Bus And Train

ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতির সময়সূচী,ভাড়ার তালিকা ২০২৫

আমাদেরকে প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের প্রয়োজন পড়ে যায়। সে ক্ষেত্রে অনেকেই বিভিন্ন যানবাহনের মাধ্যমে নিজেকে স্থানান্তরিত করে থাকেন। অনেকেই রেলপথে যাতায়াতের ব্যাপারে স্বাচ্ছন্দ বোধ করেন। সে কারণেই তারা ট্রেনেই যাতায়াত করে থাকেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেলপথকে শুগম করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন এবং রেল যাত্রা শুভ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করেন। সারাদেশে রেলপথ তৈরির মাধ্যমে দেশের মানুষকে যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম।

সুপ্রিয় পাঠক আপনারা যারা ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আপনাদের সুবিধার্থে এক্সপ্রেস ট্রেনের ঢাকা টু চিলাহাটি ভাড়ার তালিকা সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করছেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহায়তা করবো বলেই আশাবাদ ব্যক্ত করছি। আপনি যদি ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, ছুটির দিন, এবং ট্রেন ছাড়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি। আপনি এর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের প্রতিবেদনের শেষ পর্যন্ত পাঠ করুন।

ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা ২০২৫

সময়ের সাথে সাথে যে কোন পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি বা হ্রাস পায় ঠিক তেমনি বাস কিংবা ট্রেন কিংবা এয়ারলাইন্সের ভাড়ার মূল্য তালিকা বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়ে থাকে। আপনি যদি কোথাও স্থানান্তরিত হতে চান তাহলে অবশ্যই আপনাকে নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করে নিতে হবে এবং সেই টিকিট সংরক্ষণ করে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করতে হবে। ২০২৫সালের ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন আসনের টিকিটের মূল্য আমরা আমাদের প্রতিবেদনের এই অংশ উল্লেখ করছি। আপনারা যারা এ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের জন্য আমরা আমাদের প্রতিবেদনের নিচে অংশে টেবিল আকারে একটি মূল্য তালিকা প্রকাশ করছি। যা আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন।

ক্রমিক নম্বর

আসন বিন্যাস টিকেটের মূল্য / ভাড়া

১।

শোভন ৪১৫ টাকা
২। শোভন চেয়ার

৪৯৫ টাকা

৩।

প্রথম আসন ৬৬০ টাকা
৪। প্রথম বার্থ

৯৮৫ টাকা

৫।

স্নিগ্ধা ৮২৫ টাকা
৬। এসি

৯৮৫  টাকা

৭। এসি বার্থ

১৪৮০  টাকা

ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন কবে?

আপনারা যারা রেল পথে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন তারা অবশ্যই অবগত রয়েছেন যে প্রতিটি রেলের জন্য সাপ্তাহিক ছুটি বরাদ্দ থাকে। সেক্ষেত্রে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত সাপ্তাহিক ছুটি দিন হল প্রতি সপ্তাহের সোমবার করে। এই দিনটিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা টু চিলাহাটি যাতায়াত বন্ধ থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দিনটির কথা মাথায় রেখে আপনার যাত্রার কথা চিন্তা করতে হবে। সাপ্তাহিক ছুটি অনেক সময় পরিবর্তিত হয়ে থাকে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই সে সম্পর্কে অবগত হতে হবে।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু চিলাহাটি  নীলসাগর এক্সপ্রেস

 সোমবার

ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়

নীলসাগর এক্সপ্রেস ট্রেন কোন ধরনের যৌক্তিক কারণ ছাড়া যথাসময়ে সময়ে স্থান ত্যাগ করে থাকেন। পাশাপাশি নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন স্থানে বিরতি প্রদান করে থাকেন। যাত্রাপথে অতিরিক্ত সময়ক্ষেপণ করাটা যাত্রী সাধারণ পছন্দ করেন না। অনেকেই বিরক্ত বোধ করে থাকেন। যাত্রীদের এই সকল সুবিধার কারণেই ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেন যথা সময়ে যাত্রা করেন এবং যাত্রীদেরকে যথাসময়ে পৌঁছে দিয়ে থাকেন। আপনারা যারা ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময় জানতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা নিচে টেবিল আকারে সেই সময়সূচীটি উল্লেখ করছি।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  ট্রেন ছাড়ার সময়
ঢাকা টু চিলাহাটি  নীলসাগর এক্সপ্রেস

 সকাল ৬:৪০ মিনিটে

 ঢাকা টু সিলেটের নীলসাগর এক্সপ্রেস ট্রেন পৌঁছানোর সময়

 ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে ছাড়ার পর বিকেলের দিকে চিলাহাটি স্টেশনে পৌঁছে থাকে। রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস বিকেল চারটা থাকে সাড়ে চারটার মধ্যে অবস্থান করে। এতে করে দূর দূরান্ত থেকে যে সকল যাত্রী এই এক্সপ্রেস ট্রেনটিতে যাতায়াত করে থাকেন তারা যথাসময়ে তাদের বাসায় পৌঁছতে পারেন। আপনারা যারা নীলফামারী জেলার বাসিন্দা তারা অবশ্যই অবগত রয়েছেন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন যথাসময়ে পৌঁছানোর ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে থাকেন। ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর সময়সূচী নিম্নে উল্লেখ করছি।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  ট্রেন পৌঁছানোর সময়
ঢাকা টু চিলাহাটি  নীলসাগর এক্সপ্রেস

  বিকেল ০৪ঃ০০ থেকে ০৪ঃ৩০  মিনিট

ঢাকা টু সিলেটী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

আপনারা যারা এই পথে যাতায়াত করে থাকেন তারা অবশ্যই অবগত রয়েছেন যে কোন কোন স্থানে এই ট্রেনটি যাত্রা বিরতি প্রদান করে থাকেন। সেক্ষেত্রে অনেকেরই ধারণা নাই যে কোন স্টেশনে কত সময় বিরতী প্রদান করে থাকেন নীল নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। তাই অনেকেই অনলাইনে অনুসন্ধান করেন থাকেন যে নীলসাগরটি কোন স্টেশনে কতটুকু সময় বিরতি প্রদান করেন। সে কারণেই আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন এবং কত সময় সেখানে অবস্থান করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছি।

ক্রমিক নম্বর

বিরতি স্টেশনের নাম চিলাহাটি থেকে ( ৭৬৫ ) ঢাকা থেকে ( ৭৬৫ )
১। ডোমার ০৮ঃ ২১

০৩ঃ ২৪

২।

নীলফামারী ০৮ঃ৩৯ ০৩ঃ ০৫
৩। সৈয়দপুর ০৯ঃ০৩

০২ঃ৪২

৪।

পার্বতী পুর ০৯ঃ৪০ ০২ঃ১৫
৫। ফুলবাড়ি ১০ঃ০০

০৩ঃ৫০

৬।

বিরাম পুর ১০ঃ১৪ ০১ঃ৩৬
৭। জয়পুর হাট ১০ঃ৪৫

০১ঃ০৪

৮।

আক্কেল পুর ১১ঃ০১ ১২ঃ৪০
৯। সান্তাহার ২৩ঃ৩০

১২ঃ১৫

১০।

আহসান গঞ্জ ১১ঃ৪৫ ১১ঃ৪০
১১। নাটোর ১২ঃ৩৩

১১ঃ১৬

১২।

মুলাডুলি ০১ঃ৪৫ ১০ঃ৩৯
১৩। বঙ্গবন্ধু সেতু ০৩ঃ১০

০৯ঃ০০

১৪।

জয়দেব পুর ০৪ঃ২৭ ০৭ঃ৩৩
১৫। বিমান বন্দর ০৪ঃ৫৩

০৭ঃ০৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *