন করার জন্য অবশ্যই সেহরি গ্রহণ করার প্রয়োজন রয়েছে। আপনারা সেহরির জন্য নির্ধারিত শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই সেহেরি গ্রহণ করে নিবেন। গ্রাম অঞ্চলে সেহরির খাবার সেহরি গ্রহণের পূর্বে রান্না করা হয়ে থাকে। পাশাপাশি শহর অঞ্চলেও সেহেরী গরম খাওয়ার জন্য রান্না করে করা হয়। সেজন্য নির্ধারিত সময়ে হওয়ার আগেই আপনাদেরকে রান্নার কাজ শুরু করতে হবে। আজকের সেহরির শেষ সময় নির্ধারিত হয়েছে ভোর ০৪ঃ৫৮ মিনিটে।
আজকের ইফতারের সময়
পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য দিয়ে সিয়াম সাধনা করছি। পাশাপাশি ফরজ সালাত গুলো আদায় করছি। পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য একটি বাৎসরিক ইবাদতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামীন বিশেষ সাওয়াব হাসিলের সুযোগ করে দিয়েছেন। তাই আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো যথাযথভাবে পালন করছি ।এবং মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের ইবাদত গুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আজকের ইফতারের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ০৬ঃ০৩ মিনিটে। আমরা এই সময়সূচি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন করতে কর্তৃক প্রদত্ত সময়সূচি থেকে নোয়াখালী বাসীর জন্য বিশেষভাবে প্রস্তুত করেছি।
পবিত্র মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই অবহিত রয়েছি। এরপরেও অনেকেই রমজানের সিয়াম গুলো পালন করতে চান না অনেকেই আবার মনে করেন আগামী রমজান মাসে আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করব কিন্তু বিষয়টা আসলে এরকম নয় আমরা সীমিত সময়ের জন্য পৃথিবীতে এসেছি। কে কখন এই দুনিয়া থেকে চলে যাবো কেউ বলতে পারি না। আগামী রমজানের জন্য অপেক্ষা না করে আপনার সামনে বর্তমান যে রমজানে উপস্থিত হয়েছে এই রমজানেই বেশি বেশি ইবাদত করে আল্লাহ তায়াআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। এই মাসের উছিলায় আল্লাহ তায়ালা আপনাকে আপনার জীবনের পূর্ববর্তী গুনাহ গুলো মাফ করে দিতে পারেন। এ সম্পর্কে হাদিসে বিশেষ ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তায়াআলা আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। সবাইকে হেফাজত করুক। রমজান মাসের ইবাদত গুলো মহান রাব্বুল আলামীন কবুল করে নিন। আমীন।