Bus And Train

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী,টিকিটের মূল্য

ট্রেনের যাত্রা পথ সুবিধার্থে যাত্রীগণ ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।বিভিন্ন স্থানে বাংলাদেশের যাত্রীরা যাতায়াত করে থাকেন।বর্তমানে সময়ের স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ে রেল স্টেশনে উপস্থিত হয়ে যাত্রা করার জন্য অনেকেই অনলাইনে সময়সূচি অনুসন্ধান করে থাকেন। কেননা অযথা নির্দিষ্ট সময়ের আগে স্টেশনে গিয়ে বসে থাকার চেয়ে নির্দিষ্ট সময়ে গিয়ে ট্রেন ধরতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন।

 সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য এবং সাপ্তাহিক ছুটি জানার জন্য যারা অনলাইনে অনুসন্ধান করছেন আপনাদেরকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবো বলে আশ্বস্ত করছি। আপনি যদি এই পথের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি একটি সহায়ক প্রতিবেদন হবে।

 ঢাকা টু সিলেট ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সমূহ

 প্রতিটি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। ঢাকা টু সিলেট রেলপথে  যে সকল ট্রেনগুলো  নিয়মিত যাতায়াত করছে সে সকল ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন ভিন্ন ভিন্ন দিন।তাই এই ট্রেনগুলোর  সাপ্তাহিক ছুটির দিন জানার জন্য অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন সে কারণেই আজকের এই প্রতিবেদনটিতে ঢাকা টু সিলেট রেলপথের ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিনগুলো উল্লেখ করছি।

ট্রেনের নাম সমুহ

সাপ্তাহিক ছুটির দিন
পারাবত এক্সপ্রেস ( ৭১০ )

মঙ্গলবার

জয়ন্তিকা এক্সপ্রেস ( ৭১৮)

 বৃহস্পতিবার
উপবন এক্সপ্রেস ( ৭৪০ )

নাই

কালানী এক্সপ্রেস ( ৭৭৪ )

শুক্রবার

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী (ছাড়ার সময়)

যথারীতি প্রতিদিন নিয়মিতভাবে যাতায়াত করছে সিলেট টু ঢাকা ট্রেন সমূহ। এই রেলপথে যে সকল ট্রেনগুলো যাতায়াত করছে সে সকল ট্রেনগুলো নির্ধারিত সময়ের মধ্যেই যাত্রী পৌঁছানো এবং নির্ধারিত সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে থাকে। এবং যথারীতি নির্দিষ্ট সময় অনুযায়ী বিরতি স্টেশনগুলোতে বিরতি প্রদান করে থাকেন।এ ব্যাপারে এই রেল পথের যাত্রীদের মধ্যে এই ট্রেনগুলোর যথেষ্ট সুনাম রয়েছে। আপনারা এই ট্রেনের যাত্রী হয়ে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে স্টেশনে উপস্থিত হয়ে আপনার কাঙ্খিত আসনটি গ্রহণ করবেন।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  ট্রেন ছাড়ার সময়
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ( ৭১০ )

দুপুর ০৩ঃ৪৫

সিলেট টু ঢাকা

জয়ন্তিকা এক্সপ্রেস ( ৭১৮) সকাল ১১ঃ১৫
সিলেট টু ঢাকা উপবন এক্সপ্রেস ( ৭৪০ )

রাত ১০ঃ৩০

সিলেট টু ঢাকা

কালানী এক্সপ্রেস ( ৭৭৪ )

সকাল ০৬ঃ১৫

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী (পৌঁছানোর সময়)

নির্ধারিত সময়ের মধ্যেই পারাবত এক্সপ্রেস,জয়ন্তিকা এক্সপ্রেস ( ৭১৮),উপবন এক্সপ্রেস এবং কালানী এক্সপ্রেস যাত্রীদের পৌঁছানোর ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছে। সেক্ষেত্রে ট্রেনের কর্তৃপক্ষরা বলে থাকেন যে আমরা যথাসময়ের মধ্যেই যাত্রীদেরকে নির্ধারিত স্থানে পৌঁছানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কেননা নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদের পৌঁছাতে না পারলে যাত্রীদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং আমরা  বিরতি স্টেশনগুলোতে  নির্ধারিত সময়ের অতিরিক্ত কোন সময় বা কালক্ষেপণ করি না। এই রেলপথের যাত্রীদের গন্তব্য স্থানে নির্ধারিত সময়ে এর মধ্যে পৌঁছানো আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

 যাতায়াত স্থানের নাম

 ট্রেনের নাম  ট্রেন পৌঁছানোর সময়
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ( ৭১০ )

রাত ১০ঃ৪০ মিনিট

সিলেট টু ঢাকা

জয়ন্তিকা এক্সপ্রেস ( ৭১৮) রাত ১০ঃ৪০ মিনিট
সিলেট টু ঢাকা উপবন এক্সপ্রেস ( ৭৪০ )

সকাল ০৬ঃ৪৫ মিনিট

সিলেট টু ঢাকা

কালানী এক্সপ্রেস ( ৭৭৪ )

দুপুর ০১ঃ০০

সিলেট টু ঢাকা ট্রেনের টিকিটের মূল্য বা ভাড়া

 আপনি যদি  সিলেট টু ঢাকা ট্রেনের রেল পথের যাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নির্ধারিত ভাড়া পরিশোধের মাধ্যমে যাতায়াত করতে হবে। আপনারা অনেকেই অবগত রয়েছেন যে সরকারি নির্দেশনা মোতাবেক রেলপথের যাত্রীদের জন্য ভাড়া পরিবর্তিত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ভাড়া জানার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে অনুসন্ধান করতে হবে। অথবা আপনাকে রেলস্টেশনে গিয়ে কাউন্টার থেকে টিকিটের মূল্য জেনে টিকিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি বর্তমানে অনলাইনে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা থাকায় আপনারা সেখান থেকেও নির্দিষ্ট ভাড়া পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে পারেন।

ক্রমিক নম্বর

আসন বিন্যাস টিকেটের মূল্য / ভাড়া
১। শোভন

৩২০ টাকা

২।

প্রথম আসন ৪২০ টাকা
৩। স্নিগ্ধা

৬১৫ টাকা

৪।

এসি ৭৩৬  টাকা
৫। এসি বার্থ

১০৯৯  টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *