Status-Caption-SMS

ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা বার্তা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এবারের ঈদুল আযহা। সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আর্টিকেলটি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান, সরকারি -বেসরকারি অফিস, শিল্পকল কারখানা, সর্বোপরি সাধারণ মানুষদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। ঈদুল আযহা উপলক্ষে সকল শ্রেণীর মানুষদের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জানানোর জন্য ধারণা গ্রহণের জন্য অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। আপনাদের সুবিধা অনুযায়ী আমরা আজকের এই আর্টিকেলটিতে সুন্দর ভাবে কিছু বার্তা উল্লেখ করব।

আপনি যদি ঈদুল আযহা উপলক্ষে সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা পেতে চান তাহলে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পাঠ করুন। আজকের এই আর্টিকেলটিতে যে সকল ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে সেগুলো সম্পন্ন আধুনিক এবং মানসম্মত ভাবে প্রস্তুত করা হয়েছে। যেগুলো বর্তমান সময়ের প্রেক্ষিতে তৈরি করা হয়েছে। আমরা আশা করছি যে এই ধরনের বার্তা আপনার অধীনস্থ কর্মচারীদের অথবা আপনাদের পরিবার পরিজনদের কাছে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করলে তারা অনেক বেশি আনন্দ অনুভব করবে।

ঈদুল আযহা উপলক্ষে অফিসিয়াল শুভেচ্ছা বার্তা

আপনি যদি কোন প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার অধীনস্থ কর্মকর্তা, কর্মচারীদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার অফিসিয়াল নিয়ম কানুন মেনে শুভেচ্ছা বার্তা প্রদান করা অত্যন্ত জরুরী একটি বিষয়। এতে করে আপনার অধীনস্ত কর্মচারীরা আপনার প্রতি বেশ আন্তরিকতা প্রকাশ করবে। শুভেচ্ছা বিনিময় করার মাধ্যমে আপনার অধীনস্থ কর্মচারীদের মনে আপনি একজন  বিচক্ষণব্যক্তি হিসেবে পরিচিত হবেন।

  • “ত্যাগের মহিমা উদ্ভাসিত হোক এবারের ঈদুল আযহা সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা”— “ঈদ মোবারক”
  • “সকল প্রতিকূলতা পেরিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে সবাই মিলে একসাথে” —সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
  •  “যথাযথ মর্যাদার সাথে আমরা কর্ম পরিচালনা করছি, আগামীতেও সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব”— সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদুল আযহার শুভেচ্ছা—ঈদ মোবারক।
  • ‘”আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদুল আযহাকে স্মরণীয় করে রাখুন এবারের ঈদুল আযহা হোক আপনার জীবনের স্মরণীয় ঈদুল আযহা”—– সবাইকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি—- ঈদ মোবারক।
  •  “আমার অধীনস্থ সকল কর্মচারীদেরকে পবিত্র ঈদুল উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি”– ঈদ মোবারক।
  •  “সততা এবং সহমর্মিতার মাধ্যমে আমাদের  প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি —- ঈদ মোবারক! ঈদ মোবারক।

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা বার্তা

 ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আপনার প্রিয়জনদের কাছে এসএমএস বা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। এতে আপনার প্রিয়জন খুশি হয়ে আপনার প্রতি বেশি আন্তরিকতা প্রকাশ করবে। এছাড়াও এসএমএস বা বার্তা প্রধান ঈদুল আযহা উপলক্ষে একটি সংস্কৃতি।। আগেকার দিনে চিঠির মাধ্যমে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানো হতো। বর্তমান আধুনিক যুগে চিঠির প্রচলন না থাকায় মোবাইলে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়ে থাকে। সুখে- দুঃখে প্রিয়জনদের কাছে বার্তা প্রধানের মাধ্যমে দুঃখ-কষ্ট এবং সুখগুলোকে ভাগাভাগি করে নেওয়া হয়ে থাকে।

  • “মা বাবা, ভাই বোন সবাইকে মিলে একসাথে এবারে ঈদুল আযহা পালন করছি আল্লাহ আমাদের সবার সুস্বাস্থ্য দান করুন”— ঈদ মোবারক
  • “ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের পথে ছুটে চলেছি পরিবারের সাথে ঈদ উদযাপন করবো বলে অক্লান্ত পরিশ্রম করছি”। –ঈদ মোবারক
  • “ঈদুল আযহা মানে আত্মত্যাগ ঈদের কোরবানির মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন”।— ঈদ মোবারক
  • “স্বপ্ন যাবে বাড়ি আমার, পরিবারের সাথে ঈদ উদযাপন করবে এই স্বপ্ন নিয়ে অনন্ত ছোট চলা ছুটে চলা”।—- ঈদ মোবারক
  •  “জগতের সব ক্লান্তি ভুলে ঈদ উদযাপনের জন্য ছুটে চলেছি শহর ছেড়ে”—- ঈদ মোবারক!

ঈদের রোমান্টিক শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা পাঠানোর ক্ষেত্রে রোমান্টিকতাকে অনেকেই অনুসন্ধান করে থাকেন। আপনাদের সুবিধার্থে আপনারা যারা রোমান্টিক এসএমএস বা বার্তা প্রদান করতে চাচ্ছেন ঈদুল আযহা উপলক্ষে সে সম্পর্কে কিছু রোমান্টিক ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করা হচ্ছে। আপনারা এই বার্তা গুলো থেকে আরও সুন্দর সুন্দর বার্তা তৈরি করে নিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে পাঠাতে পারবেন। অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। এখন অনেকেই সবকিছুতেই রোমান্টিকতায় পছন্দ করে থাকে। দুনিয়ার সকল ব্যথা বেদনা ভুলে গিয়ে রোমান্টিকতাকে বুকে ধারণ করা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

  • ‘ঈদের চাঁদের মতোই তোমাকে দেখা যাচ্ছে। তোমার হাসি যেন ঠিক ওই ঈদুল আযহার চাঁদের মতই এক ফালি হাসি”— ঈদ মোবারক
  • “রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই,চললো ঈদের দিনে তাই সবাই মিলে ঘুরতে যাই”— ঈদ মোবারক
  • “ঈদের দিনে ছুরি হাতে দেখা যাবে অনেক কসাই, যারা কখনোই হয়নিকো কসাই, তারাই আজকে ঈদের কসাই”— ঈদ মোবারক
  • “তুষার শুভ্র আজকের এই ঈদের দিন, সামনে আছে আর কয়েকটা দিন। ঈদের চাঁদ  দেখা গেছে বাংলাদেশে আকাশে সে কারণেই তুষারের শুভ্রের মতো হয়েছে আমাদের হৃদয়”— ঈদ মোবারক
  • “স্বপ্নের পৃথিবীতে তুমি আমি দুজনে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ছুটে চলেছি দেশ হাতে দেশান্তরে” —–ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *