বাংলা নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস,ক্যাপশন ও ছন্দ ১৪৩২

প্রতি বছর পহেলা বৈশাখ বাংলা বাংলাদেশে বাঙালি জাতির জন্য নতুন বারতা নিয়ে হাজির হয়ে থাকেন। বাংলা নববর্ষে বাঙালিরা নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটিকে বরণ করে নিয়ে থাকেন। বাংলা নববর্ষ বাঙালিদের নতুন আসা ও সম্ভাবনার দিক উন্মোচন করে দিয়ে থাকেন। নববর্ষের এই দিনে বাঙালি নারী ও পুরুষেরা নিজেদেরকে বাঙালির সাজে সজ্জিত করে রমনার বটমূলে উপস্থিত হয়ে নববর্ষকে বরণ করে থাকেন। এই দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিশেষ বাণী প্রদান করেন।এ ছাড়াও দেশের রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন।
বর্তমান সময়ে বাংলা নববর্ষ বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিশেষ বিশেষ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দিনটাকে উদযাপন করে থাকেন।এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নিতে অনেকেই বিভিন্ন ধরনের স্ট্যাটাস ক্যাপশন ও শুভেচ্ছা জানিয়ে থাকেন। আপনারা যারা এই দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনার কর্মজীবনের সঙ্গীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা পাঠাতে চাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের প্রতিবেদনটি।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন এসএমএস বা বার্তা
বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস বাংলা সনের প্রথম মাস। এ মাসের প্রথম দিনটিকে পহেলা বৈশাখ হিসেবে ধরা হয়।। সমগ্র বাংলাদেশে এই দিনটি উপলক্ষে পান্তা আর ইংলিশে খাবার পরিবষণের মধ্য দিয়ে দিনটিকে পালন করেন বাঙালিরা। এই দিনটিকে বরণ করে নিতে বাংলাদেশের সমস্ত বাঙালিরা কাছের মানুষের, বন্ধুবান্ধবের, অফিসের কলিকদের এবং প্রবাসীদের বার্তা বা এসএমএস প্রদান করে থাকেন। আমরা আমাদের প্রতিবেদনে বাংলা নববর্ষকে বরণ করে নিতে কিছু সুন্দর সুন্দর বার্তা বা এসএমএস এর আইডিয়া প্রদান করতে চাচ্ছি। আপনারা এই বাতাগুলো থেকে ধারণা গ্রহণ করে আরও সুন্দর সুন্দর এসএমএস তৈরি করে আপনার নিকট আত্মীয়দের, বন্ধুবান্ধদের কাছে শেয়ার করতে পারেন।
“নতুন দিনের নতুন আশা, পহেলা বৈশাখে উন্মোচিত হবে মনের সকল আশা”
—-“সবাইকেই নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ”
“নববর্ষের এই দিনে পান্তা আর ইংলিশে, নানান রকম সাজে পরিবেশিত হয় সবার মাঝে”
—–-শুভ নববর্ষ ১৪৩২
“বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি অতীব ও গুরুত্বপূর্ণ দিন পহেলা বৈশাখ, যা প্রতি বছর আমাদের হৃদয়ে এক অভূতপূর্ব অনুভূতির জন্ম দিয়ে থাকে”
——- শুভ নববর্ষ ১৪৩২
“পুরনো স্মৃতি ভুলে আজকের এই দিনে, বাংলার ঐতিহ্যকে ধারণ করে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”
——- শুভ নববর্ষ ১৪৩২
“১৪৩২ সাল আমাদের সকলের জীবনের সাফল্যের দ্বার খুলে দিক, এই প্রত্যাশায় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি”
——- শুভ নববর্ষ শুভ নববর্ষ
“নববর্ষ কে বরণ করে নিতে রমলার মটমূলে বিশেষ আয়োজন এর মধ্য দিয়ে, বিগত বছরের গ্লানিগুলো ভুলে গিয়ে এক হয়ে কাজ করব আগামীর দিনে”—————- শুভ নববর্ষ
বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন ছন্দ
আপনারা অনেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে ছন্দে ছন্দে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ভালোবাসেন। আপনাদের সুবিধার্থে আমরা কিছু ছন্দ দিয়ে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর শুভেচ্ছা জানানোর আইডিয়া প্রদান করছি। এই আইডিয়াগুলো থেকে আপনারা সুন্দর সুন্দর ছন্দ বানিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিতে পারবেন। ছন্দ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো অবশ্যই একটি ব্যতিক্রমে উদ্দেগক হবে। বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির জন্য একটি বড় ঐতিহ্যবাাহী অনন্য দিন। বর্তমান সময়ে বাংলার সুবর্ণ সময় অতিবাহিত হচ্ছে।এই সময়েই বাংলা নববর্ষ যেন এক উদ্যামের সৃষ্টি করেছে। ছাত্র ছাত্রীদের বিশেষ চিত্রাংকনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন।
“নতুন বছরের নতুন দিনে বাংলাদেশ সেজেছে যেন অপরূপ সাজে,
তোমায় দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে তুমি মিশে গেছো অপার সমুদ্রের মাঝে”
———— শুভ নববর্ষ!!
“এসো বাঙালির বেশে হাতে যেন বাজে, চুরি খোপায় যেন বেলি ফুল থাকে,
দেখা হবেই হবে , দেখা হবেই হবে পহেলা বৈশাখে”
———— শুভ নববর্ষ!!
“অনাবিল সুখ আর শান্তিতে ভরে উঠুক আপনার জীবন,
বৈশাখের আজকের এই দিনে মুছে যাক সব জীবনের প্লান আর দ্বন্দ্ব”
———— শুভ নববর্ষ!!
“বাঙালির সাজসজ্জা, পান্তা আর ইলিশের মিষ্টি সুগন্ধ,
আগামী বছরটি হয় যেন আপনার মনের মত”
———— শুভ নববর্ষ!!
“জীবনের প্রতিটি দিন হোক পহেলা বৈশাখের মতো,
প্রতিদিন শুরু হোক নতুন করে জীবনের আনন্দ”
———— শুভ নববর্ষ!!
বাংলা নববর্ষের ক্যাপশন
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে আমার সুন্দর সুন্দর কিছু ক্যাপশন তৈরি করে প্রতিবেদনের এই অংশ উপস্থাপন করছি। যা থেকে আপনি ধারণা গ্রহণ করে আরো সুন্দর ক্যাপশন তৈরি করে নিতে পারবেন। পাশাপাশি এই ক্যাপশন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেই শেয়ার করার মত ক্যাপশন। আপনি চাইলে ক্যাপশন গুলো সরাসরিও শেয়ার করতে পারবেন। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে শেয়ার করা বর্তমান সময়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয়। কেননা সমসাময়িক বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের ফেসবুকের ফ্যান ফলোয়ারদের নজরদারিতে থাকতে পারি।
“গত বছরের সব স্মৃতি ভূলে থাক, নতুন বছরকে বরণ করে করি, ব্যর্থতা গুলো মুছে যাক”
—— শুভ নববর্ষ
“বছর ঘুরে এলো পহেলা বৈশাখ, আমাদের জীবনের সব দুঃখ গুলো মুছে যাক”—- শুভ নববর্ষ
“হলুদ শাড়ি সাদা পাঞ্জাবির যেন বসেছে মেলা, প্রকৃতি তাই আমাদের স্বাগতম জানাচ্ছে ,জানাচ্ছে বৈশাখী শুভেচ্ছা”—— শুভ নববর্ষ
“বৈশাখী শুভেচ্ছা নিও, বৈশাখী শুভেচ্ছা নিও, ,চৈত্রের শেষে বৈশাখের প্রথম দিনে আমাকে ভালোবাসি ও” ———— শুভ নববর্ষ!!
“রং লেগেছে আজ সারাদেশে, বাঙালির মুখে ফুটেছে হাসি, বৈশাখের প্রথম দিনে তোমাকেই বড্ড বেশি ভালোবাসি”
———— শুভ নববর্ষ!!
বাংলা নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়া বিভিন্ন মাধ্যমে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে স্ট্যাটাস প্রদান করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করা বর্তমান সময়ে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। এতে করে আমরা আমাদের বিভিন্ন দিবসের ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে দিতে সক্ষম হই। এবং একে অপরের মধ্য দিয়ে এই স্ট্যাটাস প্রদানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি অনেকটা সুদৃশ্য হয়। পাশাপাশি দেশ এবং দেশের বাইরে আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন তারা এই বিষয়গুলোকে অবহিত হয়ে নিজেকে আনন্দিত বোধ করেন।। তাই আপনারা যারা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস প্রদান করার জন্য আইডিয়া খুজতেছেন। আমরা আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে পহেলা বৈশাখের কিছু শুভেচ্ছা স্ট্যাটাস তৈরি করে দিচ্ছি। যেগুলো অনুসরণ করে আপনারা সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈরি করে নিতে পারবেন।
“বাংলা সংস্কৃতির গর্ব পহেলা বৈশাখ, এই দিনটির ব্যাপ্তি আমাদের বাংলাদেশের সকলের মধ্যে নাড়া দিয়ে ওঠ” ———— শুভ নববর্ষ!!
“নববর্ষের তাই আজকের এই দিনে আমর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি”— শুভ নববর্ষ
“আমার সকল বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েসকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি”—- শুভ নববর্ষ
“নতুন দিনের নতুন আশা, জাগিয়েছে প্রাণে অফুরন্ত ভালোবাসা” সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ——শুভ নববর্ষ
“দেশের মানুষের এবারের পহেলা বৈশাখ, যেন এক অন্যরকম বৈশাখ, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে”—- শুভ নববর্ষ
“শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে যে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সকল কার্যক্রম স্বাগত জানিয়ে এবারে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি”
——শুভ নববর্ষ