Status-Caption-SMS

টাকা নিয়ে বাস্তব কিছু কথা ও উক্তি

টাকা এমন এক জিনিস যা সকলেরই প্রয়োজন। সুস্থ কিংবা অসুস্থ সকল ব্যক্তিরে টাকার প্রয়োজন রয়েছে এমনকি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে রাস্তার পাগলদেরও টাকার প্রয়োজন রয়েছে। তারা হর হামেশাই আপনার কাছে হাত পাতে টাকার জন্য। তার অন্য সবকিছু অস্বাভাবিক হলেও টাকার বেলায় সে কিন্তু ঠিকই আপনার কাছে হাত পাততেছে এবং টাকা নিচ্ছে। সেই টাকা দিয়ে আবার দোকান থেকে খাবার কিনে নিয়ে খাচ্ছে । সুতরাং পাগল কিংবা সুস্থ ব্যক্তি যে কোন ব্যক্তিরই অর্থের প্রয়োজন রয়েছে। অর্থ ছাড়া কেউ জীবন যাপন করতে পারে না। জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন পড়বে। জীবন জীবিকার তাগিদে  অর্থের প্রয়োজন রয়েছে বিধায় তোমরা বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন পান্তা অবলম্বন করে অর্থ উপার্জন করে থাকি।

অর্থের প্রয়োজন আছে বলেই আমরা অর্থের বিষয়ে বিভিন্ন তথ্যের জন্য অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করি। টাকা ইনকাম করা করা যায় কিভাবে, টাকা নিয়ে বাস্তব কিছু কথা, টাকা সম্পর্কে কোন মনীষী দার্শনিক কি ধরনের উক্তি করেছেন, টাকা সঞ্চয় করার বিভিন্ন উপায় ইত্যাদি বিষয়ে আমরা ইন্টারনেটে তথ্য সংগ্রহ করি। আমরা আজকে আমাদের লিখনির বিষয়টি নির্ধারিত করেছি টাকা সম্পর্কে। টাকা নিয়ে বাস্তব কিছু কথা, কিছু প্রয়োজনীয় উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শেষ পর্যন্ত পাঠ করলে টাকা নিয়ে বাস্তব অনেক কথা  জানতে পারবেন।

টাকা ইনকামের সহজ পদ্ধতি

ঢাকা যেহেতু আমাদের সকলেরই প্রয়োজন সুতরাং অবশ্যই টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা তোমরা আমাদের ওয়েবসাইটের অন্য একটি প্রতিবেদনে টাকা ইনকামের সহজ কিছু পদ্ধতি উল্লেখ করেছি।আপনি চাইলে টাকা ইনকামের সহজ পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইটের সার্চ বক্সে টাকায় ইনকামের সহজ পদ্ধতি লিখে সার্চ করতে পারেন।ঐ প্রতিবেদনটিতে টাকা ইনকামের সহজ কিছু পদ্ধতি উল্লেখ করা হয়েছে। আজকের প্রতিবেদনটিতেও টাকা ইনকামের সংক্ষিপ্ত কিছু সহজ পদ্ধতি কথা উল্লেখ করছি-

  • “ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে এটি একটি সহজ এবং অনেক টাকা ইনকামের সহজ পদ্ধতি”।
  • “একটি বেসরকারি এনজিও খুলে অর্থাৎ উদ্যোক্তা হয়ে টাকা ইনকাম করতে পারবেন।”
  • “মৎস্য চাষের মাধ্যমে টাকা ইনকাম করা যায়।”
  • “গাভী পালনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়।”
  •  “খামার প্রস্তুত করে টাকা ইনকাম করা বর্তমানে একটি লাভজনক সহজ পদ্ধতি”।
  •  “মোবাইল সার্ভিসিং এর মাধ্যমে টাকা ইনকাম করা একটি অত্যন্ত সহজ পদ্ধতি”।
  •  “ইলেকট্রিক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা ইনকাম করা যা একটি লাভজনক ব্যবসা।”

টাকা নিয়ে বাস্তব কিছু কথা

টাকা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ যা জীবন জীবিকার তাগিদে সকলেরই প্রয়োজন। তাই টাকা সকলেরই সংকট দেখা দিবে এটি একটি বাস্তব কথা।  টাকা সংকটের কারণে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ নিয়ে থাকি অথবা হাওলাত নিয়ে থাকে। সময় মত সেটা পরিশোধ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সে কারণেই অনেকেই অনেক ব্যক্তিকে বিভিন্ন ধরনের কটু কথা শুনিয়ে থাকেন। যা ঐ ব্যক্তির কাছে খুবই লজ্জাজন হয়ে দাঁড়ায়। অবশ্য যথাসময়ে পরিশোধ না করতে পারলে ঐ হাওলাত দেওয়া ব্যক্তির জন্য অনেকটা সমস্যার সৃষ্টি হয়। কেননা পূর্বেই বলেছি তো টাকা সকলের প্রয়োজন। সেও হয়তো ঐ টাকা অন্য কোন কাজে ব্যবহার করবে। সুতরাং টাকা তারও প্রয়োজন রয়েছে। টাকা নিয়ে বাস্তব কিছু কথা আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে উল্লেখ করছি-

  • “টাকা তুমি সময় মত আইলা না,  যখন তুমি আইলা তখন আমি এই পৃথিবীর বুকে কাঠের পুতুলের মত “
  • “আজ টাকা নেই বলে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সব আমার কাছ থেকে অনেক দূরে”।
  • “টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, মানুষের আত্মসম্মান তার কাছে অনেক বেশি টাকার চেয়েও মূল্যবান।”
  • “টাকা থাকলে সবার কাছে সম্মানিত হওয়া যায়, আর না থাকলে সকলের কাছে অপ্রিয় ব্যক্তি।”
  • “টাকার কাছে হেরে গেছে আমার ভালোবাসা, টাকা ওয়ালা প্রেমিকের কাছে নিয়ে গেছো তোমার মনের দরজা”।
  • “টাকা টাকা করতে করতেই একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, একথা আমরা কেউই তা স্মরণ করি না”।
  • “টাকা যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, টাকা থাকলে বাবা- ছেলের সম্পর্ক মধুর হয়ে থাকে। আর না থাকলে যেন দুনিয়ার বিষাদ”।

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি

অনেকেই বলে থাকেন Money is the second God in the earth অর্থাৎ এই পৃথিবীতে টাকাই হল দ্বিতীয় প্রভু। এ কথাটির যথাযথ যুক্তি রয়েছে কেননা টাকা ছাড়া পৃথিবীতে কোন কাজ সম্পাদন করা সম্ভব হয় না। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথাটা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। কেননা আল্লাহতালার সাথে কোন কিছুরই  শরিক করা যাবে না। কেননা মহান আল্লাহতালা একজনই যার কোন অংশীদার নেই ।যার সাথে কারো কোন কিছুরই তুলনা করা যাবে না। সুতরাং এই কথার কোন ভিত্তি নাই। অর্থ আছে অর্থের জায়গায়। আল্লাহতালা আছেন আল্লাহতালার জায়গায়।  অর্থ সম্পদের মূল্য শুধুমাত্র পৃথিবীতে থাকতে পারে কিন্তু পরকালীন জীবনে অর্থ সম্পদের কোন মূল্য নাই। অটেল সম্পত্তি এই পৃথিবীতে অর্জন উপার্জন করবো কিন্তু মরার পরে আমরা শূন্য হাতেই পৃথিবী ছেড়ে বিদায় নেব। তাই অর্থ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমাদের প্রতিবেদনের এই অংশে উল্লেখ করছি-

  • “টাকার বিছানায় শুয়ে আছি কিন্তু মনে আমার কোন সুখ নেই। অর্থের পিছনে আমার মনের সুখ হারিয়ে ফেলেছি”।
  • “এত টাকা দিয়ে করবো কাঁপনের তো পকেট নাই। মরণ কালে পকেটে করে যদি টাকা নিয়ে না যাই”।
  • “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সময়ই অর্থের প্রয়োজন রয়েছে। এই দুনিয়াতে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না”।
  • “টাকায় টাকা আনে, পুণ্য আনে সুখ”।
  • “পকেটে টাকা না থাকলে সঠিক মানুষকে চেনা যায় “।
  • “পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরে বেড়াবেন অনেকেই আপনার পিছু নেবে। কিন্তু যখন টাকা থাকবে না তখন দেখবেন অনেকেই আপনার কিছু ছেড়ে দিয়েছে।”
  •  “টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও সুখ কেনা যায় না।”
  •  “টাকা হলে বাঘের চোখ মেলে। টাকা দিয়ে বাঘের দুটো কিনতে পাওয়া যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *