আজকের সেহরি ও ইফতার সময়সূচি ০২ মার্চ ২০২৫

২০২৫ সালের পবিত্র মাহে রমজান শুরু হয়ে শুরু হয়ে গেছে। সৌদি আরবে গতকাল পবিত্র মাহে রমজানের প্রথম রোজা পালিত হয়ে গেছে। বাংলাদেশে আজকে প্রথম রোজা পালিত হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মসজিদের দোয়া ও তারাবির সালাত আদায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পবিত্র মাহে রমজান মাস প্রত্যেকটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইবাদত পূর্ণ মাস। এ মাসে সমগ্র বিশ্বের মুসলমান মুসলমান ধর্ম অনুসারীরা সারাদিন নিজেদেরকে পানাহার থেকে বিরত রেখে পবিত্র সিয়াম পালন করে থাকেন সিয়াম পালন করা প্রত্যেকটি মুসলমান ধর্মানুসরীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করা বাধ্যতামূলক করা হয়েছে।
সম্মানিত ঈমানদার রোজাদার ব্যক্তিগণ, পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানানো হচ্ছে- “রমজানুল মোবারক”। যুগে যুগে লক্ষ লক্ষ নবী ও রসূল দুনিয়াতে এসেছিলেন সে সকল নবী ও রাসূলদের উম্মতের জন্য পবিত্র মাহে রমজানের রোজা পালন করা ফরজ করা হয়েছিল। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত হিসেবেও আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এ সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে “তোমরা যারা পবিত্র মাহে রমজানের মাস পাবে তারা অবশ্যই তা পালন করবে। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর”। এ সম্পর্কে আরো বলা হয়েছে যে, “তোমার সিয়াম পালন করবে এটা আমার জন্য আমি তার উত্তম পুরস্কার দেবো”। আপনারা যারা এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম পালন করছেন আপনাদের এই মুহূর্তে সেহরি ও ইফতারের সময়সূচি বিশেষ প্রয়োজন রয়েছে। আমরা আজকে আমাদের প্রতিবেদনে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করছি।
আজকের সেহরির সেহরির শেষ সময়
ইতিমধ্যে পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বাংলাদেশ আজকে প্রথম রোজা পালিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে ঢাকা জেলার সময়সূচী থেকে কয়েক মিনিট যোগ এবং বিয়োগ করে সেহরীর সময় নির্ধারিত হয়ে থাকে। আমরা আজকে ঢাকা জেলার সেহরির শেষ সময় আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করছি আজকে ঢাকা জেলার সেহরির সময় ভোর ০৫ঃ০৪ মিনিটে। আমরা যে সময়সূচিটি উল্লেখ করলাম এ সময়সূচি ঢাকা জেলার জন্য একবারে সতর্কতামূলক শেষ সময়। আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে সেহেরি গ্রহণ করবেন।
আজকের সেহরির সেহরির শেষ সময়—- ভোর ০৫ঃ০৪ মিনিটে
আজকের ইফতারের সময় ০২ মার্চ ২০২৫
ইফতার শব্দটি আরবি শব্দ। এই শব্দটি এসেছে আরবি ফুতুর শব্দ থেকে।ইফতার শব্দের অর্থ হচ্ছে নাস্তা ।ইফতার সব শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ছেড়ে দাও বা ত্যাগ করা। সুতরাং ইফতার শব্দ এর সঠিক বাংলা পরিভাষায় বলতে গেলে সারাদিন পানাহার থেকে বিরত থেকে সূর্যাস্তের পর নাস্তা করে রোজা ছেড়ে দেওয়াকে ইফতার বলা হয় থাকে। ইফতার গ্রহণ করার প্রত্যেকটি মুমিন রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সুন্নত। আমাদেরকে যথাসময়ে ইফতার গ্রহণ করতে হবে। ইফতার গ্রহণের বিষয় কখনো দেরি করা যাবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইফতার গ্রহণের জন্য দেরি করে তাহলে সে আল্লাহ রব্বুল আলামীনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬ঃ০২ মিনিটে।
আজকের ইফতারের সময় ০২ মার্চ ২০২৫—-সন্ধ্যা ০৬ঃ০২ মিনিটে।
সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫
পবিত্র এই মাহে রমজান মাসে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে আমরা সবাই মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের এই ইবাদত বন্দেগী গুলো যেন কবুল করে নেন। পবিত্র এই মাহে রমজান মাসে ৩০ টি রোজা পালনের জন্য আমাদের বিশেষ সময়সূচির প্রয়োজন রয়েছে। সময়সূচী অনুযায়ী আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করব এবং অন্যান্য ইবাদত গুলো আদায় করব। আমরা প্রত্যেকেই বিভিন্ন কর্মের সাথে যুক্ত রয়েছি আমাদের ব্যস্ততার কমতি নেই। সে ক্ষেত্রে এই পবিত্র মাহে রমজান মাসে আমরা যারা সিয়াম পালন করছি তাদের নির্দিষ্ট সময় অনুসরণ করে এই মাসের ইবাদত গুলোকে পালন করার চেষ্টা করতে হবে। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ঢাকা জেলার জন্য একটি সময়সূচী সেহরি ও ইফতারের সময়সূচি প্রদান করছি। সমগ্র বাংলাদেশে এই সময়সূচীর সাথে স্থানীয় সময়সূচি অনুযায়ী কয়েক মিনিট ষোগ ও বিয়োগ করে নিয়ে সেহেরি ও ইফতার গ্রহণ করবেন।
রোজা |
সেহরি | ইফতার | তারিখ |
01 | 05:04 AM | 6:02 PM |
02-03-2025 |
02 |
05:03 AM | 6:03 PM | 03-03-2025 |
03 | 05:02 AM | 6:04 PM |
04-03-2025 |
04 |
05:01 AM | 6:05 PM | 05-03-2025 |
05 | 05:00 AM | 6:06 PM |
06-03-2025 |
06 |
04:59 AM | 6:07 PM | 07-03-2025 |
07 | 04:58 AM | 6:08 PM |
08-03-2025 |
08 |
04:57 AM | 6:09 PM | 09-03-2025 |
09 | 04:56 AM | 6:10 PM |
10-03-2025 |
10 |
04:55 AM | 6:11 PM | 11-03-2025 |
11 | 04:54 AM | 6:12 PM |
12-03-2025 |
12 |
04:53 AM | 6:13 PM | 13-03-2025 |
13 | 04:52 AM | 6:14 PM |
14-03-2025 |
14 |
04:51 AM | 6:15 PM | 15-03-2025 |
15 | 04:50 AM | 6:16 PM |
16-03-2025 |
16 |
04:49 AM | 6:17 PM | 17-03-2025 |
17 | 04:49 AM | 6:18 PM |
18-03-2025 |
18 |
04:48 AM | 6:19 PM | 19-03-2025 |
19 | 04:47 AM | 6:20 PM |
20-03-2025 |
20 |
04:46 AM | 6:21 PM | 21-03-2025 |
21 | 04:45 AM | 6:22 PM |
22-03-2025 |
22 |
04:44 AM | 6:23 PM | 23-03-2025 |
23 | 04:43 AM | 6:24 PM |
24-03-2025 |
24 |
04:42 AM | 6:25 PM | 25-03-2025 |
25 | 04:41 AM | 6:26 PM |
26-03-2025 |
26 |
04:40 AM | 6:27 PM | 27-03-2025 |
27 | 04:39 AM | 6:28 PM |
28-03-2025 |
28 |
04:39 AM | 6:29 PM | 29-03-2025 |
29 | 04:38 AM | 6:30 PM |
30-03-2025 |
30 |
04:37 AM | 6:31 PM |
31-03-2025 |
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সেহরি ও ইফতারের সময়সূচি
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর বাংলাদেশের আকাশের চাঁদ লক্ষ্য করে পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তাদের যৌথ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেহরি ও ইফতারের সময়সূচি প্রদান করে থাকেন। আমরা আমাদের প্রতিবেদনের উপরে অংশে যে সময়সূচি প্রকাশ করেছি সেই সময়সূচীটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সময়সূচির আলোকে তৈরি করেছি। আপনারা এই সময়সূচিটিকে অনুসরণ করতে পারবেন।