Bus And Train

ঢাকা টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

ঢাকা টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ঃ বর্তমান সময়ে যান্ত্রিক যুগে সকল মানুষের কর্মব্যস্ততা রয়েছে। এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে ও আমাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে যায়। এছাড়াও রাজধানী ঢাকা থেকে প্রতিনিয়ত সাধারণ জনগণ গ্রামের দিকে ছুটে যায় আবার ঈদের সময় নাড়ির টানে ঘরে ফেরার জন্য সবাই গ্রামের ছুটে চলে আসে। এই সময়ে বিভিন্ন যানবাহন গুলোতে ঘর মুখো মানুষের ভিড় পরে যায়।এ সময় রেল পথের যাত্রা যেন মানুষের জন্য স্বস্তিদায়ক হয়ে থাকে। বিভিন্ন দুর্ঘটনায় এড়াতে রেলপথে যাত্রা অনেক সুবিধা জনক সে কারণেই অনেকেই রেলপথে যাত্রা করতে স্বাচ্ছন্দ বোধ করেন।

ঢাকা টু খুলনা যাত্রাপথের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক দুটি ট্রেনের সুব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ ) আর অপরটি চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )।এই দুটি ট্রেন নিয়মিত যাতায়াত করছে। ঢাকা থেকে খুলনার দূরত্ব মোটামুটি অনেক সে কারণেই যথাযথ সময় অনুযায়ী ট্রেন দুটি চলাচল করে। আপনারা যারা ঢাকা টু  খুলনা সুন্দরবন সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ )  ও চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )এর সময়সূচী ও ভাড়া তালিকা, পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনসহ বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের জন্য আজকের এই লেখাটি। আপনারা এই নিবন্ধটির মাধ্যমে এ বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

ঢাকা টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ ) ও চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )ট্রেনের টিকিটের মূল্য/ ভাড়ার তালিকা ২০২৫

রেলপথে ভ্রমণ করতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনে কিংবা রেলস্টেশনেটিকিট কাউন্টার হতে টিকিট সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। যারা ঢাকা টু খুলনা যাতায়াত করছেন বা করবেন ভাবছেন সে সকল ভাই বোনেরা কোন আসনের জন্য কত ভাড়া লাগবে সে সম্পর্কে অনলাইনে অনুসন্ধান করছেন। আপনাদের অবগতির জন্য আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) এবং চিত্রা এক্সপ্রেস  ( ৭৬৪ )এর টিকিটের মূল্য এবং আসন বিন্যাস উল্লেখ করছি। আপনারা এই মূল্য অনুযায়ী অনলাইনে কিংবা রেলস্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ক্রমিক নম্বর

আসন বিন্যাস টিকেটের মূল্য / ভাড়া
১। শোভন

৩৯০ টাকা

২।

শোভন চেয়ার ৪৬৫ টাকা
৩। প্রথম আসন

৬২০ টাকা

৪।

প্রথম বার্থ ৯৩০ টাকা
৫। স্নিগ্ধা

৯৯১ টাকা

৬।

এসি ১০৭০  টাকা
৭। এসি বার্থ

১৫৯৯ টাকা

 ঢাকা টু খুলনা ট্রেন ছাড়ার সময়সূচী ২০২৫

 বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে খুলনার পথে দুটি ট্রেন যাতায়াত করছে নিয়মিত। যার মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ )সকালবেলা  ছেড়ে থাকেন অপরটি অর্থাৎ  চিত্রা এক্সপ্রেস ৭৬৪ সন্ধ্যার দিকে স্টেশন থেকে ছেড়ে দেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কমলাপুর রেলস্টেশন থেকে এই দুটি ট্রেনের যাতায়াত করতে পারবেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে নির্দিষ্ট সময়ে এই ট্রেন দুটি যাতায়াত করছে সে ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময়ের আগেই রেলস্টেশনে উপস্থিত হয়ে আপনার জন্য নির্দিষ্ট আসনটি খুঁজে নিতে হবে।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  ট্রেন ছাড়ার সময়
ঢাকা টু খুলনা  সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ )

 সকাল ০৮:১৫ মিনিটে

ঢাকা টু খুলনা

চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

সন্ধ্যা ০৭ঃ০০

 ঢাকা টু খুলনা ট্রেন পৌঁছানোর সময়সূচী

আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ঢাকা টু খুলনা দুটি এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর সময়সূচী টেবিল আকারে উল্লেখ করছি। যা থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সময়টাকে নির্ণয় করে নিয়ে আপনার বাসায় পৌঁছাতে সুবিধা গ্রহণ করতে পারেন। নির্দিষ্ট সময়ে ট্রেন দুটি যাত্রীদের পৌঁছে দিয়ে থাকে সে ক্ষেত্রে আপনাকে সম্ভাব্য সময় অনুযায়ী বাসায় পৌঁছাতে সুবিধা হবে।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  ট্রেন পৌঁছানোর সময়
ঢাকা টু খুলনা  সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ )

 বিকাল ০৫:৪০ মিনিটে

ঢাকা টু খুলনা

চিত্রা এক্সপ্রেস  ( ৭৬৪ )

রাত ০৩ঃ২০

 ঢাকা টু খুলনা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি দিন

 বাংলাদেশের প্রত্যেকটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। সেক্ষেত্রে এক একটি ট্রেনের সাপ্তাহিক ছুটি এক একদিন হয়ে থাকে।। কেননা প্রতিটি ট্রেনের সাপ্তাহিক ছুটির সময়সূচি যদি একই হতো তাহলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেক সমস্যা হয়ে যেত। এ কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক্সপ্রেস  ট্রেন গুলির সাপ্তাহিক ছুটি বিভিন্ন দিনেনির্ধারিত করে দিয়েছেন।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু খুলনা  সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ )

বুধবার

ঢাকা টু খুলনা

চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 সোমবার

ঢাকা টু খুলনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন বা স্টোপেজ

ঢাকা টু সুন্দরবন এক্সপ্রেস ( ৭২৬ ) ও চিত্রা এক্সপ্রেস( ৭৬৪ ) ট্রেনের বিরতি স্টেশন বা স্টোপেজ সম্পর্কে জানতে অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। আমরা সে কারণেই আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই সকল অনুসন্ধানকারীদের সুবিধার্থে এই দুটি ট্রেনের বিরতি স্টেশন গুলোর নাম উল্লেখ করছি।  আমরা যে স্টেশন গুলোর নাম উল্লেখ করছি সেগুলোতে যথারীতি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন  ( ৭২৬ ) ও চিত্রা এক্সপ্রেস  ( ৭৬৪ ) ট্রেন বিরতি প্রদান করে থাকেন। নিম্নে ঢাকা টু খুলনা এক্সপ্রেস ট্রেন দুটির বিরতি স্টেশন গুলোর নাম উল্লেখ করা হলো।

ক্রমিক নম্বর

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) বিরতি স্টেশনের নাম চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) বিরতি স্টেশনের নাম
১। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) ঢাকা চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

ঢাকা

২।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  বিমানবন্দর চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 বিমানবন্দর

৩।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) জয়দেবপুর চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) জয়দেবপুর
৪। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  টাঙ্গাইল চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 টাঙ্গাইল

৫।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) বঙ্গবন্ধু সেতু পূর্ব চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) বঙ্গবন্ধু সেতু পূর্ব
৬। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) এস এইস এম

মনসুর আলী

চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

এস এইস এম মনসুর আলী

৭।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) উল্লাপাড়া চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) উল্লাপাড়া
৮। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  বড়াল ব্রীজ চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 বড়াল বিরিজ

৯।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) চাটমোহর চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) চাটমোহর
১০। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  ঈশ্বরদী চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 ঈশ্বরদী

১১।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  ভেড়ামারা চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )  ভেড়ামারা
১২। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) পোড়াদহ চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

পোড়াদহ

১৩।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  আলমডাঙ্গা চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )  আলমডাঙ্গা
১৪। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  চুয়াডাঙ্গা চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 চুয়াডাঙ্গা

১৫।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) কোটচাঁদপুর চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) কোটচাঁদপুর
১৬। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) মোবারকগঞ্জ চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

মোবারকগঞ্জ

১৭।

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  যশোর চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )  যশোর
১৮। সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ ) নোয়াপাড়া চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

নোয়াপাড়া

১৯

সুন্দরবন এক্সপ্রেস  ( ৭২৬ )  খুলনা চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )

 খুলনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *