জামালপুর ইফতারের সময়সূচি ২০২৫ ( আজকের সেহরি ও ইফতার সময় )

জামালপুর ইফতারের সময়সূচি ২০২৫। আজকের সেহরি ও ইফতার সময়। ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, জামালপুর সদর উপজেলার ইফতারের সময়সূচিঃ বাংলাদেশের আকাশে ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের চাঁদ উদিত হয়েছে। গতকাল সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ লক্ষ্য করা গেছে এবং আজকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান পালিত হয়েছে। বাংলাদেশ আগামী কাল থেকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন পালিত হবে। পবিত্র মাহে রমজানে বাংলাদেশের অসংখ্য মুসলমান ধর্ম অনুসারীরা সিয়াম পালন করে থাকেন। পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করা একজন ঈমানদার মুসলমানের জন্য ফরজ ইবাদত। মহান রব্বুল আলামীন পবিত্র এই মাহে রমজান মাসকে অতীব মর্যাদা দিয়ে দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামীন নবী করীম সাঃ এর মাধ্যমে কুরআন মাজীদের আয়াত অবতীর্ণ করেছিলেন।
সম্মানিত জামালপুর বাসী, আপনারা যারা পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়ামম পালন করার প্রস্তুতি নিচ্ছেন অথবা সিয়াম পালন করছেন, আপনাদের এই মুহূর্তে একটি বিশেষ ইফতারের সময়সূচি প্রয়োজন রয়েছে । আমরা আজকে আমাদের প্রতিবেদনে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি সময়সূচি প্রস্তুত করেছি। যেটা এই প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আপনারা প্রয়োজন মনে করলে এই সময়সূচিটি ডাউনলোড করে নিতে পারেন।
২০২৫ সালের পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ক্যালেন্ডার আপনাদের সামনে উপস্থাপন করছি। যেটি রমজানের সিয়াম পালন করার ক্ষেত্রে আপনার বিশেষ কাজে আসবে। যথাযথ সময় অনুযায়ী সিয়াম পালন করা আমাদের প্রত্যেক রোজাদারের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং রমজান উপলক্ষে আপনাকে সেহরির সময় ও ইফতারের সময় এই ক্যালেন্ডার অনুযায়ী সিয়াম পালন করার জন্য সহ সহায়ক ভূমিকা পালন করবে।
জামালপুরে ইফতারের সময়সূচি ২০২৫
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর রমজানের সময়সূচি প্রকাশ করে থাকেন। আপনারা জামালপুরবাসি অনেকেই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের কাছে জামালপুরের জন্য একটি বিশেষ ইফতারের সময়সূচি কমেন্টের মাধ্যমে চেয়েছিলেন। আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের প্রতিবেদনে জামালপুর জেলা ও এর সকল আশেপাশের সকল উপজেলার জন্য একটি সময়সূচি প্রস্তুত করেছি। এই সময় সুচি অনুযায়ী আপনারা পবিত্র মাহে রমজানের ইফতার গ্রহণ করতে পারবেন। ইফতার গ্রহণ করা প্রত্যেকটি মুসলমান রোজাদার ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যা নবী রাসুল সাঃ করেছিলেন এবং ইফতার গ্রহণ করা আমাদের জন্য সুন্নত।
জামালপুরে ইফতারের সময়সূচি ২০২৫
( ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, জামালপুর সদর উপজেলার ইফতারের সময়সূচি )
রোজা |
ইফতার | তারিখ |
01 | 6:03 PM |
02-03-2025 |
02 |
6:04 PM | 03-03-2025 |
03 | 6:04 PM |
04-03-2025 |
04 |
6:05 PM | 05-03-2025 |
05 | 6:06 PM |
06-03-2025 |
06 |
6:07 PM | 07-03-2025 |
07 | 6:08 PM |
08-03-2025 |
08 |
6:09 PM | 09-03-2025 |
09 | 6:10 PM |
10-03-2025 |
10 |
6:11 PM | 11-03-2025 |
11 | 6:12 PM |
12-03-2025 |
12 |
6:13 PM | 13-03-2025 |
13 | 6:14 PM |
14-03-2025 |
14 |
6:15 PM | 15-03-2025 |
15 | 6:16 PM |
16-03-2025 |
16 |
6:17 PM | 17-03-2025 |
17 | 6:18 PM |
18-03-2025 |
18 |
6:19 PM | 19-03-2025 |
19 | 6:20 PM |
20-03-2025 |
20 |
6:21 PM | 21-03-2025 |
21 | 6:22 PM |
22-03-2025 |
22 |
6:23 PM | 23-03-2025 |
23 | 6:24 PM |
24-03-2025 |
24 |
6:25 PM | 25-03-2025 |
25 | 6:26 PM |
26-03-2025 |
26 |
6:27 PM | 27-03-2025 |
27 | 6:28 PM |
28-03-2025 |
28 |
6:29 PM | 29-03-2025 |
29 | 6:30 PM |
30-03-2025 |
30 |
6:31 PM |
31-03-2025 |
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলার ইফতারের সময়সূচি
বাংলাদেশের সকল জেলার জন্য বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের জন্য নির্দেশনা প্রদান করে থাকেন। এবং সকল জেলাভিত্তিক স্থানীয় সময় অনুযায়ী সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করে থাকেন। আমরা প্রতিবেদনের উপরের অংশে যে সময়সূচীটি উল্লেখ করেছি সে সময়সূচিটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জামালপুর জেলা কার্যালয় থেকে সংগ্রহ করে টেবিল আকারে প্রস্তুত করেছি। আপনারা এই সময়সূচী অনুযায়ী পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করবেন এবং ইফতার গ্রহণ করবেন।
আজকের সেহেরী শেষ সময়
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার যেমন ওয়াক্ত রয়েছে তেমনি পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের জন্য আমাদের নির্দেশটি একটি ওয়াক্ত রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আমরা যারা পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে সেহরি গ্রহণ করতে হবে। সেহরি গ্রহণ করা প্রত্যেকটি ঈমানদার মুসলমান রোজাদার ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ ইবাদত এবং সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে সেহরি গ্রহণ করতেন। সেক্ষেত্রে আমাদেরকেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের অনুসারী হিসেবে ওই সময়ই পবিত্র মাহে রমজানের সেহরি গ্রহণ করতে হবে। বর্তমানে আধুনিক যুগে ঘড়ির কাটার মাধ্যমে সবকিছু পরিচালিত হয়ে থাকে / সময় পরিচালিত হয়ে থাকে। সেই সময়সূচী অনুযায়ী আজকের সেহরির শেষ সময় জামালপুর জেলার জন্য ভোর ০৫ঃ০৬ মিনিটে।
আজকের ইফতারের সময়
যথা সময় ইফতার গ্রহণ করা রোজাদার ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যথাসময়ে ইফতার গ্রহণ না করলে আপনার রোজা সঠিক না হওয়ার সম্ভাবনা রয়েছে। মহান মহানবী হযরত মুহাম্মদ সাঃ ইফতারের বিষয়ে কখনো দেরি করতেন না। তিনি বলেছেন, “তোমরা ইফতার খাও কেননা এতে বরকত রয়েছে। ইফতার গ্রহণে তোমরা কখনো দেরি করিও না। দ্রুত ইফতার গ্রহণ করে মাগরিবের ফরজ সালাত আদায় করো”। সুতরাং আমরা যথাসময়ে ইফতার গ্রহণ করব, মাগরিবের ফরজ সালাত আদায় করব এবং পরবর্তী রোজার জন্য তারাবির সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। জামালপুর জেলার আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬ঃ০৩ মিনিটে
আসুন পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী করে মহান রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করার চেষ্টা করি। পবিত্র মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে সকল মুসলমানকে অবহিত করি। এ মাসে বেশি বেশি দান করি। বেশি বেশি গানের মাধ্যমে আমরা আমাদের অর্জিত সম্পদের যাকাত প্রদান করি। এ মাসে এক টাকা দান করলে অন্যান্য মাসের ৭০ টাকা দানেরর সাওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের সকলের ইবাদত গুলোকে কবুল করে নেন। সকলের দানগুলোকে কবুল করে নেন। আমিন।