Ramadan Schedule

“একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান” গজল।রমজান নিয়ে কিছু কথা ২০২৫

সম্মানিত পাঠক, আসসালামু আলাইকুম!। আশা করছি সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম বা রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ। তাই আমাদের সকলেরই উচিত রমজানের ৩০ টি রোজা বা সিয়াম পালন করা। পবিত্র মাহে রমজান মাসে আমরা অশ্লীল কাজের সাথে নিজেকে জড়িত করবো না। কোন রকম মূর্খের মতো কাজ করব না। রাসুলুল্লাহ সাঃ বলেছেন, কেউ যদি তার সাথে অর্থাৎ( রোজাদার ব্যক্তির সাথে) ঝগড়া করতে চায় এবং তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সিয়াম পালন করছি।মহান রাব্বুল আলামিন বলেছেন রোজা আমারই জন্য আমি এর উত্তম প্রতিদান উত্তম প্রতিদান আমার নিজ হাতেই দেব। রমজান মাসের ইবাদত গুলোতে মহান রাব্বুল আলামিন ৭০ গুন সওয়াব বাড়িয়ে দিয়ে বান্দাদের আমলনামায় যোগ করে দেন।

 আজকে আমরা আমাদের প্রতিবেদনে রমজানের একটি জনপ্রিয় গজল ‘একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান” এই গজলের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ দিকের বিষয়গুলো আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি পাঠ করুন। আশা করছি এই প্রতিবেদন থেকে আপনারা মূল্যবান কিছু তথ্য পেয়ে যাবেন। রমজানের পবিত্র ইবাদতগুলো আমরা যেন সকলে আমল করতে পারি। নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, সামনের দিনগুলোকে ইসলামের শরিয়া মোতাবেক পালন করতে পারি।

রমজান নিয়ে কিছু ইসলামিক কথা

প্রাপ্ত বয়স্ক সকল মুসলমান  নর- নারীদের উপর সিয়াম পালন করা ফরজ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র কোন ওজর ছাড়া সকলের জন্য পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করা বাধ্যতামূলক।আমাদের সীমিত সময়ের জিন্দেগীর মধ্যে পবিত্র মাহে রমজান হল পবিত্র মাহে রমজান হল অফার স্বরূপ। পৃথিবীর জীবনে যেমন আমরা বিভিন্ন পণ্যের যেমন অফার বা সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি ঠিক তেমনি পবিত্র মাহে রমজান মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জন্য অফার হিসেবে প্রেরণ করেছেন। যাতে করে সীমিত সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের আমলনামায় অনেক সওয়াব হাসিল করতে পারি।সুতরাং আমরা পবিত্র মাহে রমজান মাসের ইবাদত গুলো মনোযোগ সহকারে পালন করব। মাহে রমজান মাসে পবিত্র কুরআন মাজীদ নাযিল করা হয়েছিল। সে কারণেই পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনেক বেশি। এছাড়াও একটি পবিত্র রমজান মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম মক্কা বিজ মক্কা বিজয়ের জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন। এছাড়া বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই রমজান মাসে। সে সময়ে সমস্ত মুসলমান সিয়ামরত অবস্থায় ছিলেন। পবিত্র মাহে রমজান মাসে মুসলমানদের অনেক যুদ্ধ এবং জিহাদ সংঘটিত হয়েছিল এবং কুরবানীর মত ঘটনা ঘটে ছিল। তাই পবিত্র মাহে রমজান মাসে আমাদেরকে দিনের বেলা সিয়াম পালন করতে হবে এবং রাত্রিতে মহান রব্বুল আলামীনের কাছে জিকির, আজগার, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে।

 রমজানের রোজার নিয়ত

রোজা বা সিয়াম সাধনা করতে গেলে পূর্বেই আমাদেরকে রোজার নিয়ত করতে হবে। সিয়াম সাধনার জন্য শাবান মাসের শবে বরাতের পর থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেদিন থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে সেহরি খাওয়ার পূর্বেই আপনাকে রমজানের রোজা রাখার নিয়ত করতে হবে। সেটা আপনি বাংলা থেকে ও নিয়ত করতে পারেন অথবা আরবি ভাষায় ও নিয়ত করতে পারেন।

“নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম”।

 রমজানের ইফতারের দোয়া

 সারাদিন সকল প্রকার পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থেকে পবিত্র মাহে রমজানের রোজা গুলো আমরা সম্পন্ন করছি। সময় এসেছে ইফতার গ্রহণ করার। আমাদের সকলকে ইফতার দ্রুত গ্রহণ করতে হবে এবং মাগরিবের সালাত আদায় করতে হবে। এ সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে, “তোমরা ইফতারির সময় কালক্ষেপণ করিও না দ্রুত ইফতার গ্রহণ করো এবং মাগরিবের ফরজ সালাত আদায় কর”।আমরা অনেকেই ইফতারের দোয়া জানিনা। তাই আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ইফতারের দোয়া উল্লেখ করছিি।

“আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন”।

“একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান” গজল লিরিক্স

পবিত্র মাহে রমজান মাসের ইসলামী সংগীত গুলো আমাদের মনের মধ্যে নাড়া দেয়। এই ইসলামিক গজল আমাদের ঈমানের শক্তি বাড়িয়ে দেয়। পবিত্র মাহে রমজান মাসের ইবাদত গুলোর মধ্যে ইসলামী সংগীত ও গজল শোনাএকটু সওয়াবের কাজ। তাই আমরা আমাদের আজকের প্রতিবেদনে জনপ্রিয় এই ইসলামিক গজলটি আপনাদের সামনে উপস্থাপন করছি।

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

মমিন হৃদয়ে পড়লো সারা

মমিন হৃদয়ে পড়লো সারা

উঠলো জেগে নতুন প্রাণ

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান।।

আল্লাহতায়ালার তরে রোজা

পালন কর ওহে গুনাগার

নিজের হাতে দিবেন তিনি

সিয়াম সাধনার পুরস্কার,

আল্লাহতায়ালার তরে রোজা

পালন করো ওহে গুনাগার

নিজের হাতে দিবেন তিনি

সিয়াম সাধনার পুরস্কার

রমজানের এই রোজা পালন আল্লাহতায়ালার ফরমান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান।।

মমিন হৃদয়ে পড়লো সারা

মমিন হৃদয় পড়লো সারা

উঠলো জেগে নতুন প্রান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান।।

রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়বো জীবন

বিপদ আপদ থাকবে না যে

ঠিকমতো হয় যদি রোজা পালন

রমজানেরই মাসে প্রভু সত্যপথে গড়বো জীবন

বিপদ আপদ থাকবেনা যে

ঠিকমতো হয় যদি রোজা পালন

রমজান সেতো ঢালস্বরূপ

হৃদয় ভরে গাও তার গান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

মমিন হৃদয়ে পড়লো সারা

মমিন হৃদয়ে পড়লো সারা

উঠলো জেগে নতুন প্রান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান।।

পবিত্র মাহে রমজানের মধ্যে বেশ কয়েকটি রাত রয়েছে যেগুলো একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এ রাতে সালাতুত তসবি নামাজ আদায়ের সাথে সাথে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে।। আল্লাহ তায়ালা পবিত্র মাহে রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করি। পরবর্তী মাস গুলো সেই ভাবে চলার জন্য নির্দেশনা প্রদান করেছেন। পবিত্র মাহে রমজানে তাই আমরা শিক্ষা গ্রহণ করব, ইবাদত বন্দেগী করব, নিজেকে মহান রব্বুল আলামীনের কাছে আত্মসমর্পণ করাব। আল্লাহতালা যেন আমাদের ইবাদত বন্দীগুলোকে কবুল করে নেন।। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *