Status-Caption-SMS

কোরবানির ঈদের ক্যাপশন ও ছন্দ

ঈদুল আযহা অথবা কোরবানীর ঈদ সমস্ত মুসলমান উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাকে আপনাকে খুশির দিন হিসেবে অভিহিত করেছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে সকল মুসলমান  ধর্ম অবলম্বীদের ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। এই দিনটি যথাযথ মজাদার সহিত সারা বিশ্বের পালিত হয়ে থাকে।কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ পশু কোরবানির মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করা হয়ে থাকে।

মুসলমানদের এই গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ শেয়ার করে থাকেন। সে কারণেই এই বিষয়ের ধারণা গ্রহণের জন্য অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করে থাকেন। আমরা সে বিষয়ে ধারণা প্রদান করব বলে অঙ্গীকার করছি। এখান থেকে আপনারা ধারণা নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশনও ছন্দ তৈরি করে বিভিন্ন মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

কোরবানির ঈদের স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন স্ট্যাটাস প্রদানের প্রয়োজনীয়তা আমাদের পড়ে যায়। সে কারণেই আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটের  প্রতিবেদনের এই পর্যায়ে কোরবানির ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর কিছু স্ট্যাটাস উল্লেখ করছি ।এই স্ট্যাটাস গুলো সম্পূর্ণ আধুনিক মানের এবং যুগ উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। যা আপনাদের ভালো লাগবে এবং আপনারা যাদেরকে এগুলো শেয়ার করবেন তারা অত্যন্ত খুশি হবে ।

  • “সময়ের সাথে সাথেই সবকিছু পাল্টে গেলেও ঈদের আনন্দ যেন কোনভাবেই পাল্টে না।প্রতি বছরেই ঈদ আসে নতুনত্বের বারতা নিয়ে।” ঈদ মোবারক!
  • “গরু নিয়ে করছে সবাই টানাটানি তাই দেখে ছাগলছানা করছে নাচানাচি ঈদ এসেছে ভাই ঈদ এসেছে জবাই হবে সবচেয়ে বড় গরু খানা” ঈদ মোবারক!
  • “হৃদয়ে আজ খুশির জোয়ার সব ভেদাভেদ ভুলে মোরাই  ছুটবো ঐ ঈদগা মাঠে, গরু জবাই করে মোরা বিলাব সব পাড়াতে”। ঈদ মোবারক!
  • “আজকে খুশির বাঁধ ভেঙেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে”।ঈদ মোবারক!
  • “আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম, ঈদের দাওয়াত দিলাম সবাইকে ঈদের পরের দিনে আসো মোর বাড়িতে”।ঈদ মোবারক!

কোরবানির ঈদের ক্যাপশন

আজকের প্রতিবেদনের এই পর্যায়ে কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুন্দর সুন্দর কিছু ক্যাপশন তৈরি করে উপস্থাপন করছি। যা আপনাদের মন কেড়ে নেবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সাম্প্রতিক সময়েই ঈদের ক্যাপশন গুলো নিয়ে বেশ মাতামাতি লক্ষ্য করা যায়। তাই এবারের ভিন্ন ধরনের কিছু কোরবানি ঈদ উপলক্ষে ক্যাপশন তুলে ধরা হচ্ছে। যা সাম্প্রতিক সময়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এগুলো আপনারা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।

  • “কোরবানির ঈদের চাঁদ লক্ষ্য করা গেছে, মনে তাই খুশির জোয়ার হইছে। ঈদের খুশি ছড়িয়ে দিতে ছুটে চলেছি শহর থেকে গ্রামের দিকে”।ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “বছরে একটি বার আসে পবিত্র ঈদুল আযহা, সেই খুশিতে মনটা আমার আজ খুশিতে তাজা”। ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “হাটে বাজারে লক্ষ্য করি হাজার হাজার গরু, কোরবানির ঈদের হাট গুলো যেন হয়ে উঠেছে গরুর হাটের তরু”।ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “ধনী- গরিব সবাই মিলে আজ আমরা হবো একাকার, কোরমা পোলাও খাবো মোরা একসাথে সব এলাকার”।ঈদ মোবারক!
  • “হৃদয়ে আজ বাঁজসে বাঁশি, এ যেন এক দারুন অনুভূতি।কোরবানির ঈদের চাঁদের সাথে সাথে দুলছে প্রাণের মোমবাতি” ঈদ মোবারক!

কোরবানির ঈদের ছন্দ

কোরবানির ঈদ উপলক্ষে ছন্দের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। এ কারণে অনেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ছন্দ সম্পর্কে ধারণা নিতে বিভিন্নভাবে অনুসন্ধান করে থাকেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের প্রতিবেদনের এই অংশে কোরবানির ঈদ উপলক্ষে কিছু সুন্দর সুন্দর ছন্দ তুলে ধরা হচ্ছে। আপনি কি? কোরবানির ঈদের ছন্দ অনুসন্ধান করছেন তাহলে আমাদের প্রতিবেদনের পরবর্তী অংশটুকু আপনার জন্য। এই ছন্দ গুলো সম্পন্ন মোটিভেশনাল ছন্দ যা আপনাকে মোটিভেট করবে। এগুলো দেখে আপনি অবশ্যই অনুপ্রাণিত হবেন। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই সব ছন্দ গুলো আপনার খুবই প্রয়োজনীয়।

  • “ছন্দে ছন্দে জানিয়ে গেলাম ঈদের শুভেচ্ছা, আমার বাড়িতে দাওয়াত রইলো ভুলিও না সে কথা” ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “ঈদের হাট থেকে কুরবানির গরু আনতে গিয়ে, গরু ছুটে চলে গেছে, সেই খুশিতে ছেলেমেয়েরা হাতে তালি দিচ্ছে”।ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “বছর ঘুরে এলো ফিরে ঈদুল আযহা, মনে তাই আজ খুশির বারতা”ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “ঈদের দিনে ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে, ধনী গরিব ছোট বড় সকলে যেন সমানভাবে দিনটাকে উদযাপন করতে পারে”ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “সবার মাঝে বিলিয়ে দেব ঈদের আনন্দ, কোর্মা পোলাও খাবো  মোরা ছড়িয়ে দেবো ঈদের আনন্দ”।ঈদ মোবারক! ঈদ মোবারক!
  • “হৃদয়ের মাঝে আজকে দিচ্ছে দোলা, ভুলে যাবো আজকে ঈদের দিনে সকল বিভেদ আর হিংসা বিদ্বেষ মনের ভিতরের সকল জ্বালা”ঈদ মোবারক! ঈদ মোবারক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *