Ramadan Schedule

আরবি রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫ ( সেহরি ও ইফতারের সময়সূচি )

আরবি রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫: সেহরি ও ইফতারের সময়সূচি: বাংলা ও ইংরেজিতে যে রকম ১২ মাসে একটি বছর পালিত হয়। ঠিক তেমনি আরবি বা হিজরী বৎসরে ১২ টি মাস রয়েছে।মাস গুলো হলো মহরম, সফর,রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকত জিলকত, ও জিলহজ্জ্ব মাস।হিজরি বর্ষ পঞ্জিকা সম্পূর্ণরূপে নির্ভর করে চন্দ্রের উপর নির্ভর করে। হিজরি মাসগুলো ২৯ থেকে ৩০ দিনের মধ্যে সমাপ্ত হয়ে থাকে। সেক্ষেত্রে হিজরী বর্ষ ৩৫৪ থেকে ৩৫৫ দিনের মধ্যে সমাপ্তি হয়ে থাকে। অন্যদিকে ইংরেজি বর্ষপঞ্জিকা ৩৬৫ দিনের মধ্যে সমাপ্তি হয়ে থাকে। ইংরেজি বর্ষপঞ্জিকা সূর্যের উপর নির্ভরশীল হয়ে থাকে।বর্তমানে আমাদের মধ্য থেকে শাবান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এবং পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান মাস নবম তম মাস। এ মাসের গুরুত্ব ও ফজিলত মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র মাহে রমজান মাস অন্যান্য মাসে থেকে হাজার গুন উত্তম।

পবিত্র মাহে রমজান মাস একটি ইবাদত পূর্ণ, বরকতময় মাস। মুসলিম ধর্ম অনুসারীরা পবিত্র মাহে রমজান মাসে আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কারন এ মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মুসলিম ধর্ম অনুসারীরা পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনা করে এবং বেশি বেশি ইবাদত বন্দেগি করে থাকে। পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য একটি বাৎসরিক অফারের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত ও সিয়াম পালনের জন্য একটি সময়সূচী অত্যন্ত প্রয়োজন। তাই আজকে আমরা আমাদের প্রতিবেদনে আসন্ন পবিত্র মাহে রমজানের পূর্ণাঙ্গ সময়সূচী ক্যালেন্ডার আকারে প্রকাশ করছি। এই সময়সূচিটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। আমরা এই সময়সূচী থেকে সুন্দরভাবে টেবিল আকারে তৈরি করে নিয়েছি। আশা করছি এই সূচিটি আপনারা সম্পূর্ণ রূপে বুঝতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে।

রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে শাবান মাসের ২৯ এবং ৩০ তারিখে চাঁদ দেখার কার্যক্রম।পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে চাঁদ দেখার বিশেষ কমিটি গঠন করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে  চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাদের কার্যক্রমের বড় একটি অংশ হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিমদের জন্য ৩০ দিনের সেহরি গ্রহণ করা এবং ইফতার গ্রহণের একটি পূর্ণাঙ্গ সময়সূচী প্রদান করা। ইতিমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় শাখায় একটি বিশেষ আলোচনা সভার মাধ্যমে এবার রমজানের মাসের পূর্ণাঙ্গ সময়সূচী (সম্ভাব্য) প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুরত্ব অনুযায়ী এই সময়সূচির সাথে সর্বোচ্চ ০৯ মিনিট যোগ করে নিতে বলা হয়েছে সতর্কতার জন্য। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন শুধুমাত্র ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছেন।ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ৬৪ জেলার জেলা শাখায়  ঢাকা জেলার সময়সূচী অনুসরণ করে নিজ নিজ জেলার সময়সূচী প্রকাশের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই ইসলামিক ফাউন্ডেশনের  সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করা হয়েছে। আমরা রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি এখন উল্লেখ করছি।

রোজা/রমজান

তারিখ বার সেহরী শেষ সময় ইফতারের সময়
১ মার্চ শনিবার ০৫ঃ০১

০৬ঃ০৫

রবিবার ০৫ঃ০০ ০৬ঃ০৫
সোমবার ০৫ঃ০০

০৬ঃ০৬

মঙ্গলবার ০৪ঃ৫৯ ০৬ঃ০৬
বুধবার ০৪ঃ৫৮

০৬ঃ০৬

বৃহঃবার ০৪ঃ৫৭ ০৬ঃ০৭
শুক্রবার ০৪ঃ৫৬

০৬ঃ০৭

শনিবার ০৪ঃ৫৫ ০৬ঃ০৮
রবিবার ০৪ঃ৫৪

০৬ঃ০৮

১০

১০ সোমবার ০৪ঃ৫৩ ০৬ঃ০৯
১১ ১১ মার্চ মঙ্গলবার ০৪ঃ৫২

০৬ঃ০৯

১২

১২ বুধবার ০৪ঃ৫১ ০৬ঃ১০

১৩

১৩ বৃহঃবার ০৪ঃ৫০

০৬ঃ১০

১৪ ১৪ শুক্রবার ০৪ঃ৪৯

০৬ঃ১১

১৫

১৫ শনিবার ০৪ঃ৪৮ ০৬ঃ১১
১৬ ১৬ রবিবার ০৪ঃ৪৭

০৬ঃ১২

১৭

১৭ সোমবার ০৪ঃ৪৬ ০৬ঃ১২
১৮ ১৮ মঙ্গলবার ০৪ঃ৪৫

০৬ঃ১২

১৯

১৯ বুধবার ০৪ঃ৪৪ ০৬ঃ১৩
২০ ২০ বৃহঃবার ০৪ঃ৪৩

০৬ঃ১৩

২১

২১ মার্চ শুক্রবার ০৪ঃ৪২ ০৬ঃ১৩
২২ ২২ শনিবার ০৪ঃ৪১

০৬ঃ১৪

২৩

২৩ রবিবার ০৪ঃ৪০ ০৬ঃ১৪
২৪ ২৪ সোমবার ০৪ঃ৩৯

০৬ঃ১৪

২৫

২৫ মঙ্গলবার ০৪ঃ৩৮ ০৬ঃ১৫
২৬ ২৬ বুধবার ০৪ঃ৩৬

০৬ঃ১৫

২৭

২৭ বৃহঃবার ০৪ঃ৩৫ ০৬ঃ১৬
২৮ ২৮ শুক্রবার ০৪ঃ৩৪

০৬ঃ১৬

২৯

২৯ শনিবার ০৪ঃ৩৩ ০৬ঃ১৭
৩০ ৩০ রবিবার ০৪ঃ৩১

০৬ঃ১৭

আরবি রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫

পবিত্র মাহে রমজানের ইবাদত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। মানুষের যেমন অধিক ধন সম্পদ থাকলে যাকাতের প্রয়োজন রয়েছে ঠিক তেমনি আমরা যে শারীরিক সুস্থ সবল অবস্থায় বসবাস করছি। আমাদের শরীরের একটি যাকাত প্রদান করার প্রয়োজন রয়েছে। পবিত্র মাহে রমজানের রোজা রাখা হচ্ছে শরীরের জন্য একটি যাকাত স্বরূপ।পবিত্র মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে এ সম্পর্কে  কোরআন শরীফে বর্ণিত রয়েছে মহান রাব্বুল আলামীন বলেছেনঃ হে ঈমানদারগণ, “তোমরা রমজান মাসে সিয়াম পালন করবে আমি তোমাদেরকে তার উত্তম প্রতিদান দেব”। মহান রব্বুল আলামীন যদি তার নিজ হাতে রোজাদার ব্যক্তিকে পুরস্কৃত করে সে পুরস্কার অবশ্যই জান্নাতের উত্তম স্থান হবে। এছাড়া একটি হাদিসের বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাঃ বলেছেন “পবিত্র রমজান মাসে যারা সিয়াম পালন করবে তারা বেহেস্তের একটি বিশেষ দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করবে। সিয়াম পালনকারীরা ছাড়া ঐ দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না”। রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশের পরে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে পবিত্র মাহে রমজান মাসের ক্যালেন্ডার আপনাদের সামনে উপস্থাপন করছি।

আজকের সেহরির শেষ সময়

আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করার জন্য সেহেরি গ্রহণ করে থাকি। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদেরকে যথাসময়ে সেহেরী গ্রহণ করতে হবে অন্যথায় আমরা সিয়াম পালন থেকে ব্যর্থ হয়ে যাব। পবিত্র রমজান মাসের আজকের সেহরির শেষ সময় ভোর ০৫ঃ ০১ মিনিটে। তবে দেশের বিভিন্ন জায়গায় সেখানকার সময়সূচী অনুযায়ী এই সময় সুচির সাথে কয়েক মিনিট বিয়োগ করে সে সময় নির্ধারণ করে নিবেন ।অনেকেই পবিত্র রমজান মাসে সেহেরি গ্রহণ করতে চায় না। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, “তোমরা যারা সিয়াম পালন করবে তারা অবশ্যই সেহেরী গ্রহণ করবে”। এক ঢোক পানি খেয়ে হলেও সেহরি গ্রহণ করবে। কারণ এটা তোমাদের পরবর্তী দিনের জন্য শক্তির সঞ্চারক হবে”। সুতরাং আমরা সময়ে মত সেহেরী গ্রহণ করব এবং রমজানের সিয়াম গুলো পালন করব।

আজকের ইফতারের সময়

জীবিকার তাগিদে আমাদেরকে সারাদিন বিভিন্ন কর্মের সাথে যুক্ত থাকতে হয়। পাশাপাশি এই রমজান মাসে আমাদের দিনের বেলাতে সিয়াম সাধনা করতে হয় এবং রাত্রিবেলাতে তারাবির নামাজ সহ তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে হয়। শত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করে আসছি। আল্লাহ যেন আমাদের পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো কবুল করে নেন। আজকের ইফতারের সময় সন্ধ্যা০৬ঃ০৫ মিনিটে তবে দেশের বিভিন্ন স্থানে ঢাকার সময় থেকে কয়েক মিনিট যোগ করে নিয়ে ইফতার গ্রহণ করতে হবে। এটা হল সতর্কতামূলক। কারণ সারাদিন নিজেকে পানাহার থেকে বিরত রেখে কষ্ট করে সিয়াম পালন করে ভৌগোলিক সীমারেখার কারণে আমাদের সিয়াম গুলো নষ্ট হয়ে যাক আমরা সেটা কেউই চাইবো না। সুতরাং সময় অনুযায়ী ইফতার গ্রহণ করে মাগরিবের ফরজ সালাত আদায় করে নিবেন।

আমরা সারা বছর দিনে ও রাতে খাবার গ্রহণ করে থাকি। শুধু মাত্র এই একটি মাস আমরা দিনের বেলাতে খাবার থেকে গ্রহণ করা থেকে বিরত থাকি। এতে করে অনেকেরই শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে একটু কষ্ট করে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করবেন। কোন অবস্থাতেই সিয়াম পালন করা থেকে নিজেকে বিরত করবেন না মনে রাখবেন বারো মাসের মধ্যে শুধু এই একটি মাসেই পবিত্র মাহে রমজান মাস। সামনে রমজান মাস আপনার জীবনে নাও আসতে পারে। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই বর্তমান রমজান মাসের সিয়াম গুলো অবশ্যই অবশ্যই পালনীয় এ সম্পর্কে বর্ণনা আছে যে, তোমরা যারা রমজান পাবে তারা অবশ্যই পবিত্র রমজান মাসের রোজা গুলো পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *