রোজা কত তারিখে ২০২৫ বাংলাদেশে জানা গেল আজকে?

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাবিশ্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পবিত্র মাহে রমজান আমাদের সামনে উকি দিচ্ছে। হাজারো মুসলমান পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। পবিত্র মাহে রমজান মাস মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস। রমজান মাসে সারা বিশ্বের মুসলমানগণ সিয়াম সাধনার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নিকট নিজেকে সোপর্দ করে। রমজান মাস শুরু হওয়। নির্ভর করে চাঁদ দেখার উপর নির্ভর করে। সে ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে চাঁদ লক্ষ্য করা যাবে এটা স্বাভাবিক ব্যাপার।
সম্মানিত মুসলিম তৌহিদী জনতা, আপনারা যারা অনলাইনে এসে পবিত্র মাহে রমজানের সর্বশেষ খবর জানতে আগ্রহ প্রকাশ করছেন আপনারা সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা আমাদের আজকের প্রতিবেদনে ২০২৫ সালের পবিত্র মাহে রমজান কখন থেকে শুরু হচ্ছে সে বিষয়ে আপনাদের সম্ভাব্য সময় উল্লেখ করব। আপনারা প্রতিবেদনটি শেষ পর্যন্ত পাঠ করুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এ বিষয়ে আপনাদেরকে যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করব।
সৌদি আরবের চাঁদ উঠেছে কি?
সৌদি আরবের চাঁদ উঠেছে কি? এই প্রশ্ন এখন সারা বিশ্বের লাখো মুসলমানদের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এ দেশে সর্বপ্রথম আকাশের চাঁদ লক্ষ্য করা যায় কেননা আরবি মাসগুলো চন্দ্রের উপর নির্ভর করে পরিচালিত হয়। সে ক্ষেত্রে যেহেতু পৃথিবী পশ্চিম দিক থেকে প্রতিনিয়ত ঘুরছে সেহেতু পশ্চিমা দেশগুলোতে সর্বপ্রথম চাঁদ লক্ষ করা যায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত ২৭শে ফেব্রুয়ারি অর্থাৎ শাবান মাসের ২৯ তারিখ সৌদি আরবের আকাশে চাঁদ লক্ষ্য করা যায় নাই ,আজ ২৮শে ফেব্রুয়ারি সৌদি আরবের আকাশের চাঁদ লক্ষ্য করা যাবে। কেননা শাবান মাস ৩০ দিনে আজকে পূর্ণ হবে। আগামীকাল থেকে সৌদি আরবের প্রথম রোজা পালিত হবে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গতকাল চাঁদ দেখা কমিটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, সৌদি আরবের আকাশে কোথাও চাঁদ লক্ষ্য করা যায় নাই সে ক্ষেত্রে ০১ লা মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন চাঁদ দেখা কমিটি ।এ সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে, “তোমরা রমজান পালন করবে চাঁদ দেখে এবং যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তোমরা রমজান রোজা বন্ধ করে দিবে”। আজকে সৌদি আরবের আকাশে চাঁদ লক্ষ্য করা গেলে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজানের ঘোষণা দিয়ে দেবেন ।এবং সে দেশের সকল মুসলমানদের জন্য পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের নির্দেশনা প্রদান করবেন।
বাংলাদেশের রমজান কবে থেকে?
বাংলাদেশে পবিত্র মাহে রমজান সাধারণত সৌদি আরবের একদিন পরেই পালিত হয়ে থাকে। কেননা চন্দ্র অনুযায়ী আমরা সৌদি আরবের থেকে ২১ ঘণ্টা পিছিয়ে আছি। সে ক্ষেত্রে আমাদের দেশে চাঁদ লক্ষ্য করা যাবে সৌদি আরব থেকে মোটামুটি প্রায় ০১ দিন পরে। অতএব সৌদি আরবে যদি ০১ লা মার্চ থেকে রমজান শুরু হয় তাহলে আমাদের দেশে ০২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। তবে সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের আকাশে চাঁদ লক্ষ্য করতে হবে। চাঁদ দেখা গেলেই পবিত্র মাহে রমজানের ইবাদত পালন করা শুরু হয়ে যাবে। এ রাতেই তারাবির সালাত এবং এবং রাত্রির শেষ অংশে সেহেরী গ্রহণ করা হবে।
রোজা কত তারিখে ২০২৫ বাংলাদেশে জানা গেল আজকে?
বাংলাদেশ চাঁদ দেখা কমিটি আজকে দিবাগত সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা উপলক্ষে বাংলাদেশের আকাশে অনুসন্ধান চালাবে। আজকে চাঁদ দেখা না গেলে আগামীকালকে আবারো দিবাগত সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা হবে। বাংলাদেশের আকাশ চাঁদ দেখা গেলেই চাঁদ দেখা কমিটি পবিত্র মাহে রমজানের অনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবেন। আমরা সাধারণত সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে এ কথা মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে বলতে পারি যে বাংলাদেশের পবিত্র মাহে রমজানের শুরু হচ্ছে ০২ মার্চ থেকে কেননা সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে ০১ মার্চ থেকে। বাংলাদেশের আকাশে যখন পবিত্র মাহে রমজানের চাঁদ লক্ষ্য করা যাবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এ বছরেও আনুষ্ঠানিকভাবে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার ঘোষণা প্রদান করবেন। পাশাপাশি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে সিয়াম পালনের নির্দেশনা প্রদান করবেন।
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছর রমজানের জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রদান করে থাকেন। এ বছরেও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান উপলক্ষে সময়সূচি প্রদান করেছেন। সময়সূচিতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ০২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে বলে সম্ভব্য ঘোষণা দিয়েছেন। আজকে মোটামুটি ভাবে নিশ্চিত ভাবে বলা যায় যে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের এই নির্ধারিত সময়সূচী বহাল থাকবে। আমরা যে সময়সূচীটি প্রকাশ করছি এই সময় সূচিটি শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য হবে। সারা দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা কার্যালয় থেকে সময়সূচি প্রদান করা হয়েছে। আপনারা নিজ নিজ জেলার জন্য পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজগুলো অনুসরণ করতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সময়সূচি অনুযায়ী টেবিল আকারের সময়সূচি প্রকাশ করেছি।
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
( এই সময় সূচিটি শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য হবে )
রোজা |
সেহরি | ইফতার | তারিখ |
01 | 05:04 AM | 6:02 PM |
02-03-2025 |
02 |
05:03 AM | 6:03 PM | 03-03-2025 |
03 | 05:02 AM | 6:04 PM |
04-03-2025 |
04 |
05:01 AM | 6:05 PM | 05-03-2025 |
05 | 05:00 AM | 6:06 PM |
06-03-2025 |
06 |
04:59 AM | 6:07 PM | 07-03-2025 |
07 | 04:58 AM | 6:08 PM |
08-03-2025 |
08 |
04:57 AM | 6:09 PM | 09-03-2025 |
09 | 04:56 AM | 6:10 PM |
10-03-2025 |
10 |
04:55 AM | 6:11 PM | 11-03-2025 |
11 | 04:54 AM | 6:12 PM |
12-03-2025 |
12 |
04:53 AM | 6:13 PM | 13-03-2025 |
13 | 04:52 AM | 6:14 PM |
14-03-2025 |
14 |
04:51 AM | 6:15 PM | 15-03-2025 |
15 | 04:50 AM | 6:16 PM |
16-03-2025 |
16 |
04:49 AM | 6:17 PM | 17-03-2025 |
17 | 04:49 AM | 6:18 PM |
18-03-2025 |
18 |
04:48 AM | 6:19 PM | 19-03-2025 |
19 | 04:47 AM | 6:20 PM |
20-03-2025 |
20 |
04:46 AM | 6:21 PM | 21-03-2025 |
21 | 04:45 AM | 6:22 PM |
22-03-2025 |
22 |
04:44 AM | 6:23 PM | 23-03-2025 |
23 | 04:43 AM | 6:24 PM |
24-03-2025 |
24 |
04:42 AM | 6:25 PM | 25-03-2025 |
25 | 04:41 AM | 6:26 PM |
26-03-2025 |
26 |
04:40 AM | 6:27 PM | 27-03-2025 |
27 | 04:39 AM | 6:28 PM |
28-03-2025 |
28 |
04:39 AM | 6:29 PM |
29-03-2025 |
29 |
04:38 AM | 6:30 PM | 30-03-2025 |
30 | 04:37 AM | 6:31 PM |
31-03-2025 |
( বিঃ দ্রঃ- পবিত্র মাহে রমজান চাঁদ দেখার উপর নির্ভর করে )