Hospital

রংপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন ডাক্তার তালিকা ২০২৫

“স্বাস্থ্যই সকল সুখের মূল” এই প্রতিপাদকে সামনে রেখে আমরা আজকে প্রতিবেদনটি সাজিয়েছি রংপুর জেলার জনপ্রিয় একটি ডায়াগনস্টিক সেন্টার যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রিপোর্ট প্রদান করা হয়।এবং অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশের একটি বৃহৎ উত্তর অঞ্চলের জেলা রংপুর জেলা। এই জেলার অধিকাংশ মানুষজন চিকিৎসার জন্য রংপুর বিভাগীয় শহরে আসেন। এবং সেখান থেকে সু-চিকিৎসা গ্রহণ করেন। এই জেলায় অসংখ্য এমবিবিএস, এফ সি পি এস,   হেলথ স্পেশালিস্ট সহ বিভিন্ন বিভাগীয় প্রধান সেবা প্রদান করে আসছেন। সেই সেবা গ্রহণ করে উত্তরাঞ্চলের সাধারণ মানুষজন সহ এই অঞ্চলের সকল মানুষ নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন।

 সুপ্রিয় পাঠক, আপনি রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা গ্রহণের জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী উত্তর অঞ্চলের এই জনমানুষের জন্য মেডিসিন বিশেষজ্ঞ সহ আরো বেশ কিছু বিভাগীয় প্রধান ডাক্তারদের তালিকা এবং যোগাযোগ করার জন্য ফোন নম্বর, সিরিয়াল নেওয়ার জন্য ফোন নম্বর উল্লেখ করব। পাশাপাশি এই সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ কবে, কখন সেবা প্রদান করেন সে সম্পর্কে তথ্য প্রদান করব। আশা করছি আপনার প্রয়োোজন অনুযায়ী সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রংপুর এর হট লাইন নাম্বার

আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে রংপুর বিভাগীয় শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর হট লাইন নাম্বার উপস্থাপন করছি।। যে নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সেবা নিতে পারবেন। এই হললাইন নম্বর গুলো ২৪ ঘন্টা খোলা থাকে। শুধুমাত্র ছুটির দিন ব্যতীত সকল ডাক্তারদের সাথে সাক্ষাতের জন্য এই নম্বরগুলো ব্যবহার করে সিরিয়াল দিতে পারবেন। এই নম্বর গুলোর ব্যবহারকারীরা আপনাকে সুন্দর ভাবে রোগীর নাম, রোগির বাসা কোথায় এবং কোন ডাক্তারের সাথে সাক্ষাত করতে চান সে বিষয়ে আপনাদের কাছে তথ্য চাবে। আপনারা সে তথ্যগুলো দিয়ে দেবেন সাথে সাথে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে দেবেন এবং আপনার ফোনে একটি এসএমএস/ বার্তা পাঠিয়ে দেবেন।

  • পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রংপুর, (ইউননিট ১)
  • ঠিকানা: ৭৭/১, রোড নং-১, ধাপ, জেল রোড, রংপুর।
  • হটলাইন: ০৯৬৬৬ ৭৮৭৮১৩,
  • ইমেল: info@populardiagnostic.com

রংপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন ডাক্তার তালিকা ২০২৫

জনপ্রিয় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর রংপুর শাখার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা, সেরিয়াল এর জন্য মোবাইল নাম্বার, ডাক্তারদের ক্যাটাগরি বা পদবী, রোগী দেখার সময় ইত্যাদি বিষয়ে তথ্য আমাদের প্রতিবেদনের এই অংশে উল্লেখ করা হচ্ছে।আপনারা আপনাদের প্রয়োোজন অনুযায়ী এ সকল ডাক্তারদের সাথে নির্দিষ্ট সময় সাক্ষাৎ করে নিতে পারবেন। আমরা যে ডাক্তারদের তালিকা এখন উপস্থাপন করছি, সে সকল ডাক্তার গুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার। তবে ব্যক্তিগত কারণে এ সকল ডাক্তারগণ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ছাড়াও অন্যান্য ডায়গনস্টিক সেন্টার কিংবা প্রাইভেট ক্লিনিক গুলোতে  সেবা প্রদান করতে পারেন। সেহেতু আপনার অবশ্যই উক্ত মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে ডাক্তারের সাথে সাক্ষাতের বিষয়ে কথা বলে নিতে পারেন।

ডাক্তারের নাম

ডাক্তারের পদবী / যোগ্যতা সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার রোগী দেখার সময়
প্রফেসর ডাঃ অমরেশ চন্দ্র সাহা মেডিসিন বিশেষজ্ঞ

অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল

01754-547097

প্রতিদিন বিকাল ০৪ টা-০৯ টা (শুক্রবার সকাল 10টা থেকে ১০ টা পর্যন্ত )

ডাঃ শাহ মোঃ সারওয়ার জাহান

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)
মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

01754-547097 প্রতিদিন বিকাল 4টা-9টা (শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত )

ডাঃ এএসএম রাহেনুর মন্ডল (অ্যাপল)

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)
মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
পরামর্শক, মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রংপুর
01754-547097

প্রতিদিন বিকাল ০৩: ৩০-০৮ টা (শুক্রবার সকাল ১০ টা-১২টা )

প্রফেসর কর্নেল ড. দেলোয়ার হোসেন

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফসিপিএস (গ্যাস্ট্রো)
গ্যাস্ট্রো এবং লিভার বিশেষজ্ঞ
ইআরসিপি এসজিপিজিআই (ভারত) থেকে প্রশিক্ষিত
অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
01754-547097

প্রতিদিন বিকাল ০৩টা থেকে রাত ০৯ টা ( শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বিকাল ০৩ টা থেকে রাত ০৯টা পর্যন্ত )

ডাঃ মোঃ জিয়া হায়দার বসুনিয়া

এফসিপিএস ( মেডিসিন ) এমডি ( হেপাটোলজি )
গ্যাস্ট্রো এবং লিভার বিশেষজ্ঞ

সহকারী প্রফেসর

লিভার বিভাগ

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

01754-547097

প্রতিদিন বিকাল ০৩ টা থেকে রাত ০৮টা (শুক্রবার বন্ধ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *