National & International Day

মে দিবস কি এবং কেন? কত সাল থেকে পালিত হয়? মে দিবসের ইতিহাস

একটি রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখতে শ্রমিকের অবদান অনস্বীকার্য। শ্রমিকেরা তাদের শ্রম এর মাধ্যমে দেশের  উন্নয়নকে ত্বরান্বিত করে থাকেন। পাশাপাশি বৈদেশিক রেমিটেন্স সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস পালিত হয়ে থাকে। এ কারণেই এই দিনটকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বের প্রায় ৮০ টি দেশে মে দিবস পালন করা হয়ে থাকে। এই দিনটিতে শ্রমিকেরা বিশেষ কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যদার শহীদ দিনটিকে উদযাপন করেন। বাংলাদেশে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং যথাযথ মর্যাদা দিতে বিভিন্ন সভা, সেমিনার ও মিছিল- মিটিং করে থাকেন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের প্রতি ভূমিকা পালন করেন।

 সম্মানিত পাঠক, আপনারা যারা অনলাইনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বিভিন্ন তথ্য জানতে অনুসন্ধান করছেন আমরা আপনাদের আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য- উপাত্ত প্রদান করে থাকি। দেশের একটি বিরাট অংশ শ্রমিক। এই শ্রমিকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথাও আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরে থাকি। আমরা আজকের প্রতিবেদনটি সাজিয়েছি শ্রমিকদের একটি বিশেষ দিন মে দিবস বা শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস বা পহেলা মে দিবস এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনারা প্রতিবেদনের শেষ পর্যন্ত পাঠ করলেই এ বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

মে দিবসের ইতিহাস

১৯০৪ সালে আমস্টারডাম শহরে শ্রমিকদের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যাতে অংশগ্রহণ করেছিলেন সমাজতান্ত্রিক দল। এই সম্মেলনে আট ঘন্টা শ্রমিকদের কাজের সময় নির্ধারণ সহ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে সভা- সেমিনার ও মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ওই দিনটি পহেলা মে হওয়ায় শ্রমিকেরা ওই দিনটিতে সরকারি ছুটির জন্য দাবি জানায়। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটিকে সরকারি ছুটি ও শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি এই দিনটিতে কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা না থাকায় বিশ্বের বিভিন্ন দেশ শ্রমিকদের এই দাবিগুলো গৃহীত হয়। আল জাজিরা, ইথিওপিয়া, অ্যাঙ্গেলা, মিশর, আমেরিকা, আর্জেন্টিনা,-ব্রাজিল কানাডা, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের প্রায় অর্ধ শতাধিক দেশ পহেলা মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এবং এই দিনটিতে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে কুচকাওয়াজ সভা- সেমিনার ও মিছিল পালিত হয়। এর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে এই দিনটিকে স্মরণ করা হয়। পহেলা মে আট ঘন্টা শ্রমের  শ্রমের দাবিতে শ্রমিকেরা জমায়েত হয়েছিল এবং  তৎকালীনপুলিশ বাহিনী শ্রমিকদের ওপর গুলি বর্ষন করে এবং বোমা নিক্ষেপ করে ফলে ফলশ্রুতিতে বেশ কিছু সংখ্যক শ্রমিক নিহত হয়। এরপর বিভিন্ন সময়েশ্রমিকদের আন্দোলন বিভিন্ন দেশে তীব্রতর হয়। ১৯০৪ সালে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবসকে স্বীকৃতি প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশ। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের যৌক্তিক আন্দোলনকে স্বাগত জানায়।

আন্তর্জাতিক মে দিবস কত সাল থেকে পালিত হয়?

১৯০৪ সালের পহেলা মে শ্রমিকরা ওই দিন বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করেনপাশাপাশি ওই দিনটাকে সরকারি ছুটির ঘোষণা করার জন্য দাবি তোলেন। তাদের এই সিদ্ধান্তকে বিশ্বের বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটিতে শ্রমিকেরা সরকারি ছুটি গ্রহণ করার পাশাপাশি সকল শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। বিশ্বের কোন কোন দেশে এই দিন উপলক্ষে শ্রমিকদের বিশেষ বেতনের সুবিধা দিয়ে থাকেন। সাথে সাথে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রমিকদের উদ্দেশ্যে বাণী প্রদান করেন। এবং রাজনৈতিক সংগঠনগুলো সকল শ্রমিকদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান ও মিছিল করে থাকেন।

মে দিবস কি এবং কেন?

শ্রমিকদের নেতৃত্ব দাবি আদায়ের জন্য পাশাপাশি শ্রমের নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য ১৮৮৬ সালে আমেরিকাতে শ্রমিকরা আন্দোলন করেন। তাদের আন্দোলনকে সংঘর্ষে পরিণত করেন তৎকালীন পুলিশবাহিনী।এরই প্রেক্ষিতে শ্রমিকেরা আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি আদায় সহ নির্দিষ্ট কর্ম ঘন্টা নির্ধারণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রমিক উন্নয়ন ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সহযোগী সংগঠনগুলো শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের প্রতি সচেতন হন। এবং তাদের সাথে একত্ততা ঘোষণা করেন। শ্রমিকদের এই দিনটি প্রতিবছর পহেলা মে পালিত হয়ে থাকে। শ্রমিকদের নির্দিষ্ট কর্ম ঘন্টা, নির্দিষ্ট বেতন, বিভিন্ন উৎসব ভাতা, নির্দিষ্ট সময়ের বিরতি সহ যাবতীয় দাবি-দাওয়া মেনে নেওয়ার যে দিন সেটি হল মে দিবস। মে দিবস কেন? পয়লা মে শ্রমিকদের সুষ্ঠু আন্দোলনকে সংঘর্ষের রূপ দিয়ে ছিলেন তৎকালীন পুলিশ বাহিনী তাদের এই আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার যে পায়তারা করেছিলেন আমেরিকান প্রশাসন সেই দিনটি ছিল পহেলা মে। এবং সেদিন বেশ কিছু শ্রমিক নিহত হয়েছিল। সে কারণেই পরবর্তী সময়ে ঐ নির্দিষ্ট দিনকেই স্মরণীয় করে রাখতে শ্রমিকেরা পয়লা মেয়েকেই শ্রমিক দিবস হিসেবে নির্ধারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *