Ramadan Schedule

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রমজান ক্যালেন্ডার,সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক অনেক বেশি। এই মাসেই বিশ্বের সকল মুসলিম দেশ গুলোতে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে এই মাসটি পালন করা হয়। বাংলাদেশের প্রায় ৯০% মানুষ ইসলাম ধর্ম অনুসারী। বাংলাদেশে পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করা হয় অত্যন্ত উৎসাহের মধ্য দিয়ে। রমজান সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে, “হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের গুনাগুলো মাফ করে দেওয়া হবে”। অতএব আমাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো সঠিকভাবে পালন করতে হবে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এ বছরেও পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যালেন্ডার ও সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। আমরা আজকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের রমজানের ক্যালেন্ডার  সেহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ কর। আপনারা প্রতিবেদনটি মনোযোগ সহকারে পাঠ করুন। এখান থেকে আপনারা এ বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সঠিকভাবে পবিত্র মাহে রমজানের ইবাদত গুলো করলে আমরা জান্নাতের একটি দরজা রয়েছে রাইহান দরজা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। এ সম্পর্কে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন “জান্নাতের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে পাশাপাশি এই দরজা দিয়ে অন্যরাও প্রবেশ করতে চাইবে কিন্তু রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।—- –বুখারী ও মুসলিম শরীফ

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রমজানের ক্যালেন্ডার

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে সময়সূচী প্রদান করেছেন পবিত্র মাহে রমজান মাসের জন্য। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে এই সূচিটি ক্যালেন্ডার আকারে প্রকাশ করছি। পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করার জন্য আমাদের এই ক্যালেন্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি সৌদি আরবে ২০২৫ সালের রমজানের সময়সূচী ও ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এই সূত্র ধরে বাংলাদেশের পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তাদের একটি যৌথ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রমজানের সময়সূচি প্রকাশ করে থাকে। পবিত্র মাহে রমজান যেহেতু আমাদের মুসলিম উম্মাহর জন্য একটি অতিভব গুরুত্বপূর্ণ মাস। সেহেতু সারা দেশের মানুষ যাতে সঠিকভাবে রমজানের সিয়ামগুলো পালন করতে পারে। সে বিষয়ে সতর্ক থাকতে ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশ প্রদান করা হয়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন শুধুমাত্র রমজানের সময়সূচী প্রদান করেন না পাশাপাশি তারা রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়ে থাকে। শাবান মাসের ২৯ তারিখ এবং ৩০ তারিখের চাঁদ দেখা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৈঠকে চাঁদ দেখার উপরে নির্ভর করে পবিত্র মাহে রমজান শুরুর ঘোষণা প্রদান করা হয়। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর এর জন্য রমজান মাসের ২৯ তারিখ ও ৩০ তারিখ চাঁদ দেখা কমিটির বিশেষ আয়োজন করা হয়। চাঁদ দেখার উপর ভিত্তি করে আনুষ্ঠানিক ভাবে পবিত্র ঈদুল ফিতরের সময়সূচী ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সেহরি ও ইফতারের সময়সূচি

পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি ইবাদত। এ মাসকে রহমত, বরকত ও মাগফেরাত দিয়ে ভরপুর করে দিয়েছেন মহান রব্বুল আলামীন। এ মাসে একটি মহিমান্বিত রাত রয়েছেসেটা্ হচ্ছে শবে কদরের রাত। শবে কদরের রাত রমজানের শেষ দশকে বিজোড় রাত্রি গুলোতে তালাশ করতে বলেছেন মহান রাব্বুল আলামিন। আমরা অনেকেই শুধুমাত্র ২৭ রমজানের শবে কদর তালাশ করে থাকি কিন্তু না সেটি নয় শবে কদর পেতে হলে আপনাকে অবশ্যই রমজানের নাজাতের সিয়াম গুলোর মধ্যে বিজোড় রাত্রি গুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে, তসবি- তাহলীল এর মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে এবং সালাতুত তাসফি আদায়ের মাধ্যমে মহিমান্বিত এই রাতকে তালাস করতে হবে। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ইসলামিক ফাউন্ডেশন ও সেহরি ও তারা ইফতারের সময়সূচি উল্লেখ করছি।

আজকের সেহরির শেষ সময়

পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে। গত ৩১ শে মার্চ বাংলাদেশের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আয়োজন করে করেছিল কিন্তু  ঐদিন বাংলাদেশের আকাশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে পরবর্তীতে ০১ মার্চে চাঁদ দেখার আয়োজন করা হয়েছিল এবং ঐদিন বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সেই সূত্র ধরে০২মার্চ থেকে পবিত্র মাহে রমজান প্রথম দিনশুরু হয়েছে। এ রাত থেকে সারা বাংলাদেশের মুসলমান ধর্মপ্রাণ অনুসারীরা তারাবির নামাজ আদায় করবে এবং রাত্রে শেষ অংশে সুবহে সাদিকের পূর্বে সেহরি গ্রহণ করবে। আজ দুই মাস সেহরির শেষ সময় ভোর ০৪ঃ৫৯ মিনিটে আপনারা যথাসময়ে সেহরি গ্রহণ করবেন। কারন এর সম্পর্কে হাদিসের বিশদ ব্যাখ্যা রয়েছে। পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করতে হলে আপনাকে অবশ্যই সেহেরী গ্রহণ করতে হবে এটা বাধ্যতামূলক। এমনভাবে হাদিসে উল্লেখ রয়েছে যে, এক ঢোক পানি খেয়ে হলেও সেহেরী গ্রহণ করেন কেননা এটা পরবর্তী দিনের জন্য শক্তির সঞ্চার করবে।

 আজকের ইফতারের সময়

পবিত্র মাহে রমজানের প্রথম দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রথম দিনের ইফতারের সময় সন্ধ্যা ০৬ঃ০৫ মিনিটে। পবিত্র মাহে রমজান একটি বরকতম মাস। এ মাসের প্রথম ১০ দিন বরকতের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী ১০ দিন হবে মাগফেরাতের ১০ দিন এবং শেষ ১০ দিন হবে নাজাতের ১০ দিন। বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থান অনুযায়ী এই সময়সূচির সাথে সতর্কতার জন্য ০১থেকে ০২ মিনিট যোগ করে নিতে পারেন, সর্বোচ্চ তিন মিনিট। আপনারা এই সময়ের মধ্যেই ইফতার গ্রহণ করবেন। ইফতারের বিষয়ে বলা হয়েছে যে, “তোমরা দ্রুত ইফতার গ্রহণ করো এবং মাগরিবের ফরজ সালাত আদায় করো।

আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান রাব্বুল আলামিনকে খুশি ও রাজি করাতে হবে। আমাদের ইবাদত বন্দেগী যদি মহান রাব্বুল আলামিন কবুল করে নেন তাহলে আমরা জান্নাতের সেই রায়হান দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। রমজান মাসে শয়তানদেরকে বেধে রাখা হয় যাতে করে সিয়াম সাধনাকারীরা সঠিকভাবে সিয়াম পালন করতে পারে।আর আমাদের দেশে বর্তমান সময়ে ভিন্ন রূপ দেখা যায়। বাংলাদেশের শয়তান গুলো এই পবিত্র মাহে রমজান মাসে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী করে দেয়। তাদের লভ্যাংশের ভাগ টুকু বাড়িয়ে দেয়। যেটা আমরা কোনভাবেই কামনা করি না। আমাদের উচিত এই সময়ে সকল ধনী, গরিব, দরিদ্ররা ভালো ভালো খাবার খেয়ে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে পারে। সেজন্য সমাজের উচ্চ স্তরের মানুষদের প্রতি আমাদের আহ্বান আপনারা আপনার আশেপাশের প্রতিবেশীদের খোঁজখবর নিন। তারা কিভাবে সিয়াম গুলো পালন করছে সেদিকে নজর দিন। বেশি বেশি দান করুন। কারণ এই মাসেই ০১ টাকা দান করলে অন্যান্য মাসের ৭০টাকা দানের সাওয়াব পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *