Ramadan 2025

আবুধাবির রোজার সময়সূচী ২০২৫। আজকের সেহরি ও ইফতারের সময়সূচী

সম্মানিত প্রবাসী মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম!! সংযুক্ত আরব আমিরাত, দুবাই, শারজাহ সহ সারা বিশ্বে রমজান আগমনের শুভ সূচনা ঘটতে যাচ্ছে ২০২৫ সালের ০১মার্চ থেকে ০২ মার্চের মধ্যে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হল আবুধাবি শহর। সবচেয়ে বড় মসজিদ হচ্ছে শেখ যায়েদ গ্রান্ড মসজিদ। প্রায় ৯৫% মানুষ মুসলিম ধর্ম অনুসারী আবুধাবিতে। সুতরাং বুঝতেই পারছেন সেই দেশে রমজানের ব্যাপকতা কতটা ছড়িয়ে থাকে। রমজানের এত এত ফজিলতের কারনে সকল মুসলমান ধর্মপ্রাণ অনুসারীরা সকল প্রকার পাপাচার থেকে নিজেকে মুক্ত করার জন্য রমজানের রোজা পালন করে থাকে। সকল প্রকার মিথ্যা কথা বলা নিজেকে বিরত রাখেন।

 পবিত্র মাহে রমজান প্রতিটি মুসলিম পরিবারের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণবিষয় বিষয়। এই মাসে পুরো ৩০ দিনে রোজা রাখার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। সকল প্রকার পানাহার থেকে নিজেকে বিরত রাখে।সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে নিজের শরীরের যাকাত প্রদান করেন। সম্মানিত ভিউয়ার যারা আবুধাবিত অবস্থান করছেন বাংলাদেশ থেকে গিয়ে তাদের জন্য পবিত্র মাহে রমজানের সময়সূচী সেহরি ও ইফতারের আমরা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রদান করে আপনাদেরকে সহযোগিতা করব।

সংযুক্ত আরব আমিরাতে সেহরির শেষ সময় ২০২৫( দুবাই, সারজাহ ও আবুধাবি)

আজ ( পহেলা মার্চ ) ০১ মার্চ ২০২৫ ভোর ( ছয়টা চার ) ০৬ঃ০৪মিনিটে সংযুক্ত আরব আমিরাতে সেহরির শেষ সময়। অবহেলা না করে যত সময় যথা সময়ে সেহেরি গ্রহণ করুন এবং রোজা পালন করুন। আপনার একটু অবহেলার কারণে একটি রোজা থেকে বঞ্চিত হতে পারেন।

আবুধাবি আজকের ইফতারের সময়সূচি ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে আজ ০১মার্চ ইফতারের সময় সন্ধ্যা (সাতটা নয়) ০৭ঃ০৯ মিনিটে।সারাদিন কষ্ট করে রোজা রেখে যথাসময়ে তার গ্রহণ করা প্রতিটি মুসলিম নর নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যথাসময়ে ইফতার গ্রহণ কর এবং ইফতার গুলো নষ্ট করো না কারণ প্রতিটি খাবারের দানার মধ্যে আল্লাহর রহমত বরকত রয়েছে।

আবুধাবি রোজার সময়সূচি ২০২৫

 সংযুক্ত আরব আমিরাতের পবিত্র মাহে রমজান শুরু  হবে ০১ মার্চ ২০২৫ এই তারিখে। যদিও সেটি সংযুক্ত আরব আমিরাতে আকাশে চাঁদ দেখার পরে নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে দিবাগত সন্ধ্যায় আবুধাবির আকাশে চাঁদের অনুসন্ধান করা হবে। ঐদিন চাঁদ দেখা গেলে পহেলা মার্চ থেকে প্রথম রোজা শুরু হবে।ইতিমধ্যে শবে মেরাজ অনুষ্ঠিত হয়ে গেছে আর শবে বরাত হয়ে গেলে বিষয়টি সম্পর্কে অর্থাৎ প্রথম রোজা কবে থেকে শুরু হচ্ছে তা নিশ্চিত হওয়া যাবে। যারা প্রবাসী বাংলাদেশী আবুধাবিতে রয়েছেন তাদের জন্য রমজানের ক্যালেন্ডার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সুবিধার্থে আমাদের প্রতিবেদনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে সেহরির শেষ সময়ও ইফতারের সময়সূচি আপনাদের সামনে উপস্থাপন করব।

বিশেষ দ্রষ্টব্যঃ আপনার শহরের অবস্থান অনুযায়ী সর্বোচ্চ ১০ মিনিট সেহরির সময় থেকে বিয়োগ করবেন এবং ইফতারের সময় সর্বোচ্চ ১০ মিনিট যোগ করবেন।

সকল অন্যায় অবিচার থেকে নিজেকে মুক্ত করতে এবং  নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে রমজানের রোজা গুলোকে পালন করুন। বেশি বেশি ইবাদত বন্দেগী করুন।পুরো রমজান মাসটি আপনার জীবনের বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ উৎসব।নিয়মিত সালাত আদায় করুন।  বেশি বেশি দান করুন। কারণ এ মাসে এক টাকা দান করলে অন্যান্য মাসের ৭০ টাকা দানের ছাওয়াব পাওয়া যায়।আপনার নামাজ রোজা গুলোকে মহান রাব্বুল আলামিন কবুল করে নিন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *