ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫

অনলাইনে আপনারা অনেকেই ট্রেনের যাত্রার জন্য বিভিন্ন ট্রেনের সময়সূচী অনুসন্ধান করে থাকেন। পাশাপাশি ট্রেন গুলোর সাপ্তাহিক ছুটি কবে?এবং এই ট্রেন গুলোর বিরতি স্টেশন কোথায় কোথায়? এবং কতক্ষণ বিরতি দিয়ে থাকেন এই সকল বিষয়ে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকেন। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত দেশের অভ্যন্তরের বিভিন্ন ট্রেনের সময়সূচী সহ যাবতীয় বিষয়ে তথ্য প্রদান করে আসছা। আপনারা বাংলাদেশের রেলপথের বিভিন্ন ট্রেনের সময়সূচী, ভাড়া সহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইটকে অনুসরণ করতে পারেন।
সম্মানিত রেল যাত্রী বৃন্দগণ, আপনাদের সুবিধার্থে আমরা রেল পথের বিভিন্ন সুবিধা- অসুবিধা সহ সময়সূচী এবং ভাড়া তালিকা সহ ট্রেনের অন্ত-পান্ত সকল কিছু উপস্থাপন করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন যাবত। ট্রেনের যাত্রা পথে যে সকল বিরতি স্থান রয়েছে অর্থাৎ স্টেশন রয়েছে আবার অনেকে স্টপেজ বলে থাকেন বিভিন্ন রোডের স্টপেজ সম্পর্কে তথ্য দিয়ে আমরা আপনাদেরকে সহায়তা করবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের প্রয়োজনীয় ট্রেন সম্পর্কে তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের প্রতিবেদনগুলো লক্ষ্য করতে পারেন।
ঢাকা টু ময়মনসিংহ রেল পথের ট্রেন সমূহ
আমরা আমাদের আজকের প্রতিবেদনটি সাজিয়েছি ঢাকা টু ময়মনসিংহ রেল পথের ট্রেনের সময়সূচি সহ বিস্তারিত তথ্য প্রদানের জন্য। ঢাকা টু ময়মনসিংহ রেল পথে আটটি ট্রেন নিয়মিত চলাচল করছে। এ সকল ট্রেনের নাম জানতে অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। অথবা কোন ট্রেনে যাত্রা করবেন সে সম্পর্কে জানার জন্য অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে তথ্য সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেন।।আপনাদের সুবিধার্থে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের যে সকল এক্সপ্রেস ট্রেন যাতায়াত করছে সেই সকল ট্রেনের সেই সকল ট্রেনের নামগুলো উল্লেখ করছি।
- ইশা খান এক্সপ্রেস ( ৩৯ )
- তিস্তা এক্সপ্রেস ( ৭০৭ )
- আগ্নিবীনা এক্সপ্রেস ( ৭৩৫ )
- মোহনগঞ্জ এক্সপ্রেস ( ৭৮৯ )
- যমুনা এক্সপ্রেস ( ৭৪৫ )
- ব্রাক্ষ্মপুত্র এক্সপ্রেস ( ৭৪৩ )
- হাওর এক্সপ্রেস ( ৭৭৭ )
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের আসন বিন্যাস ও টিকিটের মূল্য ২০২৫
অনলাইনে ট্রেনের যাত্রীরা যে সকল বিষয় অনুসন্ধান করেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো বিষয় হলো টিকিটের মূল্য বা ভাড়া সম্পর্কে। সেজন্য আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ঢাকা টু ময়মনসিংহ রেল পথের যে ট্রেনগুলো যাতায়াত করছে সে সকল ট্রেনগুলোর আসন সম্পর্কে আপনাদের অবহিত করব। পাশাপাশি এই সকল ট্রেনের টিকিটের মূল্য কত? সে সম্পর্কে আমরা নিম্নে একটি তালিকা উল্লেখ করছি।। আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করার জন্য নির্দিষ্ট ফি প্রদান করে টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। পাশাপাশি রেলস্টেশন থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফিি পরিশোধের মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিয়ে যাত্রা করতে পারবেন।
আসন বিন্যাস |
টিকিটের মূল্য / ভাড়া |
শোভন |
১২০ |
শোভন চেয়ার |
১৪৫ |
প্রথম আসন |
২২৫ |
প্রথম ব্যর্থ |
২৩৪ |
স্নিগ্ধা |
২৭৬ |
এসি |
৩৩৪ |
এসি বার্থ |
৫০১ |
ঢাকা টু ময়মনসিংহ রেলের সাপ্তাহিক ছুটির দিন সমূহ
ঈসা খান এক্সপ্রেস (৩৯), তিস্তা এক্সপ্রেস ( ৭০৭ ), অগ্নিবীণা এক্সপ্রেস ( ৭৩৫ )সহ মোট ০৮ টেন ঢাকা টু ময়মনসিংহ যাতায়াত করছে।। এই সকল ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন বিভিন্ন দিন হয়ে থাকে। সে কারণে যারা এই পথের রেলযাত্রী আপনাদের সুবিধার্থে আমরা এই সকল ট্রেনগুলোর নির্দিষ্ট যে সাপ্তাহিক ছুটির দিন রয়েছে সেটি টেবিল আকারে নিম্ন উপস্থাপন করছি। আপনারা যে যে ট্রেনে যাতায়াত বা যাত্রা করবেন সে সকল ট্রেনগুলো বা ট্রেনটি সাপ্তাহিক ছুটি কবে? তা আপনার অবশ্যই অবগত থাকার প্রয়োজন রয়েছে।
ট্রেনের নাম সমুহ |
সাপ্তাহিক ছুটির দিন |
ইশা খানএক্সপ্রেস (৩৯) |
নাই |
তিস্তা এক্সপ্রেস ( ৭০৭ ) |
সোমবার |
অগ্নিবীণা এক্সপ্রেস ( ৭৩৫) |
নাই |
মোহনগঞ্জ এক্সপ্রেস ( ৭৮৯ ) |
সোমবার |
যমুনএক্সপ্রেস ( ৭৪৫ ) |
নাই |
ব্রহ্মপুত্রএক্সপ্রেস ( ৭৪৩ ) |
নাই |
হাওর এক্সপ্রেস ( ৭৭৭ ) |
বুধবার |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫
সময়সূচী অনুযায়ী রেলপথের যাত্রা করার জন্য আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ঢাকা টু ময়মনসিংহের পথে যাত্রীদের জন্য একটি সময়সূচী উল্লেখ করছি। এই সময়সূচিটি বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের সময়সূচী থেকে সংগৃহীত। আপনারা যারা এই পথের যাত্রী আপনাদেরকে আমরা পরামর্শ প্রদান করছি যে নির্ধারিত সময়ের পূর্বেই স্টেশনে উপস্থিত হয়ে আপনার যাত্রা শুভ করা আপনার জন্য একটি নৈতিক দায়িত্ব। মনে রাখবেন সময়ে ট্রেনগুলো যথা সময়ে স্টেশন ত্যাগ করে। এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি ট্রেনে উঠতে না পারলে আপনার যাত্রা ব্যাহত হবে। সুতরাং যথাযথ সময় অনুসরণ করে ট্রেনে যাত্রা রাখে করবেন। ঢাকা টু ময়মনসিংহ রেল পথে যে সকল ট্রেন যাতায়াত করছে সে সকল ট্রেনে খাবার ব্যবস্থা সহ ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলেই ওয়াশরুম ব্যবহার করতে পারবেন।
ট্রেনের নাম সমুহ |
ট্রেন ছাড়ার সসময় | ট্রেন পৌছানোর সময় |
ইশা খান এক্সপ্রেস ( ৩৯ ) | ১১ঃ৩০ |
২১ঃ২৫ |
তিস্তা এক্সপ্রেস ( ৭০৭ ) |
০৭:২০ | ১০ঃ৩৫ |
অগ্নিবীণা এক্সপ্রেস ( ৭৩৫) | ০৯ঃ৪০ |
১২ঃ৩৭ |
মোহনগঞ্জ এক্সপ্রেস ( ৭৮৯ ) |
১৬ঃ২০ | ১৭ঃ২০ |
যমুনা এক্সপ্রেস ( ৭৪৫ ) | ১৬ঃ৪০ |
২০ঃ০০ |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ( ৭৪৩ ) |
১৮ঃ০০ | ২১ঃ২০ |
হাওর এক্সপ্রেস ( ৭৭৭ ) | ২৩ঃ৫০ |
০৩ঃ৫০ |
গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময় মাফিক রেলস্টেশনের পৌঁছে রেলের যাত্রা করার পরামর্শ রেল কর্তৃপক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে। এছাড়া যাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য প্লাটফর্ম গুলোতে মাইক দিয়ে যাত্রীদের স্বাগতম জানানো, জরুরি বিষয়ে বার্তা প্রদান, ট্রেন আগমনের বিষয় নিশ্চিত করা হয় এবং বিরতি স্টেশন গুলোতে পৌঁছানোর আগেই ট্রেনের মধ্যে মাইক সার্ভিসের মাধ্যমে যাত্রীদেরকে অবগত করানো হয়ে থাকে। পাশাপাশি নামাজের ওয়াক্ত শুরু হলে যাত্রীদেরকে জানানো হয়ে থাকে। ট্রেনের এ সকল সুযোগ সুবিধার কারণে দিন দিন রেলপথের যাত্রী বেড়েই চলেছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে যাত্রীগণ রেলপথে যাত্রা করতে অনেক স্বাচ্ছন্দ বোধ করেন।