Status-Caption-SMS

নিজেকে নিয়ে কিছু কথা ২০২৫

নিজেকে নিজের ভেতর থেকে অনুসন্ধান করতে হবে।  আমি বা আপনি কি চাই? কিসে আমি সন্তুষ্ট? কিসে আমি খুশি হই? কিসে আমি নিজেকে লজ্জিত বোধ করি? কিসের প্রতি আমার আকর্ষণ রয়েছে? নিজেকে জানার প্রচেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। নিজের ভেতর থেকে আপনার মেধাকে বের করে নিয়ে নিজেকে কর্মক্ষেত্রের মধ্যে সংশ্লিষ্ট করার প্রচেষ্টা করতে হবে। এতে করে সাফল্য অর্জন করা অনেকটা সহজ হয়ে যায়। তদুপুরিও আমাদের এই কঠিন বাস্তবের পৃথিবীতে বসবাস করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তখন নিজের মধ্যে অনেক ধরনের অনুভূতির সৃষ্টি হয়। এই অনুভূতিগুলো নিয়ে আমাদের আজকের প্রতিবেদনটি।

সম্মানিত পাঠক, আপনারা যারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিজেকে নিয়ে কিছু কথা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন আমরা আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের প্রতিবেদনটি সাজিয়েছি শুধুমাত্র আপনার জন্য। আপনার জীবনের অনুভূতি গুলো পাশাপাশি আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারবেন। আপনারা যারা অনলাইনে এ বিষয়ে অনুসন্ধান করে থাকেন আমরা আপনাদের সুবিধার্থে বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা নিজেকে নিম্নে উল্লেখ করছি।

নিজেকে নিয়ে স্ট্যাটাস ২০২৫

নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমাদেরকে করতে হবে। নিজের অভিব্যক্তি প্রকাশ করার মাধ্যমে নিজেকে বিকশিত করার চেষ্টা করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করতে হবে। আপনি যদি নিজেকে নিজের মতো করে নিজেকে মেলে থাকতে না পারেন তাহলে জীবনের সফলতা অর্জন করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অথবা সম্মানিত হতে গেলে আপনাকে অবশ্যই অর্থ উপার্জন করতে হবে। অর্থের মাধ্যমেই জীবনে অনেক কিছুই অর্জন করা সম্ভব ।পাশাপাশি দেশকে ভালবাসতে হবে দেশের মানুষকে ভালবাসতে হবে।দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশের ভারসাম্য রক্ষা হবে। নিজেকে কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস নিম্নে উল্লেখ করছি-

  • “নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। নিজের প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করুন।”
  • “দেশকে ভালোবাসুন, দেশ মাতৃকাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবেসে তাদের পাশে দাঁড়ান। সকলেই আপনাকে ভালোবাসবে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে।”
  • “নিজেকে কখনো অহংকারী হিসেবে বিকশিত করবেন না। কেননা স্বয়ং মহান রব্বুল আলামীন অহংকারীকে পছন্দ করেন না।”
  • “জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে কেউ কখনো সফলতা অর্জন করতে পারেনি। মনে রাখবেন “পরিশ্রমই সকল প্রসূতির মূল”।”
  • “ভালোবাসার মাধ্যমে জীবনে সবকিছু অর্জন করা যায়। যে আপনাকে ভালোবাসবে তুমিও তাকে ভালবাসবে। ভালোবাসা কখনো একতরফা হয় না।”
  • “সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। একটি সত্যকে ঢাকতে গিয়ে হাজারটি সত্য মিথ্যা কথা বলতে হয়।সুতরাং সদা সত্য কথা বলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করো। এতে যদি কারো মন খারাপ হয় তাহলে হতে পারে।”

নিজেকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

অনেকেই নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস প্রদান করতে চান সে কারণেই অনেকেই ফেসবুকেই স্ট্যাটাস প্রদানের জন্য ধারণা খুঁজতে থাকেন। আমরা আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার মত কিছু স্ট্যাটাস প্রদান করছি। আপনি চাইলে এই স্ট্যাটাস গুলো সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। পাশাপাশি এই স্ট্যাটাস গুলো থেকে ধারনা নিয়ে আরো সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারেন। আমরা এখানে যে স্ট্যাটাস গুলো উল্লেখ করছি এগুলো সম্পূর্ণ বাস্তব ধর্মী স্ট্যাটাস। এগুলো কারো জীবনের সাথে মিলে যেতে পারে। যদি কারো জীবনের সাথে এগুলো মিলে যায় তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস – ১

অর্থ থাকলে অনেকেই পাশে থাকে আর না থাকলে আপনাকে ছেড়ে চলে যায়।  আমার জীবনে যা প্রতিনিয়তই ঘটেছে। আমি অনেককেই অনেক কিছু দিয়েছি বিনিময় তাদের কাছ থেকে কিছুই পাইনি। যখন আমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলাম তখন তারা আমাকে অনেক ভালোবেসেছিল। যখনই আমি তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি তখন তারা আমাকে ফিরিয়ে দিয়েছেন। তারা কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আপনি একজনকে যতই সহযোগিতা করেন না কেন অর্থ দিয়ে হোক আর শ্রম দিয়েই হোক একদিন যদি আপনি তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন তাহলে আপনার পূর্ববর্তী সহযোগিতার কথা সে অনায়াসেই ভুলে যাবে। সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে আমি কাউকে সহযোগিতা করছি তার কাছ থেকে আমি কোন কৃতজ্ঞতা আশা করবো না। জীবনের কঠিন বাস্তবতায় আজকে আপনাদের সামনে আমার আজকের এই অভিজ্ঞতাটুকু শেয়ার করলাম ।

নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস-২

নিজেকে সস্তা দেখানো অনেক ভালো। অর্থাৎ নিজেকে সাদামাটা ভাবে সমাজ উপস্থাপন করাটা অনেক ভালো। তবে এতটাই সাদামাটা বা সস্তা নিজেকে দেখাবেন না তাহলে আপনি প্রতারিত হবেন। সমাজের ওই সমস্ত চতুর ব্যক্তিরা যারা আপনাকে প্রতিনিয়ত ঢকিয়ে দেবে। মধুর মধুর কথা শুনিয়া আপনার কাছ থেকে সুবিধা ভোগ করবে। যখন আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার শেষ হয়ে যাবে তখন আপনারই বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলবে। এ সকল বন্ধুবান্ধব থেকে আমি নিজেকে বিরত রাখার চেষ্টা করি। যারা আমাকে এই রকম সস্তা ভাবেন আপনাদের অবগতির জন্য আমি এই স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে রাখছি আমি নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে আমি ততটাই দামি।

নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস-৩

নিজেকে কখনো অত বেশি চালাক ভাববেন না কেননা আপনার এই ভাবনা একদিন আপনাকে ধ্বংস করে দিতে পারে। কথায় আছে না “অতি চালাকের গলায় দড়ি” সত্যিই অতি চালাকার কিন্তু গলায় দড়ি হয়ে যায়। নিজেকে চালাক ভেবে আমি যতটা ভালো কাজ করে সমাজের মানুষকে কিংবা আমরা প্রিয়জনকে বিপদে ফেলতে চাই তখন আমি সেই বিপদে নিজেই পড়ে যাই। এরকম ঘটনা অনেকবার ঘটে গেছে আমার জীবনে। তাই বলছি নিজেকে কখনো অতি চালাক ভাববেন না। আমি এমনই ভাবনার আকাশে যতটা না সুন্দর, বাস্তবতার কাছে তার থেকেই অনেক বেশি মূল্যহীন। প্রতিজ্ঞা করছি আজকে থেকে কখনোই নিজেকে বেশি চালাক ভাববো না।

নিজেকে নিয়ে কিছু কথা ২০২৫

আমাদের আজকের প্রতিবেদনের শিরোনাম নিজেকে নিয়ে কিছু কথা। বাস্তব জীবনে আপনি যেমন বা আমি যেমন এবং কর্ম ক্ষেত্রে আপনি আমি যে যে রকম সে  সেরকম কিছু অভিজ্ঞতার নিয়ে আজকের আলোচনার বিষয়। পাশাপাশি কঠিন বাস্তবের এই পৃথিবীতে বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা সকলেরই হয়ে থাকে। সেই সকল অভিজ্ঞতার আলোকে নিজেকে নিয়ে কিছু বাস্তব কথা প্রতিবেদনের এই অংশে উল্লেখ করা হচ্ছে। যা সম্পূর্ণ একটি বাস্তব ভিত্তিক জীবনের প্রতিচ্ছবি। যা মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যায়। যা মানুষের অভিজ্ঞতা এবং নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার অভিব্যক্তি। বাস্তব জীবনে মানুষের আকাঙ্ক্ষার কমতি থাকে না। সেই সকল চাওয়া পাওয়া যখন পূর্ণতা না পায় তখন মানুষ বাস্তবিক অভিজ্ঞতা লাভ করে। জীবনে শিক্ষার শেষ নেই।  প্রতিটি পদে পদে আমাদের শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে। নিজেকে নিয়ে কিছু কথা নিম্নে উল্লেখ করছি-

  • “অতি বাড় বেড়োনা ঝড়ে ভেঙ্গে যাবে, অতি ছোট হয়ো না, ছাগলে মুড়ে খাবে”।
  • “স্বার্থের পিছে ছুটে কখনো আপনজনকে ভুলে যেও না, মনে রেখো শিখ ছাড়া গাছ বাঁচে না”।
  • “প্রয়োজনে সব সময় নিজেকে অতি দামী মনে করবে সব সময় নিজেকে বিলিয়ে দিও না”।
  • “বাঁচতে হলে জানতে হবে, শিক্ষার কোন বয়স নেই,দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা উচিত”।
  • “অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় করা উচিত, যেটা বিপদে আপনার জন্য সহযোগী হয়ে উঠবে”।
  • “অবাঞ্ছিত কথা বলা থেকে নিজেকে বিরত রাখবে, বেশি কথা বলা বাচালের পরিচয়”।
  • “আমি এমনই নিজেকে ততটা সস্তা দেখাই, প্রোয়জনে আমি ততোটাই দামি”।
  • “অপেক্ষা করা ভালো তবে সেটা যেন হয় নিজের সাধ্যের মধ্যে, আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি”।
  •  “নিজে আমি যতটা সাহসী, অপ্রয়োজনে আমি ততটাই উদাসীন”।
  •  “নিজের প্রতি আত্মবিশ্বাসকে সব সময় তুঙ্গে রাখার চেষ্টা করি, তাতেই আমি  সফলতা লাভ করি”।
  •  “প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে কোন কিছু দিতে নেই, কেননা মানুষকে প্রশ্রয় দিলে মাথায় উঠে”।

“আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি”। হ্যাঁ আমি নিজেকে নিজের মতো করেই গুছিয়ে নিতে এখন ভালোবাসি।কারণ অন্যের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। এ দুনিয়াতে সবাই স্বার্থের জন্য পাগল স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ফুরিয়ে গেলেই সুযোগ বুঝে নিজেকে সরিয়ে নেয়। তাই স্বার্থপর পৃথিবীতে নিজেকে গুছিয়ে নিয়ে জীবন যাপন করাই উত্তম। নিজেকে নিয়ে কিছু কথা লিখতে গিয়ে অনেকের জীবনের ব্যক্তিগত কথা বলে লিখে ফেলেছি। যাদের জীবনের সাথে এই কথাগুলো মিলে গেছে তাহলে কাকতালীয় হবে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসুন জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের স্বাধীনতাকে  অক্ষুন্ন রাখার চেষ্টা করি। যে কাজ আপনার করতে ভালো লাগে সে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কখনোই অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *