Ramadan Schedule

২০২৫ সালের শবে বরাত কবে? শবে বরাত আরবি, ইংরেজি ও বাংলা কত তারিখে?

পবিত্র শবে বরাত একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন মুসলিম ধর্ম অনুসারীদের জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে তিনি অর্থাৎ মহান আল্লাহ তায়ালা ক্ষমা প্রার্থনা কারীদের ক্ষমা করে দেন। মসজিদ এবং অন্যান্য ভাইদের প্রতি নির্দেশ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, একবার রাসূলুল্লাহ সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিয়েছিলাম এবং তার বৃদ্ধাঙ্গুলী নাড়ে উঠেছিল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, হে আয়েশা, তোমার কি এই শঙ্কাহয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন হে রাসুল না আমার এই শঙ্কা কখনো জাগে নাই। তবে আপনার দীর্ঘ সিজদা দেখে আমার একটু আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন মহানবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন জি আমি জানি না। তবে আল্লাহ ও তাঁর রসূলই ভালো জানেন। রাসুলুল্লাহ সাঃ তখন এরশাদ করে বললেন এটা হল অর্ধ সাবানের রাত অর্থাৎ শবে বরাত এর রাত। এই রাতে  আল্লাহতায়ালা বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থীদের ক্ষমা করে দেন আর অনুগ্রহ পোষণকারীদের কে অনুগ্রহ করেন। বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।

শবে বরাত ২০২৫

শবে বরাত শব্দটি ফারসি ভাষা  হাতে উদ্ধৃত হয়েছে। ফারসি ভাষা শবে বরাত এর বাংলা অর্থ হচ্ছে শবে শব্দের অর্থ হচ্ছে রাত আর বরাত শর্ত মুক্তি। এককথায় বলা যায় শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত। কিছু হাদিসে বর্ণিত রয়েছে যে, শবে বরাতের রাত্রি হচ্ছে ভাগ্য অনুলিপির রাত অর্থাৎ এ রাতে রহমত ও  বরকত ইত্যাদির বিষয়ে অনুলিপি করা হয়।

২০২৫ সালের শবে বরাত  কবে?

হিজরী সাল অনুযায়ী সাবান মাস হলো সপ্তম তম মাস।এ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শবে বরাত। কেননা এই শবে বরাত থেকেই সারা বিশ্বে মুসলিম ধর্ম অনুসারীদের মধ্যে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হয়। পহেলা ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার দিবাগত রাত থেকে হিজরী সাবান মাস গণনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী১৪ই ফেব্রুয়ারি ২০২৫ ইং দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। গত ৩০শে জানুয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শবে বরাত আরবি, ইংরেজি ও বাংলা কত তারিখ?

শবে বরাতের রাত্রিকে “লাইলাতুল নিসফি মিন শাবান” অর্থাৎ শাবান মাসের মধ্যে রজনী হিসেবে গণনা করা হয়। ।ইসলাম ধর্মে চারটি মহিমান্বিত রাত রয়েছে তার মধ্যে শাবান মাসের মধ্য রাত শবে বরাতের রাত।এই দিনে পরম করুণাময় আল্লাহ তায়ালা তার বান্দার জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। শবেব রাতের আরবি তারিখ হল শাবান মাসের ১৪ তারিখ এবং ২০২৫ সালের ১৪ই ফেব্রুয়ারি দিবাগত রাতে হচ্ছে শবে বরাত। পাশাপাশি এবারের শবে বরাত এর বাংলা তারিখ হচ্ছে পহেলা ফাল্গুন। আশা করছি আমাদের প্রতিবেদন থেকে এ সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন।

শবে বরাতের সরকারি ছুটি কবে?

বাংলাদেশে বিশেষ বিশেষ দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এবারেও মাননীয় উপদেষ্টাগণ শবে বরাতের ছুটি বহাল রেখেছেন ।সেহেতু আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। শবে বরাতের রাতে অনেকেই বিভিন্ন পিঠা উৎসবের আয়োজন করেন আবার অনেকেই ভালো ভালো খাওয়া দাওয়া ব্যবস্থা করে থাকেন। শবে বরাতের ছুটিতে অনেকেই নিজ কর্মস্থল ছেড়ে বাড়িতে চলে যান। এই সময়সূচী অনুযায়ী আপনি সময় করে নিয়ে আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন।

আসুন সবাই মিলে শবে বরাতের মর্মার্থ নিজের বুকে ধারণ করি এবং আল্লাহতালার কাছে এ রাতে বেশি বেশি এবাদত বন্দেগী করি। ক্ষমাপ্রার্থনা করি। নিজের জন্য দোয়া প্রার্থনা করি। পূর্বে যে সকল গুনাহ করেছি সেগুলোর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তওবা করি। বেশি বেশি আমল করি। কারণ মহান রব্বুল আলামীন নিজেই বলেছেন এই রাতে তার অফুরন্ত দয়ার ভান্ডার খুলে দেওয়া হবে। তিনি নিজেই পৃথিবীর আসমানে নেমে আসবেন তার বান্দাদের দিকে। মহান রাব্বুল আলামিন সকলের ইবাদত কবুল করে নিন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *