ঢাকায় সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫ ( আজকের সেহরি ও ইফতার সময় )

ঢাকায় সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫। আজকের সেহরি ও ইফতার সময়: মহান আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন এরশাদ করেছেন যে, “রোজা শুধুমাত্র আমার জন্য, আমি নিজ হাতে এর উত্তম প্রতিদান দেব”। সেই পবিত্র রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত এর বার্তা নিয়ে। পবিত্র মাহে রমজান মাস আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী নবমতম মাস।এ মাসে গুরুত্বপূর্ণ ইবাদত গুলোর মধ্যে রয়েছে তারাবির সালাত আদায় করা, শবে কদরের রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করা, রমজানের শেষ দশকে ইতেকাফ করা সহ আরো বেশ কিছু ইবাদত এই পবিত্র মাহে রমজান মাসে পালিত হয়ে থাকে। এ মাসের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে পবিত্র রমজান মাসের রোজাদার ব্যক্তির নিদ্রা হল নফল ইবাদতের সমান, রোজাদার ব্যক্তির চুপ থাকাটাও ইবাদত পূর্ণ কাজ ,রোজাদার ব্যক্তির জিকির করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এ মাসের ফরজ ইবাদত গুলো অন্যান্য মাসের ৭০ টি ফরজ ইবাদতের সমান পরিমাণ সওয়াব রয়েছে। এছাড়াও এই মাসে ০১ টাকা দান করলে অন্যান্য মাসের ৭০ টাকা দানের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।
সম্মানিত ঢাকাবাসী, আপনারা যারা শত ব্যস্ততার মধ্যে দিয়ে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছেন আপনাদের সুবিধার্থে আমরা আজকে আমাদের প্রতিবেদনটি সাজিয়েছি আপনাদের বিশেষ প্রয়োজন অনুযায়ী সেহরি ও ইফতারের সময়সূচি দিয়ে। এই প্রতিবেদনে ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে পুরো ৩০ দিনের সেহরি ও ইফতারের সময় জানতে পারবেন।
ঢাকা জেলার পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার ২০২৫
ঢাকা বাংলাদেশের রাজধানী।এখানে সারা দেশের বিভিন্ন স্থানের লোকজন এখানে বিভিন্ন কর্ম ক্ষেত্রের সাথে জড়িত রয়েছেন।আপনারা শত ব্যস্ততার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজা রমজানের সিয়াম গুলো পালন করে আসছেন পবিত্র মাহে রমজানের ৩০ টি রোজা পালনের ক্ষেত্রে আপনার সময়ের স্বল্পতার জন্য সঠিক সময়ে সেহরি ও ইফতার গ্রহণের জন্য একটি বিশেষ ক্যালেন্ডার প্রয়োজন রয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা ঢাকা জেলার বর্তমান বাসিন্দাদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি বিশেষ ক্যালেন্ডার টেবিল আকারে প্রস্তুত করেছি। যেটি অনুসরণ করে আপনারা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো যথাযথ সময় অনুযায়ী পালন করতে পারবেন।
ঢাকায় সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫
যথাসময়ে সেহরি ও ইফতার গ্রহণ করা রোজাদারদের জন্য একটি ইবাদত। যারা পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করছেন আপনাদের যথাসময়েই পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালনের জন্য সময় নির্দিষ্ট সময়সূচী জানার প্রয়োজন রয়েছে। আমরা সেই দিক বিবেচনা করে এ বছরের ঢাকায় অবস্থানরত মুসলিম ধর্মপ্রাণ অনুসারীদের জন্য পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছি। আপনারা অতি সহজেই এই সময়সূচিটি লক্ষ্য করলে রমজানের পুরো ৩০ দিনের সময়সূচীটি পেয়ে যাবেন। পাশাপাশি ঢাকা শহরের বাইরে সারাদেশে যারা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছেন তারা এই সময়সূচী থেকে সর্বোচ্চ ০৯ মিনিট সেহরি ও ইফতারের জন্য যোগ এবং বিয়োগ করে সময় সুচি নির্ধারণ করে নিতে পারবেন।
ঢাকা জেলার পবিত্র মাহে রমজানের সেহরি-ইফতারের সময়সূচী ও ক্যালেন্ডার ২০২৫
( দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই )
রোজা |
সেহরির শেষ সময় | ইফতারের সময় | তারিখ |
01 | 05:04 AM | 6:02 PM |
02-03-2025 |
02 |
05:03 AM | 6:03 PM | 03-03-2025 |
03 | 05:02 AM | 6:04 PM |
04-03-2025 |
04 |
05:01 AM | 6:05 PM | 05-03-2025 |
05 | 05:00 AM | 6:06 PM |
06-03-2025 |
06 |
04:59 AM | 6:07 PM | 07-03-2025 |
07 | 04:58 AM | 6:08 PM |
08-03-2025 |
08 |
04:57 AM | 6:09 PM | 09-03-2025 |
09 | 04:56 AM | 6:10 PM |
10-03-2025 |
10 |
04:55 AM | 6:11 PM | 11-03-2025 |
11 | 04:54 AM | 6:12 PM |
12-03-2025 |
12 |
04:53 AM | 6:13 PM | 13-03-2025 |
13 | 04:52 AM | 6:14 PM |
14-03-2025 |
14 |
04:51 AM | 6:15 PM | 15-03-2025 |
15 | 04:50 AM | 6:16 PM |
16-03-2025 |
16 |
04:49 AM | 6:17 PM | 17-03-2025 |
17 | 04:49 AM | 6:18 PM |
18-03-2025 |
18 |
04:48 AM | 6:19 PM | 19-03-2025 |
19 | 04:47 AM | 6:20 PM |
20-03-2025 |
20 |
04:46 AM | 6:21 PM | 21-03-2025 |
21 | 04:45 AM | 6:22 PM |
22-03-2025 |
22 |
04:44 AM | 6:23 PM | 23-03-2025 |
23 | 04:43 AM | 6:24 PM |
24-03-2025 |
24 |
04:42 AM | 6:25 PM | 25-03-2025 |
25 | 04:41 AM | 6:26 PM |
26-03-2025 |
26 |
04:40 AM | 6:27 PM | 27-03-2025 |
27 | 04:39 AM | 6:28 PM |
28-03-2025 |
28 |
04:39 AM | 6:29 PM | 29-03-2025 |
29 | 04:38 AM | 6:30 PM |
30-03-2025 |
30 |
04:37 AM | 6:31 PM |
31-03-2025 |
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি উপস্থাপন করব। প্রতি বছরেই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা জেলার জন্য পবিত্র মাহে রমজানের উপলক্ষে সময় সূচি প্রকাশ করে থাকেন। এ বছরও বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন তাদের আনুষ্ঠানিক সাভার মাধ্যমে এ বছরের রমজানের সময়সূচি নির্ধারণ করেছেন। এই সময় সুচি অনুযায়ী বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সকল জেলার জেলা অফিসে স্থানীয় সময় অনুযায়ী সময়সূচি প্রকাশের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশের সকল জেলা শাখা থেকে পবিত্র মাহে রমজানের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঢাকায় আজকের সেহরির শেষ সময়
ঢাকা অবস্থানরত মুসলিম ধর্মানুসারী রোজাদার ব্যক্তিরা, যারা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছেন আপনাদের সুবিধার্থে জানানো যাচ্ছে যে, আজকের সেহরির শেষ সময় ভোর মিনিটে। আপনারা নির্ধারিত শেষ সময়ের পূর্বেই পবিত্র মাহে রমজানের সেহরি গ্রহণ করবেন। সিয়াম পালনের জন্য সেহরি গ্রহণ করুন।সেহেরী গ্রহণ কর একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সিয়াম পালনের পূর্ব শর্ত। সুতরাং আপনাকে যথাসময়ের সেহরি গ্রহণ করতেই হবে। অনেকেই সেহেরী গ্রহণ না করেই পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে চান সে ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে যে, এক গ্লাস পানি খেয়ে হলেও সিয়াম পালনের জন্য সেহরি খেতে হবে।
ঢাকায় আজকের ইফতারের সময়
শত ব্যস্ততার মধ্য দিয়ে আমরা যারা ঢাকায় বসবাস করছি। পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছি, আমাদের যথাসময়েই ইফতার গ্রহণ করার প্রয়োজন রয়েছে। এ সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে, তোমরা যথাসময়েই ইফতার গ্রহণ কর। এতে আল্লাহ তায়ালার বিশেষ রহমত রয়েছে। পাশাপাশি আরও বলা রয়েছে যে, রোজাদার ব্যক্তিরা যত তাড়াতাড়ি সম্ভব ইফতারি গ্রহণ কর এবং মাগরিবের ফরজ সালাত আদায়ের কথা বলা হয়েছে। অতএব আমাদের যথাসময়ে ইফতার গ্রহণ করতে হবে এবং ফরজ সালাত আদায় করে নিতে হবে। এর সাথে সাথে পরবর্তী দিনের রমজানের রোজা রাখার জন্য তারাবির সালাত ও এশার সালাত আদায় করে নিতে হবে।
আসুন পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাদের পরিবার পরিজনদেরকে অবহিত করি। তাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালনের জন্য আকৃষ্ট করি। পাশাপাশি আপনার যে সকল বন্ধু-বান্ধব পবিত্র মাহে রমজানের এত এত ফজিলত থেকে নিজেদেরকে বঞ্চিত করছে। সে সকল বন্ধু-বান্ধবদেরকে পবিত্র মাহে রমজানের মাহাত্তর কথা জানিয়ে তাদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসি। আল্লাহ তায়ালা যেন তাদেরকে হেফাজত দান করে, হেদায়েত দান করেন। আমরা যারা পবিত্র মাহে রমজানেরা সিয়াম গুলো পালন করছি মহান রাব্বুল আলামিন আমাদের এই সিয়াম গুলো কবুল করে নিন। এ রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দিদের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহতালা যেন আমাদের সকলের ইবাদত গুলোকে কবুল করে নেন। আমিন।