কক্সবাজার সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫ ( আজকের সেহরি ও ইফতার সময় )

কক্সবাজার সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫। আজকের সেহরি ও ইফতার সময়: সারা বিশ্বে পবিত্র রমজান পালিত হচ্ছে। পবিত্র রমজান মাসে মুসলিম ধর্মানুসারীরা সিয়াম পালনের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছ থেকে বিশেষ অফার গ্রহণ করে থাকে। মহান রব্বুল আলামীন পবিত্র মাহে রমজান মাসকে বান্দাদের জন্য একটি বিশেষ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। যাতে করে তার বান্দারা এই মাসে ইবাদত করে তার জীবনের পূর্ববর্তী গুনাহ গুলো ক্ষমা করে নিতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, “রোজা ও কোরআন তেলাওয়াত, কেয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবেন। রোজা বলবে, হে আল্লাহ! আমি তাকে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি পাশাপাশি তাকে হালাল স্ত্রী ভোগ থেকে বিরত রেখেছি।আমি তার ব্যাপারে সুপারিশ করছি আমার সুপারিশ কবুল না হওয়া পর্যন্ত আমি তার ব্যাপারে সুপারিশ করতেই থাকবো। কোরআন বলবে, হে আল্লাহ! আমি তাকে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং ওই রোজাদার ব্যক্তির ব্যাপারে আমি সুপারিশ করছি। আপনি দয়া করে আমার সুপারিশ কবুল করুন। এরপর রোজা ও কুরআনের সুপারিশ গুলোকে আল্লাহ তায়ালা কবুল করে নিবেন এবং ঐ রোজাদার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন।
সম্মানিত কক্সবাজারবাসী, আপনারা মহিমান্বিত রমজান মাসে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মাসটি অতিবাহিত করছেন। এই সময়েই আপনাদের বিশেষ প্রয়োজন রয়েছে সেহরি ও ইফতারের সময়সূচি। সেই আলোকেই আজকে আমরা আমাদের প্রতিবেদনে কক্সবাজার জেলার সেহরি ও ইফতারের সময়সূচি একটি টেবিল আকারে প্রস্তুত করেছি। যেটা অনুসরণ করে আপনি আপনার পবিত্র সিয়াম গুলো পালন করতে পারবেন। প্রয়োজনে এই সময়সূচী সংরক্ষণ করতে পারেন।
2025 সালের রমজানের ক্যালেন্ডার
আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী ১৪৪৬ সালের নবম তম মাসে আমরা উপস্থিত হয়েছি। বর্ষপঞ্জিকা অনুযায়ী শাবান মাসের পরবর্তী মাস হল রমজান মাস।রমজান মাস উপলক্ষে সারাদেশের মুসলমানগণ সময়সূচি অনুযায়ী পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করে থাকেন। এখন যেহেতু আমাদের মাঝে পবিত্র রমজান মাস হয়েছে সেজন্য অনেকেই অনলাইনে এসে পবিত্র মাহে রমজানের শুরু ক্যালেন্ডার খুঁজতে থাকেন। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে আপনাদের জন্য একটি সুন্দর রমজানের ক্যালেন্ডার প্রস্তুত করেছি। আমরা সেটি এখন উপস্থাপন করছি। এই ক্যালেন্ডারটিতে রোজা রাখার নিয়ত ও ইফতারের নিয়ত উল্লেখ করা হয়েছে। এই ক্যালেন্ডারটি ঢাকা জেলার সময়সূচী অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই সময়সূচী থেকে আপনাদের স্থানীয় সময়ের সাথে সর্বোচ্চ নয় মিনিট পরিবর্তন করে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে পারবেন।
কক্সবাজার রমজানের ক্যালেন্ডার ২০২৫
আমরা আমাদের প্রতিবেদনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ একটি ক্যালেন্ডার প্রস্তুত করেছি। যা টেবিল আকারে এই সময়সূচীটি ঢাকা জেলার ক্যালেন্ডার সময়সূচির আদলে কক্সবাজার এর ভৌগোলিক সীমারেখা নির্ণয় করে এই ক্যালেন্ডারটি প্রস্তুত করা হয়েছে। পবিত্র মাহে রমজানের ইবাদত হলো পালন করা প্রাপ্তবয়স্ক সকল নর- নারীদের উপরে ফরজ করা হয়েছে। তাই আপনারা রমজান মাসের সিয়াম গুলো যথা সময় অনুযায়ী পালন করবেন। হাদিসে বর্ণিত রয়েছে, “যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে”–সহিহ বুখারী (৩৮)।
কক্সবাজার সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫
মহানবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, “আল্লাহর কসম! মুসলমানদের জন্য রমজানের চেয়ে আর কোন উত্তম মাস আসেনি এবং মুনাফিকদের রমজান মাসের চেয়ে আর অধিক ক্ষতির কোন মাস আসেনি। আর মুনাফিকরা এ মাসেই মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনদের জন্য গুণান্বিত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ”। তাই আমরা পবিত্র এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগির মধ্যে দিয়ে মহান রব্বুল আলামীনকে সন্তুষ্ট করব। আমাদের প্রতিবেদনের এই অংশে কক্সবাজার জেলার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করছি।
কক্সবাজার সেহরি -ইফতারের সময়সূচী ও ক্যালেন্ডার ২০২৫
( কক্সবাজার সদর,চকরিয়া,কুতুবদিয়া,উখিয়া,মহেশখালী,পেকুয়া,রামু,টেকনাফ,ঈদগা )
রোজা |
সেহরির শেষ সময় | ইফতারের সময় |
তারিখ |
01 |
04:55 AM | 05:57 PM | 02-03-2025 |
02 | 04:54 AM | 05:58 PM |
03-03-2025 |
03 |
04:53 AM | 05:59 PM | 04-03-2025 |
04 | 04:52 AM | 06:00 PM |
05-03-2025 |
05 |
04:51 AM | 06:01 PM | 06-03-2025 |
06 | 04:50 AM | 06:02 PM |
07-03-2025 |
07 |
04:49 AM | 06:03 PM | 08-03-2025 |
08 | 04:48 AM | 06:04 PM |
09-03-2025 |
09 |
04:47 AM | 06:05 PM | 10-03-2025 |
10 | 04:46 AM | 06:06 PM |
11-03-2025 |
11 |
04:45 AM | 06:07 PM | 12-03-2025 |
12 | 04:44 AM | 06:08 PM |
13-03-2025 |
13 |
04:43 AM | 06:09 PM | 14-03-2025 |
14 | 04:42 AM | 06:10 PM |
15-03-2025 |
15 |
04:44 AM | 06:11 PM | 16-03-2025 |
16 | 04:41 AM | 06:12 PM |
17-03-2025 |
17 |
04:40 AM | 06:13 PM | 18-03-2025 |
18 | 04:39 AM | 06:14 PM |
19-03-2025 |
19 |
04:38 AM | 06:15 PM | 20-03-2025 |
20 | 04:37 AM | 06:16 PM |
21-03-2025 |
21 |
04:36 AM | 06:17 PM | 22-03-2025 |
22 | 04:35 AM | 06:18 PM |
23-03-2025 |
23 |
04:34 AM | 06:19 PM | 24-03-2025 |
24 | 04:33 AM | 06:20 PM |
25-03-2025 |
25 |
04:32 AM | 06:21 PM | 26-03-2025 |
26 | 04:31 AM | 06:22 PM |
27-03-2025 |
27 |
04:30 AM | 06:23 PM | 28-03-2025 |
28 | 04:29 AM | 06:24 PM |
29-03-2025 |
29 |
04:28 AM | 06:25 PM | 30-03-2025 |
30 | 04:27 AM | 06:26 PM |
31-03-2025 |
আজকের সেহরির শেষ সময়
মহানবী হযরত মুহাম্মদ সাঃ এরশাদ করেছেন, “তোমরা সেহরি খাও এতে বরকত রয়েছে, এটা কখনো ত্যাগ করিও না। যদিও সেটা এক ডোক পানি খেয়ে হলেও ,কেননা আল্লাহ তাআলা সেহেরী গ্রহণকারীদের উপর রহম করে এবং তার ফেরেশতাগণ ঐ বান্দাদের জন্য মাগফেরাতের দোয়া করতে থাকেন”।সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে, মুমিনদের জন্য সেহরি গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আমাদের যথাসময়ে সেহরি গ্রহণ করতে হবে। সেহেরী গ্রহণের উত্তম সময় হলো সুবহে সাদিকের পূর্বে অর্থাৎ ফজর হওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে। আপনারা সতর্কতার জন্য আমাদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী পবিত্র মাহে রমজানের সেহরি গ্রহণ করবেন। আজকে সেহরির শেষ সময় ভোর ০৪ঃ৫৫ মিনিটে।
আজকের ইফতারের সময়
সঠিক সময়ে ইফতার গ্রহণ করা প্রত্যেকটি মুসলমান রোজাদার ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “আমার সবচেয়ে প্রিয় বান্দা হলো সেই ব্যক্তি যে সঠিক সময়ে ইফতার করবেন”।– ( তিরমিজি ১ম খন্ড )। অতএব আমাদের যথা সময়ে পবিত্র রমজানের ইফতার গ্রহণ করতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ “যখন রাত্রি ঘনিয়ে আসবে এবং দিন চলে যাবে, সূর্য ডুবে যাবে এরকম সময়ে রোজাদাররা ইফতার করবে”। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়ে থাকে। আপনারা সময়সূচী অনুযায়ী ইফতার গ্রহণ করতে পারেন। আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৫ঃ৫৭ মিনিটে।
আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালনের মাধ্যমে মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আল্লাহ তা’আলা যেন আমাদের এই রমজান মাসকে উছিলা করে আমাদের জীবনের পূর্ববর্তী গুনাহ গুলো ক্ষমা করে দেন। এ সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে, “তোমাদের মধ্যে যারা পবিত্র রমজান মাস পাবে, তারা রোজাগুলো পালন করবে। এ রোজার মাধ্যমে রোজাদার ব্যক্তিদেরকে তাদের জীবনের পুর্ববর্তী গুনাহ গুলোকে মাফ করে দেওয়া হবে এবং রমজান মাসের শেষ রমজানের ইফতারের পর ঐ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামীন সদ্যজাত শিশুদের মত নিষ্পাপ করে দেবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত গুলোকে কবুল করে নিন। আমীন।