National & International Day

মাকে নিয়ে প্রবাসীদের স্ট্যাটাস ও কিছু কথা। মা দিবসের ক্যাপশন

মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মায়েরা আছে বলেই পৃথিবীতে মায়া মহব্বতের সৃষ্টি হয়েছে। মা আমাদের জন্য অমূল্য সম্পদ। যে সম্পদের তুলনা কোন কিছুর সাথে করা সম্ভব নয়।কেননা যে মায়ের গর্ভে আমরা দশ মাস দশ দিন ছিলাম। মাকে কত ধরনের যন্ত্রণা দিয়েছি, পেটের মধ্যে লাথি দিয়েছি, পিঠের মধ্যে খেলা করেছি,মায়ের বুকের দুগ্ধ পান করে আমরা জীবিকা নির্বাহ করেছি। যে মা না হলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। যে মায়ের হাত ধরে আমরা স্কুলে যেতে শিখেছি। আজকে পড়াশোনা করে বড় বড় চাকরি করতেছি, বড় বড় দালান কোটা করতেছি, বড় বড় অর্থ- সম্পদ শালী হয়েছি। যতই যা কিছু করি না কেন সকলে মায়ের অবদান। সেই মাকে  আমরা অনেকে অবহেলা করি।যা মোটেও উচিত নয়।

সম্মানিত পাঠক, আজকে আমাদের আলোচনার বিষয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি একজন দায়িত্ববান, নীতিবান, ধৈর্যশিলা, জন্মদাতা ব্যক্তি যিনি আমাদের গর্ভধারিনী মা। যাকে নিয়ে লিখতে গেলে অনেক কিছু লিখলেও মনে হবে লেখা শেষ হবে না। সেই জন্মদুঃখিনী মায়ের জন্য আমরা আজকে প্রতিবেদনটি তৈরি করেছি। আপনারা অনেকেই মাকে মিস করা নিয়ে মাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস, মাকে নিয়ে ক্যাপশন, মাকে নিয়ে কিছু কথা মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে ইচ্ছা পোষণ করেন ।সে কারণে অনলাইনে অনুসন্ধান করেন। আপনাদের এতটুকু সহায়তার জন্য আমরা আমাদের আজকের এই নিবন্ধটি সাজিয়েছি।

মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

মায়ের মত আপন কেউ নয়। আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখবেন, গভীর রাত্রিতে যখন পৃথিবী সফল মানুষ ঘুমিয়ে থাকবে অত্যন্ত একান্ত চিত্তে গভীরভাবে মনোযোগের সহিত আপনি চিন্তা করবেন আপনার জীবনে সবচেয়ে বড় অবদান কার বেশি? আপনার সবচেয়ে আপন কে ? আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আপনার জন্য অপেক্ষায় থাকে কে? আপনাকে সব সময় মিস করে থাকেন কে? দেখবেন সর্বশেষে হলেও আপনি বুঝতে পারবেন এই সমস্ত কাজ গুলো করে থাকেন আপনার মা। আপনারা যারা অনলাইনে মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস তৈরি করে শেয়ার করতে চাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করছি সেগুলো উপস্থাপন করছি।যেগুলো আপনারা মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন।

  • “রাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে যখন  মায়ের কথা মনে পড়ে তখন নিজেকে খুবই একেলা মনে হয়। মনে হয় যেন আমি নিতান্তই একজন দরিদ্র ব্যক্তি। যার মা নেই সেই বুঝতে পারবে এই অনুভূতি”।
  • “হোস্টেল ছেড়ে যখন বাড়ি যেতাম সর্বপ্রথম মায়ে আমাকে সাদরে গ্রহণ করতেন, আজকে মানে কতদিন হয় মা নেই।হোস্টেল থেকে বাসা যেতে ইচ্ছে করে না আবার গেলেও কোন কিছুতেই যেন শান্তি পাই না। মাগো আজকে তোমাকে খুব মনে পড়ছে, তোমাকে খুব মিস করছি।”
  • “বাড়ি থেকে যখন হোস্টেলের দিকে রওনা হতাম মা অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকতো। যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যেত ততক্ষণ পর্যন্ত মা দাঁড়িয়ে থাকতেন। অশ্রুসিক্ত চোখে মা বলতেন বা দেখে শুনে যাস, বাইরের খাবার খাস না, নিয়মিত পড়াশুনা করিস। আজকে মা নেই আমার এ কথাগুলো বলার মত কেউ নাই।
  • “মা যে পৃথিবীর মাঝে কত বড় অমূল্য সম্পদ, একমাত্র যার মা নেই সেই বুঝতে পারে। তবে যারা জন্ম পর থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তারা মায়ের ভালোবাসা সম্পর্কে কম ধারনা অনুভব করবেন। তবে তারা মায়ের সামান্য টুকু ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। তারা মায়ের ভালোবাসাকে মিস করে থাকে”।

মা দিবসে মাকে নিয়ে ক্যাপশন

আন্তর্জাতিক মা দিবসে মাকে নিয়ে ক্যাপশন অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। আপনাদের প্রয়োজন অনুযায়ি আমরা আমাদের আজকের প্রতিবেদনে সুন্দর সুন্দর ক্যাপশন উল্লেখ করছি। এই ক্যাপশন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন বিশ্ব মা দিবসে একটি সুন্দর ক্যাপশন তৈরি করে আপনার প্রিয় মাকে উপহার দিলে আপনার মা অনেক খুশি হয়ে যাবেন। মায়েরা কখনোই দামি দামি উপহার আশা করে থাকেন না, তারা সন্তানদের ভালোবাসা পেলেই সন্তুষ্ট থাকেন।

  • “যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে,শূন্য একলা ঘরে তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে”।
  • “মায়ের মুখের মধুর হাসি দেখতে ভালো লাগে, মায়ের জন্য এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে। খোদার কাছে এই মিনতি বারে বারে আমি করি, মওলা আমার মায়ের মৃত্যুর আগে যেন আমি মরি।”
  • “মাগো তোমার চরণধূলি দিয়ে আমায় আশীর্বাদ কর। তোমার সেবা করাই আমার সব সময়ের কাজ।”
  • “পৃথিবীতে তোমার সাথে নেই কার তুলনা, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তুমি ,করিও আমার জন্য প্রার্থনা”।
  • “মাগো তোমার গর্ভে আমি ছিলাম দশ মাস, সেই ভাবেই যেন তোমার সেবা করতে পারি করিও আশীর্বাদ”।

মাকে নিয়ে প্রবাসীদের কিছু কথা

বাংলাদেশী অনেক মানুষ শ্রমিক হিসেবে কিংবা পড়াশোনার কাজে অথবা চাকরির কাজে বিদেশে অবস্থান করে থাকেন। তাদের মধ্যে অনেকেই ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা পেয়ে বড় হয়েছেন পরবর্তীতে বিদেশী অবস্থান করছেন। তারা বিদেশে অবস্থানকালে মাকে খুব মিস করে থাকেন। বর্তমান মিডিয়ার যুগে ভিডিও কলের মাধ্যমে মায়েদের সাথে যোগাযোগ স্থাপন করেন অনেকেই। তদুপরিও তাদের মায়ের সাক্ষাৎ পেতে খুব ইচ্ছে করে থাকে। প্রবাসীদের মাকে নিয়ে কিছু দুঃখ, কষ্টের কথা আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে উপস্থাপন করছি।

  • “মাগো পরে রয়েছি দূর প্রবাসে তোমার কথা সবসময় মনে পড়ে, তোমার মুখখানি দেখার জন্য বারবার দেশে ফিরে যেতে মন চাইছে।”
  • “মাগো কতদিন হলো আজকে দেখিনা তোমায়, তোমার হাতের পায়েস খেতে পারিনি অনেকদিন, বিদেশের মাটিতে বসে দিনগুনি সারাদিন কবে যাব দেশের বাড়িতে দেখব তোমার মুখ, দোয়া করিও আসি যেন তাড়াতাড়ি তোমায় দেখে ভরে যাবে আমার বুক”।
  • “টাকার জন্য পড়ে আছি দূর প্রবাসে, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কথা যতবার মনে পড়ে, তার চেয়ে অধিক বার শত গুণ বার মনে পড়ে তোমার কথা। মাগো তোমায় ছাড়া ঘুম আসে না ।মনে হয় আমি খুবই একা।”
  • “ছোটবেলায় যখন নদীতে গোসল করতে যাইতাম তুমি কতই না আমাকে শাসন করতে।  আজকে বিদেশে এসে সেই সাগরের উপরে থাকি আমি দিন রাতে। কাজ করি জাহাজে।”
  • “ভালো থেকো তুমি মা বাংলাদেশে, আমি ঘুরে আসি এই দুর প্রবাসে, আগামী বছর ফিরব দেশে এই খুশিতে আমার মন হাসে”

মাকে নিয়ে প্রবাসীদের স্ট্যাটাস

বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এবং প্রিন্টারেস্টে মাকে নিয়ে প্রবাসীদের অনেক ধরনের স্ট্যাটাস আমরা লক্ষ্য করে থাকি। আবার অনেকেই যারা প্রবাসে অবস্থান করছেন তারা মিডিয়ার বিভিন্ন মাধ্যম গুলোতে মাকে নিয়ে স্ট্যাটাস শেয়ার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করে থাকেন। আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের জন্য সুবিধার জন্য আমরা কিছু স্ট্যাটাস উল্লেখ করছি। এই স্ট্যাটাস গুলো আপনারা আরো সুন্দরভাবে তৈরি করে নিয়ে আপনার মাকে উৎসর্গ করতে পারেন। পাশাপাশি আপনার মা এগুলো দেখে অনেক খুশি হয়ে যাবেন এবং আপনার প্রতি শুভকামনা করবেন। পাশাপাশি মায়ের প্রতি আপনার ভালোবাসা সবাই উপলব্ধি করতে পারবে।

  • “যেদিন তোমায় ছেড়ে বিদেশে যাবো বলে মন স্থির করেছিলাম, সেদিন রাতে আমি একবিন্দুও ঘুমাতে পারিনি। কেননা আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না কিন্তু পরিস্থিতির চাপে আমাকে বাধ্য হয়ে বিদেশে আসতে হয়েছে। মাগো তুমি ভালো থেকো।”
  • “ছোটবেলায় সামান্য কোন কাজ করলে আমি যখন ক্লান্ত হয়ে পড়তাম, তখন তুমি আমার ঘাম মুছে দিতে তোমার শাড়ির আঁচল দিয়ে। আজকে বিদেশের মাটিতে সারাদিন কতইনা পরিশ্রম করি কিন্তু কেউ আমাকে ঘাম মুছে দেওয়া তো দূরের কথা এক গ্লাস কেউ পানি দেয় না। মাগো আজকে মা দিবসে তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে খুব মিস করছি।”
  • “জীবনের প্রতিটি পদে পদে মায়ের অবদান অনস্বীকার্য, সেই সকল মায়েদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। মা গো দেশ ছেড়ে আসার পরে আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি।”
  • “খোদা না জানি কোন অপরাধে দিলে এমন জীবন। যে মাকে আমি না দেখলে থাকতে পারিনা সে মাকে আজকে না দেখে আমি কত বছর দেশের বাইরে অবস্থান করছি। মা যদি কোন আত্মীয়র বাড়ি যেত আমি বারবার মাকে ফোন করতাম মা তুমি বাড়ি আসো, বাড়ি আসো।”
  • “মাগো তোমার হাতের ভর্তা ভাত অনেকদিন খাইনি। আর দুইটা বছর পরেই আমি দেশে ফিরব তোমার হাতের ভর্তা ভাত খাব। এই প্রত্যাশায় প্রতিটি ক্ষণ আমার কেটে যায়। বিদেশের মাটিতে কোর্মা, পোলাও আমার আর গলা দিয়ে নামে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *