মাতৃভাষা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি, কবিতা ২০২৫

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি, কবিতা: ১৯৯৯ সালের পর থেকে বিশ্বের কয়েকটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। এ বছরেও এর ব্যতিক্রম নয়। ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা শহীদ পালিত হচ্ছে। ২১ তারিখ দিবাগত রাতে রাত ১২ঃ০১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে এবারের ২১ শে ফেব্রুয়ারি উদযাপন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে ২১ শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানসহ আরও বেশ কিছু কার্যক্রম।
আপনারা যারা অনলাইনে এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে শুভেচ্ছা স্ট্যাটাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উক্তি, কবিতা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের প্রতিবেদন।এখানে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখান থেকে ধারনা নিয়ে আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, কবিতা তৈরি করে নিতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলোতে এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারবেন। আপনারা আমাদের এই প্রতিবেদন মনোযোগ সহকারে পাঠ করুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
মাতৃভাষা দিবস নিয়ে কিছু কথা
একজন মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য একটি নির্দিষ্ট ভাষা প্রয়োজন রয়েছে,কেননা এই ভাষার মাধ্যমে একজন মানুষ তার সকল চাওয়া পাওয়া, অভিমত, সকল পূর্ণতার কথা প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। সেই ভাষা যদি মায়ের ভাষা হয় তাহলে তো কোন কথাই নেই। আর যদি সে ভাষা কোন ভিনদেশী ভাষা হয় অর্থাৎ সে ভাষা যদি অন্য কোন রাষ্ট্রের ভাষা হয় তাহলে তো সে ভাষায় সে কথা বলতে কোনভাবে স্বাচ্ছন্দ বোধ করবে না। তাই ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য দিয়ে পাকিস্তানের চাওয়া পাওয়াকে অপূর্ণ করে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা দেওয়ার জন্য অবনীলায় জীবন বিসর্জন দিয়েছিলেন অনেক ছাত্র ভাই ও বোনরা তারা দেশকে ভালোবেসে , মাতৃভাষার প্রতি ভালোবাসা রেখে,দেশের মাটিকে ভালবাসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে তারা মাথা নত করেননি। এক পর্যায়ে তারা ভাষার জন্য যুদ্ধ করে জয় লাভ করে। তাদের এই যুদ্ধের সাথে শামিল হয়েছিল পূর্ব বাংলার সমস্ত বাঙালি। ভাষার জন্য এই অকাতরে জীবন প্রদান করা অন্য কোন ভাষাভাষীদের জন্য সম্ভব হয়ে ওঠেনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু সুন্দর সুন্দর শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের সামনে উপস্থাপন করব। এই স্ট্যাটাসগুলো সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি আমাদের বাঙালি জাতির জন্য একটি গৌরবজ্জল দিন। এ দিনটি যথাযথ মর্যদার সহিত আমাদের পালন করা উচিত। বাংলাদেশের সরকার কর্তৃক এই দিনটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়ে থাকে। বাংলার অপমার জনগণ, ছাত্র-ছাত্রীরা এই দিনে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে থাকেন।
“শহীদের রক্ত বৃথা যেতে দেব না, বাঙালি কারো কাছে মাথা নত করে না,আমাদের মুখের ভাষাকে কখনোই কেড়ে নিতে দেবো না”সবাইকে–আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা“মহান একুশে ফেব্রুয়ারি অমর হোক, সফল হোক”
“লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ভাষা।এই ভাষাকে আমরা কখনোই বিকৃত হতে দেব না, পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা এড়িয়ে চলব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করবো”।— সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
“সালাম বরকত, রফিক, জব্বার এর আত্মত্যাগের পেয়েছি একটি ভাষা।সেই ভাষাটাই কথা বলি, বাকি জীবন এই ভাষাতেই বলবো কথা। এটাই মোদের আশা”। —সবাইকে মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক, সফল হোক”
“পাশ্চাত্য দেশ থেকে নানান ধরনের ভাষা আমাদের বাংলা ভাষাকে আষ্টে-পৃষ্ঠে ধরেছে, বাংলা ভাষাকে বিকৃত করে দিচ্ছে আমাদেরকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে, ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানাতে হবে। একুশে ফেব্রুয়ারির আজকের এই দিনে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি” “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক, সফল হোক”।
“ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ আমাদের অনেক ভাই
কোন ভিনদেশী শক্তির কাছে পরাজিত আমরা হই নাই
দেশের ভাষা দেশের বুলি
সেই ভাষাতি আমরা কথা বলি”।– “২১ শে ফেব্রুয়ারি অমর হোক, সফল হোক।!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উক্তি
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে সকল বাণী কবি মনিষীরা উপস্থাপন করেছেন। আমরা সেই সকল উক্তি, বাণী আমাদের প্রতিবেদনে উপস্থাপন করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনটি আমাদের জাতীয় জীবনের একটি অংশ। আমরা এটাকে কখনো অস্বীকার করতে পারি না। আমরা জাতি হিসেবে বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
- “নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা, মিটে কি আশা”
- “মোদের গর্ব মোদের আশা আ- মরি বাংলা ভাষা”— অতুলপ্রসাদ সেন
- “ভাষা শুধুমাত্র শব্দ নয়, একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য, একটি সম্প্রদায়কে একত্রীকরণ” —রিডা মে ব্রাউন
- “ভাষা হল আত্মার রক্ত যার মধ্যে চিন্তাভাবনা চলে এবং যার থেকে তারা বেড়ে ওঠে।”- —অলিভার ওয়েন্ডেল হোমস সিনিয়র
- “ভাষা হল চিন্তার পোশাক”—স্যামুয়েলম জনসন
- “একটি ভাষায় একটি জীবনের জন্য একটি পরিবার সেট করে, দুটি ভাষা জীবনের দরজা খুলে দেয়”— ফ্রাঙ্ক স্মিথ
,মাতৃভাষা দিবসের কবিতা
মাতৃভাষা নিয়ে অনেক ধরনের কবিতা আমাদের দেশে কবি সাহিত্যিকরা লিখে গেছেন। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে সুন্দর নিজস্ব কবিতায় তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি এই কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা এই কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করতে পারবেন।
কবিতার নাম – রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি
“বুকের তাজা রক্ত ঢেলে দিল সালাম,বরকত, রফিক, জব্বার
মুখের ভাষার জন্য,সেদিন কেঁদেছিল সবাই
হেসেছিল পাকিস্তানি সৈন্য,
রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যেন লালের সাগর,
সালাম বরকতের সাদা শার্টে লেগেছিল তাদের রক্ত
তাই আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি তাদের আমরা তাদের ভক্ত।।
প্রার্থনা করি তাদের জন্য যারা এনে দিয়েছিল ভাষা
স্বর্গবাসী হোক তারা এটাই আমাদের সকলের মনের আশা।।
কি দোষ ছিল তাদের করেনি তো কোনো অপরাধ
নিজের ভাষায় কথা বলবে তারা, এতে নেই তো কোন অপবাদ।।
ভাষা ছাড়া কি আর কথা বলা যায় স্বাচ্ছন্দে
মন খুলে মোরা কথা বলবো আনন্দে আনন্দে।।
অবশেষে পেয়েছি আমরা সারা বিশ্বের ভাষার মর্যাদা
তাই তো আজকে প্রাণ খুলে বলি কথা, আজকে উচু আমাদের মাথা।।
আমাদেরকে একুশের চেতনা ধারণ করে আমাদের দেশকে পরিচালনা করতে হবে। দেশের মানুষকে ভালবাসতে হবে। ফেব্রুয়ারি আসলেই শুধু একুশের কথা অন্য সময়ে কথা নাই। এটা আসলে হতে পারে না। ভাষার জন্য তারা জীবন দিয়ে গেল অথচ আজকে আমরা সেই ভাষাকেই বিকৃতির দিকে নিয়ে যাচ্ছি। এটা আমাদের কোনো ভাবেই কামনা কামনা করা উচিত নয়। নতুন দিনে নতুন বাংলাদেশে আসুন সবাই মিলে নতুন বাংলাদেশকে সাজাই। ভাষার জন্য আজ পর্যন্ত কোন দেশ লড়াই করে নাই। জীবন দেন নাই। একমাত্র আমরাই বাঙালি জাতি যারা ভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলাম।