National & International Day

মা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন ও ছন্দ

এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপন জনের তালিকায় যে ব্যক্তির নাম উঠে আসে তিনি আর কেউ নয় আপনার একমাত্র গর্ভধারণী মা। যার যার বুকের খাদ্য গ্রহণ করে আপনি ছোটবেলায় ক্ষুধার নিবারণ করেছেন। যিনি আপনাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ  করেছেন। যার পায়ের নিচে আপনার বেহেশস্ত রয়েছে। যার আশীর্বাদের মাধ্যমে আপনি স্বর্গীয় অনুভূতি লাভ করতে পারবেন। কোরআন শরীফে মাকে নিয়ে বেশ কিছু সূরা অবতীর্ণ হয়েছে এবং হাদীস শরীফে মাকে নিয়ে বেশ কিছু হাদিস উল্লেখিত রয়েছে। মা এমন একজন ব্যক্তি যিনি বিনা স্বার্থে আপনাকে ভালোবেসে যাবেন।

মাকে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কে একবার প্রশ্ন করা হয়েছিল যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? কার সবচেয়ে বেশি খেদমত করবো? কার প্রতি সবচেয়ে বেশি আমার অনুগ্রহ প্রকাশ করব? মহানবী হযরত মুহাম্মদ সাঃ তিনবার বলেছিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বলেছিলেন তোমার বাবা। সুতরাং আমরা বিশেষভাবে এ থেকে উপলব্ধি করতে পারি মহানবী হযরত মুহাম্মদ সাঃ মায়ের প্রতি কতটা ভালোবাসার নিদর্শন রাখার কথা আমাদেরকে বলেছেন।

মা দিবসে মাকে নিয়ে উক্তি

মা দিবসে সকল মায়ের প্রতি আমরা সম্মান জানাচ্ছি আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে। পৃথিবীতে যার মা বেছে নেই তার যেন দুনিয়া অন্ধকার হয়ে থাকে। মায়ের ভালোবাসা যারা পাননি তারা মায়ের ভালোবাসার জন্য ভিখারির মতো আচরণ করে থাকেন। আমাদের যাদের মা বেঁচে আছে তাদের প্রতি আমাদের করণীয় রয়েছে অনেক কিছু। ছোটবেলায় যে মা আপনাকে যেভাবে খাইয়েছিলেন যেভাবে আদর করেছিলেন আজকে বয়স কালে আপনিও তার প্রতি সেরম আচরণ করেন। মনে রাখবেন তিনি সন্তুষ্ট হলে পৃথিবীতে আপনার আর কোন কিছুরই অভাব হবে না। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে মা কে নিয়ে কিছু বিশিষ্ট ব্যক্তিদের বাণী গুলো উল্লেখ করছি-

  • “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশস্ত”— বাণীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
  • “তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব”
  • বুখারী শরীফে উল্লেখিত রয়েছে, “প্রতিবার মায়ের প্রতি সুদৃষ্টিতে হ্বজের  সমপরিমাণ সাওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করা হয়।”
  • আব্রাহাম লিংকন বলেছেন, “যে ব্যক্তির মা আছে সে কখনোই দরিদ্র বা গরীব নয়।”
  • হুমায়ুন আহমেদ বলেছেন,”মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা সুখ- দুঃখ জমা রাখি। যার বিনিময়ে আমরা বিনা সুদে নেই শুধু ভালোবাসা আর ভালোবাসা।”

মা দিবসে মাকে নিয়ে ছন্দ

আন্তর্জাতিক মা দিবসে মাকে সন্তুষ্ট করার জন্য অনেকেই বিভিন্ন কাজ করে থাকেন। মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য বিভিন্ন উপহার সামগ্রী সহ বিভিন্ন রকম আবদার পূরণের চেষ্টা করেন। কিন্তু মায়েরা দামি দামি উপহার সামগ্রী নিয়ে সন্তুষ্ট হয়ে থাকে না। তারা চায় তাদের প্রতি সন্তানদের যথেষ্ট পরিমাণ আগ্রহ থাকুক। তারা চায় তার সন্তান যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। তাদের মায়া মহব্বতের তুলনা কোন কিছুর সাথে করা যাবে না। মায়েরা এমনই হয়ে থাকে যে, আপনাকে না খাইয়ে সে কখনো খেতে চায় না। আপনি বাড়ি না ফিরলে সে কখনোই ঘুমাতে চায় না। আপনি কোথাও গেলে সে দরজার পাশে দাঁড়িয়ে থাকে, কখন আমার সন্তান ফিরে আসবে। সেই মা কে সন্তুষ্ট করার জন্য আধুনিক এক পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেটি হল মাকে নিয়ে একটি সুন্দর ছন্দ তৈরি করে তাকে প্রদান করুন ।দেখবেন তিনি খুশি হয়ে আপনার প্রতি আশীর্বাদ প্রদান করবেন। তাই আমরা আজকে আমাদের এই প্রতিবেদনে খুব সুন্দর সুন্দর কিছু ছন্দ তৈরি করে উপস্থাপন করছি-

  • “আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মত,
  • ঐ রাতকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মত,
  •  মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত”।

 

  • “পৃথিবীতে মায়ের মত আপন কেউ নাই,
  • পৃথিবীতে মা ছাড়া সবাই বড় একা,
  •  মায়ের সেবা কর সবাই। মায়ের সেবা করতে চাই।”

 

  • “মায়ের মুখের মধুর হাসি, দেখতে সবাই ভালবাসি
  • মায়ের দোয়ায় ফুটবে ফুল, আপনার জীবনের অফুরন্ত হাসি”।

 

  • “মাগো তোমার মতন ভালো বাসে না  কেউ তো এমন,
  • তোমার আগে আমার হয় না যেন গো মরণ”

 

মা দিবসের মাকে নিয়ে ক্যাপশন

আপনারা যারা অনলাইনে মা দিবসে মাকে নিয়ে বিভিন্ন ক্যাপশন অনুসন্ধান করছেন আপনাদের সুবিধার্থে আমরা আমাদের প্রতিবেদনের এ পর্যায়ে কিছু সুন্দর সুন্দর ক্যাপশন উল্লেখ করছি ।এই ক্যাপশনগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সামাজিক আচার- অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন। এই ক্যাপশনগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ আধুনিক, সময় অনুপাতিক এবং যুগোপযোগী ভাবে। মা প্রত্যেকটি মানুষের জীবনের জন্য অপরসীম ভূমিকা পালন করে থাকে। তাঁর কারণে আমরা পৃথিবীতে বসবাস করতে পারছি, পৃথিবীতে আসতে পেরেছি।

  • “প্রত্যেকটি মানুষের জীবনে মায়ের অবদান অনেক বেশি, একজন পিতার চেয়ে একজন মা একটি সন্তানের প্রতি অনেক বেশি দায়িত্বপালনে আগ্রহী হয়ে থাকেন’।— মা দিবস সফল হোক! সফল হোক!
  • “একজন মা ই পারে একটি পরিবারের সকল সন্তানকে বুকে আগলে রাখতে, যা পরিবারের অন্য কোন সদস্যের মাধ্যমে সম্ভব নয়। তাই আজকে মা দিবসে সকল মায়েদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা”।—- মা দিবস সফল হোক!
  • “একজন মা হলো সকল আবদার পূরণের ব্যাংক, মা ই পারে তার সন্তানের সফল আবদার পূরণ করতে, সন্তানের সকল সমস্যার সমাধানে বন্ধুর মত আচরণ করতে।”—- মা দিবস সফল হোক!
  • “যে কথাগুলো কাউকে বলা যায় না বা শেয়ার করা যায় না, সে সকল কথাগুলো একজন মায়ের সামনে উপস্থাপন করা যায়। আর মা তার সকল প্রচেষ্টার মাধ্যমে সন্তানকে যাবতীয় সমস্যা থাকে উত্তরণের চেষ্টা করেন।”
  • “পৃথিবীতে অনেকের ভালোবাসাই প্রকৃত ভালোবাসা নয়, একমাত্র মায়ের ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। যাতে কোন খাত নেই। বিশ্ব মা দিবসে সকল মায়েদের প্রতি ভালোবাসা।— মা দিবস অমর হোক! সফল হোক!

মা দিবসে মাকে নিয়ে স্ট্যাটাস

মাকে নিয়ে স্ট্যাটাস প্রদানের জন্য যারা অনলাইনে অনুসন্ধান করছেন বিভিন্ন ওয়েবসাইটে আমরা আপনাদেরকে মহান এই দিবস উপলক্ষে এত সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈরি করে উপস্থাপন করছি যা আপনার অবশ্যই ভালো লাগবে। পাশাপাশি এই স্ট্যাটাস গুলো আপনার মাকে পাঠানোর মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারবেন। মায়েরা কখনোই দামী দামী উপহার কামনা করেন না। তারা চায় তার সন্তান যেন সবসময় ভালো ভাবে থাকে, সুখে শান্তিতে থাকে। আমরা যেন  তাদের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করতে পারি। তাদের মনের কষ্টগুলোকে অনুভব করে, তাদের কষ্টগুলোকে দ্রবীভূত করতে পারি সেই প্রচেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। মা দিবসের স্ট্যাটাস-

  • “প্রবাসে থেকে আজকের এই দিনে বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের কথা বারবার মনে পড়ছে। যে মায়ের জঠরে দশ মাস ছিলাম সেই মাকে ছেড়ে আজকে প্রবাসে কতদিন ধরে  রয়েছি মাকে না দেখে। মাগো তোমার কোলে মাথা রেখে কতদিন ঘুমায় নি। আজকে বিশ্ব মা দিবসে তোমার পা স্পর্শ করে সালাম করতে পারিনি। এ কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে প্রবাস থেকেও তোমার প্রতি আমার রইল কোটি কোটি ভালবাসা।— বিশ্ব মা দিবস সফল হোক!
  • ‘পড়াশুনার কারণে দেশের বাইরে অবস্থান করছি। আজকে বিশ্ব মা দিবসে তোমাকে খুব মিস করছি। তোমার হাতের পায়েস খেতে খুবই মন চাইছে। কিন্তু নিয়তির খেলায় নিজের ক্যারিয়ার গঠনে আজকে আমাকে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে। মাগো আমি তোমাকে ছেড়ে আসতে চাইনি এই দূর প্রবাসে। মা দিবসে তোমাকে সালাম!
  • “মাগো তুমি কেমন আছো? জানতে বড় ইচ্ছে করে। আজকে মা দিবসে আমি বাসায় থাকতে পারিনি পড়াশোনার চাপে। ইচ্ছে করছে ছুটে যেতে বাসায় জানি তুমিও রয়েছো আমার অপেক্ষায় আশায় আশায়। মাগো মন খারাপ না করে আমার জন্য দোয়া করিও আমি যেন পড়াশোনা সঠিক মতো করে তোমার কোলে ফিরে আসতে পারি।”
  • “মায়ের আছে বলেই পৃথিবী আজকে এত সুন্দর,মায়ের কোলের মত স্নিগ্ধ  অনুভব আর কোন জায়গায় অনুভূত হয় না। মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে খুবই ভালো লাগে। মায়ের মত আপন কেউ নয়।—- বিশ্ব মা দিবস সফল হোক! অমর হোক!
  • ‘মায়ের জন্য যার মন কাঁদে না সে কখনো সত্যিকারের বিবেকবান মানুষ নয়। তাকে পশুর সাথে তুলনা করা যায়। মায়ের সম্পর্কে কখনো মিথ্যাচার করা যাবে না। মায়ের ভালোবাসা কোন কিছুর বিনিময়ে পরিশোধযোগ্য নয়।”— বিশ্ব মা দিবসের সকল মায়েদের প্রতি অকৃত্রিম ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *