রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

রেলপথের যাত্রাকে স্বাছন্দ করতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন পাশাপাশি রেলের যাত্রাকে প্রধান বাহন হিসেবে ব্যবহার করার জন্য প্রতিনিয়ত এই পথকে এবং ট্রেন সমূহকে আধুনিকায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান সরকারের রেল উপদেষ্টা সর্বোপরি দেশের মানুষ যাতে রেল পথে কোন ভোগান্তির শিকার না হয় সে কারণেই বিভিন্ন বিভিন্ন মুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা যারা ট্রেনের মাধ্যমে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন আপনাদেরকে বলে রাখি বর্তমান আধুনিক ট্রেনের মাধ্যমে দ্রুততম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা আপনার জন্য অনেক সহজ হবে।
অতি সম্প্রতি চট্টগ্রাম টু ঢাকায় বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব অনেক বেশি হওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক খাতের বিরূপ প্রভাব ফেলে। সে কারণেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা টু চট্টগ্রাম রোডে বুলেট ট্রেন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং পাশাপাশি পর্যায়ক্রমে রংপুর টু ঢাকা রেল পথে বুলেট ট্রেন চালু করা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনারা যারা ঢাকা থেকে বৃহত্তর রংপুর অঞ্চলের যাত্রী আপনাদের সুবিধার্থে আমরা আপনাদেরকে ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, ছুটির দিন ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য উপস্থাপন করছি।
ঢাকা টু রংপুর এক্সপ্রেস ট্রেন সমূহ
ঢাকা টু রংপুরে দুটি এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । দুটি ট্রেনের মধ্যে রাজধানী ঢাকা থাকে উত্তর অঞ্চলের সংযোগ ব্যবস্থা করা হয়েছে। এই দুটি ট্রেন ব্যবহার করে অনায়াসেই সুদূর উত্তর অঞ্চল থেকে বাংলাদেশের জনগণ রাজধানী ঢাকায় প্রবেশ করতে পারতেছেন। যারা ঢাকা টু রংপুরে কতটি ট্রেন যাতায়াত করছে সে সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের উদ্দেশ্যেই আমরা উল্লেখ করছি যে ঢাকা টু রংপুর রোডে দুটি এক্সপ্রেস ট্রেন রয়েছে।এই ট্রেন দুটি হল- রংপুর এক্সপ্রেস ( ৭৭১ ) আর অপরটি হল কুড়িগ্রাম এক্সপ্রেস ( ৭৯৭ )।
ঢাকা টু রংপুর এক্সপ্রেস ট্রেনের আসন সমূহ ও টিকিটের মূল্য
যে কোনো যানবাহনে পরিবহন ভাড়া নির্ধারিত থাকে। তবে রেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেখানে আসন সমুহকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। এবং প্রত্যেকটি ভাগের জন্য নির্ধারিত ফি নির্ধারণ করা থাকে। সে কারণেই আপনি কোন আসনটিতে কোন আসনের কোন বিভাগের মাধ্যমে যাতায়াত করতে আগ্রহ প্রকাশ করছেন সেই অনুপাতে আপনাকে টিকিটের মূল্য পরিশোধ করে আসন গ্রহণ করতে হবে। টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেল স্টেশনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি অনলাইনে মাধ্যমে ও টিকিট সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে।
ক্রমিক নম্বর |
আসন বিন্যাস | টিকেটের মূল্য / ভাড়া |
১। | শোভন |
৩৯০ টাকা |
২। |
শোভন চেয়ার | ৪৬৫ টাকা |
৩। | স্নিগ্ধা |
৬২০ টাকা |
৪। |
এসি |
৯৩০টাকা |
রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
রাজধানী ঢাকা এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ট্রেন গুলোর নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। এই ছুটির দিন ব্যতিরেকে যথাযথ নিয়ম অনুযায়ী এবং নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনগুলো যাতায়াত করে থাকেন। যারা আপনারা অনলাইনে উত্তর অঞ্চলের সাথে ও যাতায়াত রক্ষা করার জন্য ট্রেন পথে যাত্রা করবেন বলে ভাবছেন আপনাদেরকে সময়সূচী অনুযায়ী এবং সাথে ছুটির দিনের মাথায় রেখে যাতায়াতের চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি এ সম্পর্কে অবগত না থাকেন তাহলে আপনাকে ভোগান্তির শিকার হতে হবে। তাই আপনারা যারা এই প্রতিবেদনটি পাঠ করছেন এবং এই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের সুবিধার্থে আমরা টেবিল আকারে সাপ্তাহিক ছুটির দিন উল্লেখ করছি।
যাতায়াত স্থানের নাম |
ট্রেনের নাম | সাপ্তাহিক ছুটির দিন |
ঢাকা টু রংপুর |
রংপুর এক্সপ্রেস |
সোমবার |
ঢাকা টু রংপুর | কুড়িগ্রাম এক্সপ্রেস |
রবিবার |
রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস যথাসময়ে ট্রেন ছাড়ার ব্যাপারে বদ্ধপরিকর। বিশেষ কোনো কারণ ছাড়া অর্থাৎ দেশের সার্বিক পরিস্থিতির ঠিক থাকলে যথাসময়ে ট্রেনগুলো স্টেশন থেকে ছেড়ে দেয় এবং সম্ভাব্য সময় অনুযায়ী যাত্রীদেরকে নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। আমরা আমাদের প্রতিবেদনে এই সকল ট্রেনগুলোর ছাড়ার সময়সূচী এবং পৌছানোর সময়সূচী উল্লেখ করছি। আপনারা ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের পূর্বেই স্টেশনে উপস্থিত হয়ে আপনার যাত্রাকে শুগম করতে পারবেন। মনে রাখবেন সময় অনুযায়ী আপনি স্টেশনের পৌঁছাতে না পারলে ট্রেনটি আপনার জন্য অপেক্ষা করবে না। যাত্রাপথে এই ট্রেনের দুটি বিশেষ ব্যবস্থা করে থাকেন যাত্রীদের খাবার ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা দিয়ে। আপনি ট্রেনের যাত্রী হলে টিকিট সংগ্রহ করে টিকিট সাথে রাখবেন কারণ সময় অনুযায়ী আপনার টিকিট চেক করা হবে।
স্টেশনের নাম |
ছাড়ার নির্ধারিত সময় | পৌছানোর সম্ভাব্য সময় |
ঢাকা টু রংপুর | ০৯ঃ১০ |
১৯ঃ০৫ |
রংপুর টু ঢাকা |
২০ঃ১০ |
০৬ঃ১০ |
ঢাকা টু রংপুর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সমূহের নাম
নিয়মিত বিরতির মাধ্যমে ট্রেন দুটো প্রতিনিয়ত রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের মধ্যে সংযোগ করে থাকেন। যাত্রাপথে যে সকল স্থানে এ ট্রেন দুটি সাময়িক সময়ের জন্য অবস্থান গ্রহণ করেন সে সকল স্টেশনগুলোর নাম আমরা আমাদের প্রতিদিনের এই অংশে উল্লেখ করছি। এখানে উল্লেখিত স্টেশনগুলিতে পাঁচ থেকে দশ মিনিট ট্রেনগুলো অবস্থান করে এবং যাত্রী ওঠানামা কাজ করে থাকেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে বিভিন্ন মালামাল সংগ্রহের কারণে এই ট্রেনগুলো যাত্রা পথে বিরতি প্রদান করে থাকেন। এই সময়ে আপনি ধৈর্য সহকারে ট্রেনের মধ্যে অবস্থান করবেন কেননা আপনি অযথাই এলোমেলোভাবে কোথাও ঘোরাফেরা করলে ট্রেন মিস হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা টু রংপুর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সমূহের নাম |
ঢাকা থেকে | রংপুর থেকে |
বিমান বন্দর | ০৯ঃ ৩৭ |
০৫ঃ ৩৫ |
চাট মোহর |
১২ঃ ৫২ | ০৩ঃ ৫৯ |
নাটোর | ১৩ঃ ৫৯ |
০১ঃ ০৬ |
সান্তাহার |
১৫ঃ ১০ | ০০ঃ ০৫ |
বগুড়া | ১৫ঃ ৫৪ |
২৩ঃ ১৪ |
সোনাতলা |
১৬ঃ ২৬ | ২২ঃ ৪৪ |
বোনার পাড়া | ১৬ঃ ৪৩ |
২২ঃ ১৯ |
গাইবান্ধা |
১৭ঃ ১৪ | ২১ঃ ৫৬ |
বামন ডাঙ্গা | ১৭ঃ ৪৬ |
২১ঃ ২৪ |
পীর গাছা |
১৮ঃ ০৬ | ২১ঃ ০৫ |
কাউনিয়া | ১৮ঃ ২২ |
২০ঃ ৩০ |
আপনার যাত্রা শুগম করতে ট্রেনের নিয়ম-কানুন মাফিক যাত্রা করা আপনার জন্য একটি নৈতিক দায়িত্ব। অনেকেই অযথাই ট্রেনের চেন টেনে দেন দণ্ডনীয় অপরাধ। নির্দিষ্ট সময় স্টেশনে উপস্থিত হয়ে আপনার যাত্রাকে শুভ করুন।ট্রেনের ওয়াশরুম ব্যবহারের পর বেশি পরিমাণে পানি ব্যবহার করুন।আপনার যাত্রা শুভ হোক আমরা এই প্রত্যাশাই করছি।