Song lyrics

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত গজল লিরিক্স। ২০২৫ সালের শবে বরাত, রমজান কবে? 

ইবাদত বন্দেগীর প্রতি বান্দাদের আকৃষ্ট করার জন্য মহান রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু কিছু সময় বা বিশেষ বিশেষ কিছু দিন আলাদা ভাবে দিয়েছেন। এই ধরনের ইবাদত এর আলাদা আলাদা ফজিলত করে দিয়েছেন। এ বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মহত্ব রয়েছে। তার মধ্যে রয়েছে শবে কদর, শবে বরাত, আশুরার দিন। এই দিনগুলোতে আলাদা ফজিলত রয়েছে। আমরা মুসলিম জাতি হিসেবে সারা বছর আমাদেরকে ইবাদত বন্দেগি করতে হবে। তবে এই বিশেষ বিশেষদিন গুলোতে বেশি বেশি ইবাদত করতে হবে।

প্রিয় পাঠক যারা অনলাইনে এসে ২০২৫ সালের হিজরি বছরের পবিত্র শবে বরাত, পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর কবে সে সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন তো আপনাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানানো হচ্ছে। এ সম্পর্কে জানতে আপনি সঠিক জায়গায় এসে গেছেন। আমরা আমাদের প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।

শবে বরাত কত তারিখে ২০২৫

গত ৩০ জানুয়ারি ২০২৫ ইং তারিখে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সভাকক্ষে চাঁদ দেখা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে সিদ্ধান্ত গ্রহণ করেন ধর্ম উপদেষ্টা, তিনি জানান বাংলাদেশের আকাশে আজ ৩০ জানুয়ারি কোথাও চাঁদ দেখা যায় নাই। তাই ৩১ শে জানুয়ারি রজব মাস পূর্ণ হবে এবং এবং সাবান মাস এর চাঁদ বাংলাদেশের লক্ষ্য করা যাবে। এরই ধারাবাহিকতায় শাবান মাসের ১৪ থেকে ১৫ তারিখের মধ্যবর্তী সময়ে যেহেতু শবে বরাত হয়ে থাকে অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতে শবে বরাত পালিত হয়ে থাকে। তাই ০১ফেব্রুয়ারি থেকে শাবান মাস শুরু হতে যাচ্ছে। তাহলে আগামী ১৪ই ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

পবিত্র মাহে রমজান কত তারিখ ২০২৫

পবিত্র মাহে রমজানের প্রথম রোজা চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। আগামী ১৪ ই ফেব্রুয়ারি যদি শবে বরাত অনুষ্ঠিত হয়েছে তাহলে শাবান মাস যদি পূর্ণ ৩০ দিন হয়ে থাকে। তাহলে আগামী  ০২ মার্চ সাবান মাস শেষ হয়ে যাবে এবং বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা দিবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ০৩ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে বলে সম্ভাব্য ধারণা করা হচ্ছে। সুতরাং এখান থেকে মোটামুটি নিশ্চিত হওয়া আগামী ০৩ মার্চ রোজা ২০২৫ ইং তারিখ থেকে পবিত্র মাহে রমজান পালিত হবে।

পবিত্র  সবে কদর কত তারিখ ২০২৫

রমজান মাসের পবিত্র সবে কদর এর নির্দিষ্ট কোন দিন ঘোষণা করা হয় নাই। তবে আমাদের দেশে ২৬ শে রমজানের দিবাগত রাত্রিতে শবে কদরের ইবাদত বন্দেগি করা হয়। তবে হাদিসে বর্ণিত রয়েছে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলোতে ময়মান্বিত সেই রজনী শবে কদর হবে। যেহেতু আগামী ০৩ মার্চ ২০২৫ ইং তারিখ থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। সে হিসেবে হিসেব করলে ২৯ শে মার্চ ২০২৫ ইং তারিখে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

পবিত্র ঈদুল ফিতর কত তারিখ ২০২৫

সাধারণত আরবি রমজান মাসের সমাপ্তি হলে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়ে থাকে। পবিত্র ঈদুল ফিতর সম্পূর্ণরূপে চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। যদি ০৩ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে থাকে তাহলে এবং রমজান মাস যদি পুরো ৩০ দিন হয়ে থাকে তাহলে আগামী ০৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর বাংলাদেশ পালিত হবে।সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত গজল লিরিক্স

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

মুমিন হৃদে বহে খুশির জোয়ার

মুমিন হৃদে বহে খুশির জোয়ার

হবে পূণ্য রাতের মোলাকাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

মসজিদে মসজিদে খুশির এলান

গুনগুন-গুনগুন ঘরে তাসবীহ-কোরান

মসজিদে মসজিদে খুশির এলান

গুনগুন-গুনগুন ঘরে তাসবীহ-কোরান

পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া

পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া

উপচে পড়ে প্রাণে খুশির ধারা

হবে রবের তরে ইবাদত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

মুমিন হৃদে বহে খুশির জোয়ার

মুমিন হৃদে বহে খুশির জোয়ার

হবে পূণ্য রাতের মোলাকাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

রাত জেগে বন্দেগী, জান্নাতি সাজ

প্রাণে প্রাণে চলে তাওহীদি রাজ

রাত জেগে বন্দেগী, জান্নাতি সাজ

প্রাণে প্রাণে চলে তাওহীদি রাজ

পয়গাম এলো মুমিন পূণ্য মাহের

পয়গাম এলো মুমিন পূণ্য মাহের

দিলকে বানাও রবের ইবাদাতের

যদি চাও, পেতে চাও নাজাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

মুমিন হৃদে বহে খুশির জোয়ার

মুমিন হৃদে বহে খুশির জোয়ার

হবে পূণ্য রাতের মোলাকাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত

আসুন পবিত্র মাহে রমজান মাসে বেশি  বেশি দান করি। এই মাসেই এক টাকা দান করলে অন্যান্য মাসের ৭০ টাকা  দানের সাওয়াবপাওয়া যায়। পাশাপাশি এই মাসে যে মহিমান্বিত রাতগুলো রয়েছে সে রাতগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করি। শবে বরাতের রাত্রিতে নফল নামাজ আদায় করি, কুরআন তেলাওয়াত করি । আমাদের সকলের ইবাদত গুলো মহান রাব্বুল আলামিন কবুল করে নিন। আমাদের জীবনের পূর্ববর্তী গুনাহ গুলোর মহান রাব্বুল আল আমিন এই রাত্রিকে উসিলা করে কবুল করে নিন। এবং জীবনের বাকি সময়টুকুতে মহান রাব্বুল আলামিন রহমত, বরকত নাযিল করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *