ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী,ছুটির দিন ও টিকিটের মূল্য তালিকা ২০২৫

সারা বাংলাদেশের যে সকল রেলপথ রয়েছে তার মধ্যে ঢাকা টু টাঙ্গাইল রেলপথ অত্যন্ত একটি জনপ্রিয় এবং যাত্রীবাহী রেলপথ। এখানে প্রতিদিন অসংখ্য ট্রেনের যাত্রী আমরা লক্ষ্য করতে পারি। সে কারণেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাঙ্গাইল জেলার জন্য বেশ কয়েকটি ট্রেনের সুব্যবস্থা করেছেন। এই সকল ট্রেনগুলো প্রতিনিয়ত ঢাকা টু টাঙ্গাইলে যাতায়াত করছেন। আপনি যদি এই জেলার ট্রেনের ভ্রমণকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এ বিষয়ে অবগত থাকার প্রয়োজন রয়েছে।
সম্মানিত পাঠক, আমরা আমাদের আজকের প্রতিবেদনটি তৈরি করেছি ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকিটের মূল্য তালিকা সহ আরো বেশ কিছু তথ্য দিয়ে। আপনারা যদি এ বিষয়ে অবগত হতে চান বা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই প্রতিবেদনটি হবে আপনার জন্য একটি তথ্যবহুল প্রতিবেদন। এই প্রতিবেদনটি পুরোটা পাঠ করার মধ্য দিয়ে আপনি ঢাকা টু টাঙ্গাইল জেলার যে সকল এক্সপ্রেস ট্রেন প্রতিনিয়ত যাতায়াত করছে সে সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
ঢাকা টু টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন বিরতি স্টেশনের নাম
আপনারা অনেকেই যে যে রেল পথে যাতায়াত করে সে সকল পথে বিরতি স্টেশন সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। আপনার আগ্রহের মূল্য দিতে আমরা এখানে টু টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেনগুলোর বিরতি স্টেশন এর নাম গুলো এখানে উল্লেখ করছি। এখানে যে নাম গুলো উল্লেখ করা হয়েছে সে নাম গুলোর স্টেশন গুলিতে কিছু সময়ের জন্য ঢাকা টু টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেনগুলো বিরতি প্রদান করে থাকেন এবং যাত্রী উঠা নামার কাজে সামান্য কিছু সময় অপেক্ষা করে থাকেন।
- টাঙ্গাইল রেলস্টেশন
- মির্জাপুর রেলস্টেশন
- বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন
- মৌচাকরেল স্টেশন
- জয়দেবপুর রেল জংশন
- বিমানবন্দর রেলস্টেশন
ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিটের মূল্য তালিকা ২০২৫
আপনারা যারা অনলাইনে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে জানতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের প্রতিবেদনের এই অংশে রেলপথের এই যাত্রার টিকিটের মূল্য উল্লেখ করছি। আপনারা এই টিকিট গুলো অনলাইনে এবং রেল স্টেশন থেকে সংগ্রহ করে নিতে পারবেন। রেল স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে চাইলে আপনাকে অবশ্যই রেলস্টেশনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে চাইলে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিতে হবে। পাশাপাশি টিকিটের হার্ডকপি সঙ্গে রাখতে হবে।
আসন বিন্যাস |
টিকিটের মূল্য / ভাড়া |
শোভন |
৯৫ |
শোভন চেয়ার |
১১৫ |
স্নিগ্ধা |
২১৯ |
এসি |
২৬৫ |
এসি বার্থ |
৩৯৭ |
ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু টাঙ্গাইল রুটে ৯টি ট্রেনের সুব্যবস্থা রয়েছে। যেগুলো নিয়মিত চলাচল করে থাকে। তবে একটি বিষয় উল্লেখ্য যে এই সকল ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন বিভিন্ন দিন বিভিন্ন হয়ে থাকে। আবার কোন কোন ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন থাকে না। আমরা আমাদের আপনাদেরকে নিম্নে একটি তালিকার মাধ্যমে ঢাকা টু টাঙ্গাইল রেলের যে সকল ট্রেন যাতায়াত করছে সে সকল ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন উল্লেখ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ট্রেনে বা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতত করতে চাচ্ছেন সে সকল ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন জেনে নিয়ে সে অনুপাতে যাত্রা করবেন। তা না হলে আপনাকে অযথা বিভ্রান্তির শিকার হতে হবে।
ট্রেনের নাম সমুহ |
সাপ্তাহিক ছুটির দিন |
একতা এক্সপ্রেস (৭০৫) |
ছুটি নাই |
লালমনি এক্সপ্রেস ( ৭৫১ ) |
শুক্রবার |
সিল্কসিটি এক্সপ্রেস ( ৭৫৩ ) |
রবিবার |
দ্রুতযান এক্সপ্রেস ( ৭৫৭ ) |
ছুটি নাই |
পদ্মা এক্সপ্রেস ( ৭৫৯ ) |
মঙ্গলবার |
চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) |
রবিবার |
ধূমকেতু এক্সপ্রেস ( ৭৬৯ ) |
বৃহস্পতিবার |
সিরাজগঞ্জ এক্সপ্রেস ( ৭৭৬ ) |
শনিবার |
টাঙ্গাইল কমিউটার ( ১০৩৩ ) |
শুক্রবার |
ঢাকা টু টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন গুলো ছাড়ার সময়
একতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেস ট্রেন গুলো নিয়মিত কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে থাকেন। আপনারা যদি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে টাঙ্গাইল রুটে যাতায়াত করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সময়সূচী অনুযায়ী রেল স্টেশনে উপস্থিত হতে হবে। কেননা এই সকল ট্রেনগুলো যথাসময়েই চলাচল করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে থাকেন। প্রয়োজনে নির্ধারিত সময়ের পূর্বেই রেলস্টেশনে উপস্থিত হয়ে আপনার যাত্রাকে শুগম করবেন।
যাতায়াত স্থানের নাম |
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় |
ঢাকা টু টাঙ্গাইল | লালমনি এক্সপ্রেস ( ৭৫১ ) |
সকাল ০৯ঃ৪৫ |
ঢাকা টু টাঙ্গাইল |
একতা এক্সপ্রেস ( ৭০৫ ) | সকাল ১০ঃ১৫ |
ঢাকা টু টাঙ্গাইল | সিল্কসিটি এক্সপ্রেস ( ৭৫৩ ) |
দুপুর ১৪ঃ৪০ |
ঢাকা টু টাঙ্গাইল |
দ্রুতযান এক্সপ্রেস ( ৭৫৭ ) | রাত ২০ঃ০০ |
ঢাকা টু টাঙ্গাইল | পদ্মা এক্সপ্রেস ( ৭৫৯ ) |
রাত ২২ঃ৪৫ |
ঢাকা টু টাঙ্গাইল |
চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) | রাত ১৯ঃ৩০ |
ঢাকা টু টাঙ্গাইল | ধূমকেতু এক্সপ্রেস ( ৭৬৯ ) |
ভোর ০৬ঃ০০ |
ঢাকা টু টাঙ্গাইল |
সিরাজগঞ্জ এক্সপ্রেস ( ৭৭৬ ) | বিকাল ১৬ঃ১৫ |
ঢাকা টু টাঙ্গাইল | টাঙ্গাইল কমিউটার ( ১০৩৩ ) |
সকাল ১০ঃ১৫ |
ঢাকা টু টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন পৌঁছানোর সময়
আপনারা যারা অনলাইনে ঢাকা টু টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেনগুলির নির্ধারিত সময়ে পৌঁছানোর ব্যাপারে যানতে আগ্রহ প্রকাশ করছেন। আপনাদের অবগতির জন্য আমরা আমাদের প্রতিবেদনে এই ট্রেনগুলোর যথাসময়ে পৌঁছানোর সময় সূচি আমরা টেবিল আকারে প্রকাশ করছি। যা থেকে আপনারা খুব সহজেই ট্রেনগুলো পৌঁছানোর সময় তাকে নির্ধারণ করে নিতে পারবেন। এবং সে অনুযায়ী আপনাদের বাসায় পৌঁছানোর ব্যাপারে সহায়তা পাবেন। বর্তমানে সবাই নানান কর্মব্যস্ততার মধ্যে জড়িত থাকার কারণে নির্দিষ্ট সময়সীমা সবারই থাকে। সেক্ষেত্রে সময় অনুযায়ী কোন স্থানে পৌঁছানোর ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।
যাতায়াত স্থানের নাম |
ট্রেনের নাম | ট্রেন পৌছানোর সময় |
ঢাকা টু টাঙ্গাইল | লালমনি এক্সপ্রেস ( ৭৫১ ) |
দুপুর ১২ঃ০২ |
ঢাকা টু টাঙ্গাইল |
একতা এক্সপ্রেস ( ৭০৫ ) | রাত ২৩ঃ৩৩ |
ঢাকা টু টাঙ্গাইল | সিল্কসিটি এক্সপ্রেস ( ৭৫৩ ) |
বিকাল ১৬ঃ৪৮ |
ঢাকা টু টাঙ্গাইল |
দ্রুতযান এক্সপ্রেস ( ৭৫৭ ) | রাত ২২ঃ০১ |
ঢাকা টু টাঙ্গাইল | পদ্মা এক্সপ্রেস ( ৭৫৯ ) |
রাত ০০ঃ৩২ |
ঢাকা টু টাঙ্গাইল |
চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ ) | রাত ২১ঃ৪০ |
ঢাকা টু টাঙ্গাইল | ধূমকেতু এক্সপ্রেস ( ৭৬৯ ) |
সন্ধ্যা ০৭ঃ৪৭ |
ঢাকা টু টাঙ্গাইল |
সিরাজগঞ্জ এক্সপ্রেস ( ৭৭৬ ) | সন্ধ্যা ১৮;১৭ |
ঢাকা টু টাঙ্গাইল | টাঙ্গাইল কমিউটার ( ১০৩৩ ) |
রাত ২০ঃ০০ |