Ramadan Schedule

কাতার রোজার সময়সূচী ২০২৫। আজকের ইফতার ও সেহরির শেষ সময়

কাতার রোজার সময়সূচী ২০২৫।দোহা, আল রাইয়ান, আল ওয়াকরা,আল খোর, আল-শাহানিয়া,উম্মে সালাল, আল-সামাল আজকের ইফতার ও সেহরির শেষ সময়সূচীঃ আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের পক্ষ থেকে- “তোফাহয়ে  রমজানুল মোবারক”। কাতার মধ্যপ্রদেশের একটি দেশ। এ দেশে অসংখ্য মুসলমান ধর্ম অনুসারী রয়েছে। যারা পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম সাধনা করছেন। পাশাপাশি পবিত্র এই মাহে রমজানের গুরুত্বপূর্ণ যে সকল ইবাদত রয়েছে আপনারা সেই সকল ইবাদত যথাসময়ে পালন করছেন অথবা করতে চাচ্ছেন ।আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আজকের প্রতিবেদনটি সাজিয়েছি বিশেষত কাতারে অবস্থানরত প্রবাসী বাঙালিদের জন্য। আপনারা অনেকেই আমাদেরকে কাতারের রোজার সময়সূচী ও ইফতারের সময়সূচি এবং সেহরির শেষ সময় জানার জন্য একটি সময়সূচি প্রস্তুতির কথা জানিয়েছেন কমেন্টের মাধ্যমে। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব।

সম্মানিত কাতারে অবস্থানরত প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভাল আছেন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম সাধনা করছেন। আপনারা কাতারে বিভিন্ন কর্মের সাথে জড়িত রয়েছেন অথবা অনেকেই কাতারে শিক্ষা গ্রহণের জন্য অবস্থান করছেন। ইতিমধ্যেই আমাদের মধ্যে পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে। সারা বিশ্বের  মুসলিম ধর্ম অনুসারীরা এই মাহে রমজান উপলক্ষে ইবাদত করছেন। যথাযথ সময় অনুযায়ী পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা ও সালাত আদায় করা আমাদের জন্য একটি জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়।

কাতারের রমজানের সময়সূচি ২০২৫

কাতারে আপনারা যারা অবস্থান করছেন আপনারা বিভিন্ন কর্মের সাথে নিজেকে জড়িয়ে ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। এরই মধ্যে আপনারা পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করছেন সকল কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে। এজন্য আপনাদেরকে সময় সুচি ঠিকঠাক মতো অনুসরণ করার জন্য একটি বিশেষ সময় সূচি পেতে চান। আমরা  আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি সময়সূচি প্রস্তুত করেছি। যেটাকে অনুসরণ করে আপনারা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে পারবেন। প্রয়োজনে এটা ডাউনলোড করে নিয়ে আপনার মোবাইল ফোন সংরক্ষণ করতে পারবেন।

কাতার রোজার সময়সূচী ২০২৫

কাতারে ইতিমধ্যেই পবিত্র মাহে রমজান ২০২৫ সালের একটি রোজা অতিবাহিত হয়ে গেছে ।এখন পর্যন্ত যারা কাতারের রোজার সময়সূচী সংগ্রহ করতে পারেননি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের প্রতিবেদনের নিচের অংশে পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারের সেহেরী ও ইফতারের সময়সূচি উল্লেখসহ রোজার সময়সূচী প্রস্তুত করে প্রদান করছি। আপনারা এটি সংগ্রহ করে নিতে পারবেন এবং এই সময়সূচী অনুসরণ করে পবিত্র মাহে রমজানেসিয়াম পালন করতে পারবেন।

কাতারের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

কাতার একটি মুসলিম দেশ। এ দেশে অসংখ্য মুসলমান ধর্ম অনুসারী রয়েছে যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম যে দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন সে দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছি।তিনি বলেছেন, তোমরা যারা পবিত্র মাহে রমজানের রোজা পাবে, তারা তা পালন করবে। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে কাতারের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি উল্লেখ করছি। এই সময়সূচীটি কাতারের ধর্ম মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে আমরা টেবিল আকারে প্রস্তুত করেছি। যেটা অনুসরণ করতে আপনাদের অনেক সুবিধা হবে।

কাতারের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

( দোহা, আল রাইয়ান, আল ওয়াকরা,আল খোর, আল-শাহানিয়া,উম্মে সালাল, আল-সামাল )

রোজা/রমজান

তারিখ বার সেহরী শেষ সময় (ভোর)

ইফতারের সময় (সন্ধ্যা)

১ মার্চ শনিবার ০৪ঃ৪১ ০৫ঃ৩৬
রবিবার ০৪ঃ৪০

০৫ঃ৩৭

সোমবার ০৪ঃ৩৯ ০৫ঃ৩৮
মঙ্গলবার ০৪ঃ৩৮

০৫ঃ৩৯

বুধবার ০৪ঃ৩৭ ০৫ঃ৪০
বৃহঃবার ০৪ঃ৩৬

০৫ঃ৪১

শুক্রবার ০৪ঃ৩৫ ০৫ঃ৪২
শনিবার ০৪ঃ৩৪

০৫ঃ৪৩

রবিবার ০৪ঃ৩৩ ০৫ঃ৪৪
১০ ১০ সোমবার ০৪ঃ৩২

০৫ঃ৪৫

১১

১১ মার্চ মঙ্গলবার ০৪ঃ৩১ ০৫ঃ৪৬
১২ ১২ বুধবার ০৪ঃ৩০

০৫ঃ৪৭

১৩

১৩ বৃহঃবার ০৪ঃ২৯ ০৫ঃ৪৮
১৪ ১৪ শুক্রবার ০৪ঃ২৮

০৫ঃ৪৯

১৫

১৫ শনিবার ০৪ঃ২৭ ০৫ঃ৫০
১৬ ১৬ রবিবার ০৪ঃ২৬

০৫ঃ৫১

১৭

১৭ সোমবার ০৪ঃ২৫ ০৫ঃ৫২
১৮ ১৮ মঙ্গলবার ০৪ঃ২৪

০৫ঃ৫৩

১৯

১৯ বুধবার ০৪ঃ২৩ ০৫ঃ৫৪
২০ ২০ বৃহঃবার ০৪ঃ২২

০৫ঃ৫৫

২১

২১ মার্চ শুক্রবার ০৪ঃ২১ ০৫ঃ৫৬
২২ ২২ শনিবার ০৪ঃ২০

০৫ঃ৫৭

২৩

২৩ রবিবার ০৪ঃ১৯ ০৫ঃ৫৮
২৪ ২৪ সোমবার ০৪ঃ১৮

০৫ঃ৫৯

২৫

২৫ মঙ্গলবার ০৪ঃ১৭ ০৬ঃ০০
২৬ ২৬ বুধবার ০৪ঃ১৬

০৬ঃ০১

২৭

২৭ বৃহঃবার ০৪ঃ১৫ ০৬ঃ০২
২৮ ২৮ শুক্রবার ০৪ঃ১৪

০৬ঃ০৩

২৯

২৯ শনিবার ০৪ঃ১৩ ০৬ঃ০৪
৩০ ৩০ রবিবার ০৪ঃ১২

০৬ঃ০৫

কাতারে আজকে ইফতারের সময়

ইফতার গ্রহণ করা প্রত্যেকটি রোজাদার ঈমানদার ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহানবী হযরত মুহাম্মদ সাঃ যথাসময়ে ইফতার গ্রহণের কথা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, ইফতার কখনো দেরিতে করা উচিত নয়। আমরা যথাসময়ে ইফতার গ্রহণ করব এবং মাগরিবের ফরজ সালাত আদায় করে নেব। কাতারে আজকে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা দুই মিনিটে। এবং কাতারের পার্শ্ববর্তী যে সকল দেশ রয়েছে সে সকল দেশের  সময়সূচির সাথে সর্বোচ্চ ১ থেকে ৫ মিনিট যোগ করে নিয়ে ইফতার গ্রহণ করতে পারেন। এটা করা হয় সাধারণত ভৌগোলিক দূরত্ব অনুযায়ী।

কাতারে আজকে সেহরির শেষ সময়

আমাদেরকে রাত্রির শেষ অংশে অর্থাৎ সুবহে সাদিকের পূর্বে সেহরি গ্রহণ করতে হয়। সেহরি গ্রহণ করা প্রত্যেকটি ঈমানদার রোজাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সুন্নত। পাঁচ ওয়াক্ত সালাতের যেমন নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে সেরকম সেহেরি গ্রহণ করার জন্য একটি নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে ।এই নির্ধারিত ওয়াক্ত অনুযায়ী আমাদেরকে সেহেরি গ্রহণ করতে হবে। সিয়াম সাধনার পূর্ব শর্ত হচ্ছে সেহরি গ্রহণ করা। নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম দেরি করে সেহেরী গ্রহণ করতেন। সুতরাং আমাদেরকে সেহেরী ওয়াক্ত শুরু হওয়ার আগেই সেহেরি গ্রহণ করা যাবেনা। নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যে সময়সূচিতে সেহেরি গ্রহণ করতেন আমরা সেই সময় অনুপাতে সেহেরিগ্রহণ করব এবং এটাই সুন্নত। আজকে কাতারের সেহরির শেষ সময় ভোর ছয়টা সাত মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *