ঘিবলী স্টাইলের ছবি তৈরি করার নিয়ম ২০২৫

“ছবি যেন মনের কথা বলে” ছবির মাধ্যমেই প্রকাশ পায় বিভিন্ন দৃশ্যের আলোকিত ঘটনার বিষয় বলি। সম্প্রতি জাপানের একটি লাইভ স্টুডিও ফটোগ্রাফের ঘিবলী স্টাইল ছবি তৈরি করে দিচ্ছে। এই নিয়ে সারা দুনিয়ায় নেটিজেন্ডরা নিজের ছবি বা ফটোগ্রাফ অথবা পিকচার চ্যাট জিপিটি এবং Grok অ্যাপসের মাধ্যমে নিজের ফটোগ্রাফ কিংবা অন্যান্য কোন ফটোগ্রাফ মিম বা দৃশ্য পরিণত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। এবং তা দ্রুতই ফেসবুক ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল ফটোগ্রাফ শেয়ার করছেন তাদের ছবিগুলোতে ব্যাপক পরিমাণে লাইক কমেন্ট লক্ষ্য করা যাচ্ছে।
সম্মানিত ভিউয়ার আমরা আমাদের আজকের প্রতিবেদনটি সাজিয়েছি সম্প্রতি জনপ্রিয় হওয়া তৈরি করার সহজ পদ্ধতি দিয়ে। আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাকে কিভাবে ঘিবলী স্টাইলে ছবি তৈরি করে নিবেন এবং কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। পাশাপাশি কি অ্যাপস ব্যবহারের মাধ্যমে সহজে গিভলি স্টাইলের ছবি তৈরি করে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। আশা করছি আপনার প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্যএখান থেকে পেয়ে যাবেন।
ঘিবলী স্টাইলিশ ছবি তৈরি করার জন্য অ্যাপস
ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ছে গিফট দিয়ে স্টাইলের ছবি। আপনি যদি বর্তমান সময়ের জনপ্রিয় এই ঘিবলী স্টাইলের ছবি তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই চ্যাট জিপিটিতে একটি একাউন্ট করতে হবে। চ্যাট জিপিটি একটি লাইভ প্ল্যাটফর্ম। এখানে যে কোন বিষয়ের তথ্য জানতে চাইলে তা জানতে পাওয়া যায়। এখান থেকে আপনি বিভিন্ন কনটেন্ট তৈরি করে নিতে পারেন। সম্প্রতি ইন্টারনেট জুড়ে গিবলি স্টাইলিশ ছবি ব্যাপক সাড়া ফেলেছে সারা বিশ্বে। বাংলাদেশেও এর ব্যাপকতা অনেক বেশি। বাংলাদেশি নেটিজেনরা এই স্টাইলের ছবির জন্য অ্যাপস গুলো ডাউনলোড করে নিয়ে ঘিবলী স্টাইলের ছবি তৈরি করছেন। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন। আপনার জন্যই আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ঘিবলী স্টাইলিশ ছবি তৈরি করার জন্য অ্যাপ সমূহের নাম উল্লেখ করছি।
- চ্যাট জিপিটি / Chat GPT Apps
- গ্রোক / Grok Apps
- এই দুটি অ্যাপস ব্যবহার করে আপনি Ghibli স্টাইলের ছবি তৈরি করে নিতে পারবেন।
ঘিবলী স্টাইলের ছবি তৈরি করার নিয়ম ২০২৫
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে যে দুটি অ্যাপসের কথা আমরা উল্লেখ করেছি সেই দুটি অ্যাপসের মাধ্যমে কিভাবে ছবি তৈরি করে নিবেন তার সম্পর্কে আলোচনা করব। আমরা যে পদ্ধতিগুলো আলোচনা করছি এগুলো সহজ ভাবে উল্লেখ করা হচ্ছে। আপনারা সহজেই এগুলো অনুসরণ করে ঘিবলী স্টাইলে নিতে পারবেন।যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। এই অ্যাপস গুলো এমনভাবে ছবি গুলোকে তৈরি করে দিচ্ছে যেগুলো দেখে যে কেউ আকর্ষিত হবে। এমনকি আপনারও ছবিগুলো দেখতে অনেক ভালো লাগবে। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ছবিগুলো বেশ আকর্ষণীয়। তারা আপনার এই ছবিগুলো দেখে নিজেকে ওই স্টাইলের মত মনে করছে এবং অনেক খুশি হয়ে যাচ্ছে।
চ্যাট জিপিটি / Chat GPT Apps-
- ধাপ নাম্বার ০১ঃ চ্যাট জিপিটি ওয়েবসাইটের লগইন করতে হবে অথবা চ্যাট জিপিটি অ্যাপে প্রবেশ করতে হবে।
- ধাপ নাম্বার ০২ঃ পটেট বক্সের প্লাস (+ ) চিহ্নতে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে অথবা google ফটোস থেকেআপনার ছবি আপলোড করে নিতে হবে।
- ধাপ নাম্বার ০৩ঃ “Ghiblify this/ Make this Ghibli Styles” অথবা “Turn this image in Studio Ghibli theme” লিখতে হবে।
- ধাপ নাম্বার ০৪ঃ চ্যাট জিপিটি আপনাদের পছন্দ অনুযায়ী স্টাইলের ছবি তৈরি করে দিবে। যা আপনি ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারবেন।
গ্রোক / Grok Apps-
এই অ্যাপটি ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর ঘিবলী স্টাইলের ছবি তৈরি করে নিতে পারেন। একটি অত্যন্ত সহজ এবং কার্যকরী একটি অ্যাপস। এই অ্যাপস এর থেকে আবার চ্যাট জিপিটি একটি ব্যাপক আকর্ষণীয় ভাবে ছবি তৈরি করে দিতে পারেন। তবে এই অ্যাপসটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কেননা এর মাধ্যমে খুব সহজেই ঘিবলী স্টাইলে ছবি তৈরি করে নেওয়া যায়।
- ধাপ ০১।- আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে।
- ধাপ ০২। গুগল প্লে স্টোরের সার্চ বক্সে Grok Appsলিখে সার্চ করতে হবে।
- ধাপ ০৩। অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে ইন্সটল করতে হবে।
- ধাপ ০৪। অ্যাপটি ওপেন করে প্লাস (+ ) চিহ্নতে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার পছন্দ অনুযায়ী ছবি সিলেক্ট করে নিতে হবে।
- ধাপ ০৫। Make this Ghibli styles লিখে কমান্ট বক্সে কমান্ট করতে হবে।
- ধাপ ০৬। আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সুন্দর ঘিবলী স্টাইলে ছবি তৈরি করে দিতে পারবে। যেটি আপনি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে সংরক্ষণ করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করতে পারবেন।