Ramadan Schedule

দুবাই রোজার সময়সূচি ২০২৫ ( আজকের সেহরি ও ইফতারের সময়সূচি )

দুবাই রোজার সময়সূচি ২০২৫। আজকের সেহরি ও ইফতারের সময়সূচি :হিজরি বারো মাসের মধ্যে অষ্টম তম মাস আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ সাবান মাস আমাদের মধ্য থেকে চলে গেছে। পবিত্র রমজানের আগমন ঘটেছে আমাদের মাঝে। পবিত্র মাহে রমজান মাস মুমিন মুসলমানদের জন্য নিজের আত্ম গঠন ও প্রশিক্ষণের জন্য একটি সেরা মাস। এ মাসে নফল ইবাদতগুলো ফরজ ইবাদতের সমান এবং ফরজ ইবাদত গুলো অন্যান্য মাসের ৭০ টি ফরজ ইবাদতের সমান। পবিত্র এই মাস মুমিন মুসলমানদের কাছে হাজির হয় অশেষ রহমত ও কল্যাণের বার্তা নিয়ে। মুমিন মুসলমানদের জন্য এই মাসটি একটি রহমত স্বরূপ ও আত্ম গঠনের মাস। এই মাস সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়াবান ও মুত্তাকী হতে পারো”– সূরা আল বাকারা। সূরা আল বাকারার ১৮৫ তম আয়াতে বলা হয়েছে, “তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসে রোজা পালন করে”। সুতরাং আমরা বলতে পারি পবিত্র রমজান মাস একটি মহিমান্বিত মাস।

দুবাই মধ্যপ্রাচ্যের একটি দেশ। এখানে অসংখ্য মুসলিম ধর্ম অনুসারী রয়েছে। যারা মুসলিম ধর্ম অনুযায়ী একজন মুসলিম হিসেবে যে সকল কার্যক্রম পরিচালনা করা দরকার সেগুলো সকল কার্যক্রমে পরিচালনা করে থাকেন। দুবাইতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের ইবাদত গুলো পালন করা হয়ে থাকে। বিশেষ করে মসজিদ গুলোতে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়ে থাকে আমরা আজকে আমাদের প্রতিবেদনে দুবাইয়ের রমজানের রোজার সময়সূচী, সেহরির শেষ সময় এবং ইফতারের সময় উল্লেখ করব। আপনারা আমাদের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পাঠ করুন।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য একটি অফার স্বরূপ মাস। এই মাসের প্রতিটি মুহূর্তে আমাদেরকে মহান রব্বুল আলামীনের বিশেষ অনুগ্রহ লাভের একটি সুযোগের মাস। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামীনের কাছ থেকে নৈকট্য লাভের সুযোগ বহন করে।রমজানের তাৎপর্য উল্লেখ করতে গেলে হাদীস শরীফে রসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের একটি বাণী উল্লেখ করার প্রয়োজন রয়েছে। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, “রোজাদারের নিদ্রা ইবাদতের সমতুল্য, তার চুপ থাকা তসবি পাঠের সমতুল্য, তার সামান্য টুকু ইবাদত অন্যান্য মাসের ইবাদত অপেক্ষা অধিকতর সওয়াবের”। তারা ঐ দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তারা তাদের মায়ের গর্ভ থেকে নিষ্পাপ রূপে প্রসব করেছিলেন”। সুতরাং আমরা পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবো এবং নিষ্পাপ হয়ে যাব।

দুবাইয়ের রমজানের ক্যালেন্ডার

দুবাইতে অনেক বাংলাদেশী প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন। যারা পবিত্র রমজান মাসে সিয়াম গুলো পালন করবেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত সালাত সহ তারাবির সালাত ও তাহাজ্জুদের সালাত আদায় করবেন। সে সকল ভাইদের সুবিধার্থে আমরা পবিত্র রমজান মাসের একটি ক্যালেন্ডার প্রস্তুত করেছি।যেটি দুবাইয়ের পবিত্র মাহে রমজানের সময়সূচী এর মত করে সাজিয়েছি। আমরা আমাদের প্রতিবেদনের পরের অংশে দুবাইয়ের রমজানের ক্যালেন্ডারটি উপস্থাপন করব। দুবাইতে যে সকল প্রবাসীরা রয়েছে তারা ঐ শহরের বিভিন্ন অফিস আদালতে কিংবা শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের জন্য অনেক বৈদেশিক মুদ্র সংগ্রহ করছেন। তাতে করে ঐ প্রবাসী ভাইয়েরা আরো একটি বিশেষ ইবাদতের মালিক হচ্ছেন। দেশের জন্য কিছু করতে পারা অবশ্যই একটি ইবাদতের কাজ। অতএব আপনারা যারা দুবাইতে অবস্থান করছেন তারা অবশ্যই সিয়াম পালন করবেন এবং পাশাপাশি ইসলাম ধর্ম প্রচার করবেন।

দুবাই রোজার সময়সূচি ২০২৫

দুবাই শহরের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছর পবিত্র মাহে রমজানের সময়সূচী প্রকাশ করা হয়ে থাকে। এ বছরেও সেই দেশের ধর্ম মন্ত্রণালয় থেকে একটি সময়সূচি প্রকাশ করা হয়েছে। সাথে সাথে দুবাই থেকে পার্শ্ববর্তী যে সকল বিভাগীয় শহর রয়েছে সেখান থেকেও দুবাইয়ের সময়সূচী থেকে স্থানীয় সময়সূচি প্রস্তুত করে তা প্রকাশ করেছেন। ইতিমধ্যে আমাদের মধ্য থেকে শাবান মাস অতিবাহিত হতে চলেছে পবিত্র মাহে রমজান যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে সেহেতু আমাদেরকে অবশ্যই চাঁদ দেখে রমজান শুরু করতে হবে। চাঁদ দেখার জন্য দুবাই সরকার শাবান মাসের ২৯ তারিখ প্রস্তুতি গ্রহণ করেছে। যদি শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা না যায় তাহলে শাওয়াল মাসের ৩০ তারিখে চাঁদ দেখা হবে। এবং ০১ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমরা এই অংশে দুবাইয়ের রমজানের সময়সূচী ক্যালেন্ডার আকারে প্রকাশ করছি।

রোজা/রমজান

তারিখ বার সেহরী শেষ সময় (ভোর)

ইফতারের সময় (সন্ধ্যা)

১ মার্চ শনিবার ০৫ঃ২৫ ০৬ঃ২১
রবিবার ০৫ঃ২৪

০৬ঃ২২

সোমবার ০৫ঃ২৩ ০৬ঃ২৩
মঙ্গলবার ০৫ঃ২২

০৬ঃ২৪

বুধবার ০৫ঃ২১ ০৬ঃ২৫
বৃহঃবার ০৫ঃ২০

০৬ঃ২৬

শুক্রবার ০৫ঃ১৯ ০৬ঃ২৭
শনিবার ০৫ঃ১৮

০৬ঃ২৮

রবিবার ০৫ঃ১৭ ০৬ঃ২৮
১০ ১০ সোমবার ০৫ঃ১৬

০৬ঃ২৯

১১ ১১ মার্চ মঙ্গলবার ০৫ঃ১৫ ০৬ঃ২৯

১২

১২ বুধবার ০৫ঃ১৪ ০৬ঃ৩০
১৩ ১৩ বৃহঃবার ০৫ঃ১৩

০৬ঃ৩১

১৪

১৪ শুক্রবার ০৫ঃ১২ ০৬ঃ৩২
১৫ ১৫ শনিবার ০৫ঃ১১

০৬ঃ৩৩

১৬

১৬ রবিবার ০৫ঃ১০ ০৬ঃ৩৪
১৭ ১৭ সোমবার ০৫ঃ১০

০৬ঃ৩৫

১৮

১৮ মঙ্গলবার ০৫ঃ০৯ ০৬ঃ৩৬
১৯ ১৯ বুধবার ০৫ঃ০৮

০৬ঃ৩৭

২০

২০ বৃহঃবার ০৫ঃ০৮ ০৬ঃ৩৮
২১ ২১ মার্চ শুক্রবার ০৫ঃ০৭

০৬ঃ৩৯

২২

২২ শনিবার ০৫ঃ০৬ ০৬ঃ৪০
২৩ ২৩ রবিবার ০৫ঃ০৫

০৬ঃ৪১

২৪

২৪ সোমবার ০৫ঃ০৪ ০৬ঃ৪২
২৫ ২৫ মঙ্গলবার ০৫ঃ০৩

০৬ঃ৪৩

২৬

২৬ বুধবার ০৫ঃ০২ ০৬ঃ৪৪
২৭ ২৭ বৃহঃবার ০৫ঃ০১

০৬ঃ৪৫

২৮

২৮ শুক্রবার ০৪ঃ৫৯ ০৬ঃ৪৬
২৯ ২৯ শনিবার ০৪ঃ৫৮

০৬ঃ৪৭

৩০

৩০ রবিবার ০৪ঃ৫৭

০৬ঃ৪৮

এই সূচিটি সম্ভাব্য সময়সূচী পবিত্র মাহে রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। এই সময়সূচি থেকে দুবাইয়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতে কয়েক মিনিট যোগ ও বিয়োগ করে সেহরি ও ইফতারের গ্রহণ করার জন্য বলা হয়েছে। এটি করা হয় সাধারণত ভৌগোলিক সীমারেখার কারণে। আমাদের সাবধানতার সহিত এই সময়সূচি ব্যবহার করে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করা উচিত।

দুবাইতে আজকের সেহরির শেষ সময়

পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করা সকল প্রাপ্তবয়স্ক নর-নারিদের জন্য বাধ্যতামূলক। অতএব কারনে আমাদের সকলেরই পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে হবে। এবং রমজানের যেগুলো বিশেষ বিশেষ ইবাদত রয়েছে সেই সব ইবাদত গুলো আমাদেরকে করতে হবে। বেশি বেশি আমল করতে হবে এবং বেশি বেশি সওয়াব হাসিল করে নিতে হবে। দুবাইতে আজকের রমজানের সেহরির শেষ সময় ভোর ০৫ঃ ০৭ মিনিটে। আপনারা সতর্কতার জন্য এই সময় থেকে কয়েক মিনিট বিয়োগ করে নিয়ে সেহরি গ্রহণ করবেন। এবং পর্যাপ্ত সময় থাকতে সেহেরী গ্রহণ করে নেবেন। মনে রাখবেন সিয়াম পালন করার জন্য আপনাকে অবশ্যই সেহরি গ্রহণ করতে হবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত।

 দুবাইতে আজকের ইফতারের সময়

সকল কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে দুবাই শহরের অবস্থানরত মুসলিম ভাই ও বোনেরা পবিত্র মাহে রমজানের  সিয়াম গুলো পালন করছেন। আল্লাহ আপনাদের সকল ইবাদত গুলোকে কবুল করে নিন। আজকে দুবাইতে পবিত্র মাহে রমজানের ইফতারের সময় হল সন্ধ্যা ০৬ঃ ১৫ মিনিটে। আপনারা যথা সময়ে ইফতার গ্রহণ করবেন। ইফতার গ্রহণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পাশাপাশি আপনাদেরকে ইফতার গ্রহণের পরপরই মাগরিবের ফরজ সালাত আদায় করে নিতে হবে। এবং পরবর্তী রোজার জন্য তারাবির সালাত আদায়ের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আসুন আমরা সকলে মিলে পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য সকলের মাঝে ছড়িয়ে দেই। পবিত্র মাহে রমজানের ইবাদত গুলোকে আঁকড়ে ধরি। কারণ আমাদের সীমিত সময়ের জিন্দেগীর মধ্যে পবিত্র মাহে রমজান মাস আর পাব কিনা আমরা তা কেউই বলতে পারি না। সুতরাং আমাদের মধ্যে যেহেতু পবিত্র মাহে রমজান মাস এসেছে আমরা এই রমজানেই ইবাদতের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করি।এই ইবাদত গুলোর মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করি। অশ্লীল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখি। মিথ্যা ব্যবহার থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলোকে কবুল করে নিন। আমীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *