চাঁদপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫। আজকের সেহরি ও ইফতারের সময়

চাঁদপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫। চাঁদপুর শহর, হাজীগঞ্জ ,শহরাস্তি, ফরিদগঞ্জ, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ উপজেলার আজকের সেহরি ও ইফতারের সময়ঃ আসসালামু আলাইকুম! সম্মানিত সুধী, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন– “রমজানুল মোবারক”। আল্লাহ তায়ালা আমাদের সকলের জিন্দেগীর গুনাহ গুলো মাফ করে দিন এই পবিত্র রমজান মাস উপলক্ষ করে। চাঁদপুর জেলার মোট ০৮টি থানা, ৮টি উপজেলা ও ৮টি পৌরসভা দিয়ে গঠিত। এই জেলার প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম ধর্ম অনুসারী। তারা পবিত্র মায়ের জন্য উপলক্ষে সিয়াম পালন করছেন এবং মাহে রমজানের ইবাদতগুলো যথাযথ মর্যাদার শহীদ আদায় করার চেষ্টা করছেন।
সম্মানিত চাঁদপুর জেলা বাসি, আপনারা যারা পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম সাধনা করছেন আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। পবিত্র মাহে রমজানের এই সিয়াম পালনের সময় আপনাদের বিশেষ প্রয়োজন রয়েছে একটি সেহরি ও ইফতারের সময়সূচির। আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আজকে চাঁদপুর জেলার যে সকল উপজেলা রয়েছে সেই উপজেলার জন্য ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের একটি সময়সূচি প্রস্তুত করেছি। পাশাপাশি আজকের সেহরি ও ইফতারের সময়সূচি আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আমরা আশা করছি যে আপনারা প্রতিবেদনটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি পাঠ করবেন।
আজকের সেহরি ও ইফতারের সময়
চাঁদপুর জেলার যে সকল উপজেলা রয়েছে সে সকল উপজেলার জন্য নির্দিষ্ট করে আমরা সময়সূচি প্রদান করেছি। এই সময়সূচি গুলো জেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী সমন্বয় করে ভৌগোলিক সীমারেখা নির্ণয় করে নির্ধারণ করা হয়েছে। আপনারা যথাযথ সময় অনুসরণ করে পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করতে পারবেন।ইফতার গ্রহণের বিষয় নিয়ে নির্দেশনা রয়েছে যে জলদি করে ইফতার গ্রহণ করতে হবে এবং মাগরিবের সালাত আদায় করতে হবে। নবী করীম সাল্লাল্লাহু সালাম দ্রুততার সহিত ইফতার গ্রহণ করতেন। এবং সাহরীর বিষয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু আগে সাহারি গ্রহণ করতেন অর্থ্যাৎ দেরি করে সেহরি গ্রহণ করতেন। যথা সময় সাহারি গ্রহণ করা আমাদের একটি গুরুত্বপূর্ণ ও ইবাদত পূর্ণ কাজ, যা সুন্নত।
উপজেলার নাম |
সেহরির শেষ সময় | ইফতারের সময় |
চাঁদপুর সদর | 05:03 am |
06:01 pm |
হাজিগঞ্জ |
05:03 am | 06:01 pm |
শাহরাস্তি | 05:02 am |
06:00 pm |
হাইমোচর |
05:02 am | 06:00 pm |
ফরিদগঞ্জ | 05:02 am |
06:00 pm |
কচুয়া |
05:02 am | 06:00 pm |
মতলব উত্তর | 05:02 am |
06:01 pm |
মতলব দক্ষিণ |
05:02 am |
06:01 pm |
চাঁদপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
সেহরি ও ইফতার গ্রহণ করা প্রত্যেকটি ঈমানদার রোজাদার ভিত্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সুন্নত যুগে যুগে যত নবী ও রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন সবার জন্যই সবার উম্মতের জন্যই পবিত্র রোজা ফরজ করা হয়েছিল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত হিসেবে আমাদের উপরেও উজার খরচ করা তবে বিভিন্ন সময়ে বিভিন্ন রাসূলগণের সময়ে বিভিন্ন ধাপে সিয়াম পালন করার নির্দেশনা ছিল কোন কোন নবী রাসূলের সময়ে একাধারে ছয় মাস পর্যন্ত সিয়াম পালনের নির্দেশ ছিল আবার কোন কোন নবী রাসূলের জন্য সময়ে সূর্যাস্ত থেকে আবার সূর্যাস্ত পর্যন্ত সিএম পালনের নির্দেশনা ছিলেন ছিল চাঁদপুর জেলার জেলা ইসলামিক দর্শন কর্তৃক পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের জন্য যে সেহেরী ও ইফতারের সময়সূচি প্রদান করা হয়েছে আমরা সেই সময়সূচী টিকে টেবিল আকারে আপনাদের জন্য প্রস্তুত করেছি যেটা প্রতিবেদনের এই অংশে উপস্থাপন করা হয়
চাঁদপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
( চাঁদপুর শহর, হাজীগঞ্জ ,শহরাস্তি, ফরিদগঞ্জ, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ )
রোজা |
সেহরি | ইফতার | তারিখ |
01 | 05:03 AM | 6:01 PM |
02-03-2025 |
02 |
05:02 AM | 6:02 PM | 03-03-2025 |
03 | 05:01 AM | 6:03 PM |
04-03-2025 |
04 |
05:00 AM | 6:04 PM | 05-03-2025 |
05 | 04:59 AM | 6:05 PM |
06-03-2025 |
06 |
04:58 AM | 6:06 PM | 07-03-2025 |
07 | 04:57 AM | 6:07 PM |
08-03-2025 |
08 |
04:56 AM | 6:08 PM | 09-03-2025 |
09 | 04:55 AM | 6:09 PM |
10-03-2025 |
10 |
04:54 AM | 6:10 PM | 11-03-2025 |
11 | 04:53 AM | 6:11 PM |
12-03-2025 |
12 |
04:52 AM | 6:12 PM | 13-03-2025 |
13 | 04:51 AM | 6:13 PM |
14-03-2025 |
14 |
04:50 AM | 6:14 PM | 15-03-2025 |
15 | 04:49 AM | 6:15 PM |
16-03-2025 |
16 |
04:48 AM | 6:16 PM | 17-03-2025 |
17 | 04:47 AM | 6:17 PM |
18-03-2025 |
18 |
04:46 AM | 6:18 PM | 19-03-2025 |
19 | 04:45 AM | 6:19 PM |
20-03-2025 |
20 |
04:44 AM | 6:20 PM | 21-03-2025 |
21 | 04:43 AM | 6:21 PM |
22-03-2025 |
22 |
04:42 AM | 6:22 PM | 23-03-2025 |
23 | 04:41 AM | 6:23 PM |
24-03-2025 |
24 |
04:40 AM | 6:24 PM | 25-03-2025 |
25 | 04:39 AM | 6:25 PM |
26-03-2025 |
26 |
04:38 AM | 6:26 PM |
27-03-2025 |
27 |
04:37 AM | 6:27 PM | 28-03-2025 |
28 | 04:36 AM | 6:28 PM |
29-03-2025 |
29 |
04:35 AM | 6:29 PM | 30-03-2025 |
30 |
04:34 AM | 6:30 PM |
31-03-2025 |
আসুন, পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সকলকে অবহিত করি। পাশাপাশি এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য সকলকে আহ্বান জানাই। এ মাসে বেশি বেশি দান- সদকা করেন। রোজাদার ব্যক্তিদেরকে খাওয়ান। আল্লাহ আপনাদের সকল ইবাদতগুলোকে কবুল করুন। আমরা যে সময়সূচী এবং পবিত্র মাহে রমজানের তালিকা প্রদান করেছি তার মধ্যে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি পবিত্র লাইলাতুল শবে কদর এর বিষয়ে বিভিন্ন প্রতিবেদন আমাদের প্রকাশিত হবে। আপনারা এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে শবে কদরের ইবাদত বন্দীগী গুলো করতে পারবেন বা আদায় করতে পারবেন।