সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ রাজশাহী

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ রাজশাহী। আজকের ইফতার ও সেহরির শেষ সময় গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর,বাঘা, চারঘাট, পবা উপজেলার: “যখন তোমরা (রমজানের) চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন (শাওয়াল মাসের) চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে”। “আকাশ যদি মেঘাছন্ন থাকে তবে রমজান মাস ৩০ দিন ধরে হিসাব করববে”— সহি বুখারী” ।পবিত্র মাহে রমজান আমাদের আমাদের মাঝে উপস্থিত হতে চলেছে। শাবান মাসের দিবাগত রাতে ২৯ তারিখ কিংবা ৩০ তারিখে বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ লক্ষ্য করা যাবে। প্রাপ্তবয়স্ক সকল নর- নারীদের জন্য রমজানের রোজা রাখা ফরজ। শুধুমাত্র কোন শরীয় ওজর ছাড়া কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে রোজা পরিত্যাগ করতে পারবেনা। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে এই পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন না করে তাহলে সে মহান রব্বুল আলামীনের অবাধ্য বান্দা হিসেবে ঘোষিত হবে।
সম্মানিত রাজশাহীবাসী, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হতে চলেছে ।বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ০১ মার্চ দিবাগত রাতে পবিত্র মাহে রমজানের চাঁদ লক্ষ্য করা যাবে এবং ০২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে যারা রাজশাহী বাসী রয়েছেন আপনাদের বিশেষ সময়সূচী ও রমজানের ক্যালেন্ডার প্রয়োজন রয়েছে। আমাদের ওয়েবসাইটে অনেকেই পবিত্র মাহে রমজান এর সময়সূচী চেয়ে কমান্ড করেছেন। আপনাদের সুবিধার্থে আজকে আমরা আমাদের প্রতিবেদনে রাজশাহীর জেলা বাসীর জন্য একটি রমজানের সময়সূচি প্রস্তুত করেছি। যেটা এই প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে।
২০২৫ সালের রোজা কবে থেকে শুরু?
পবিত্র মাহে রমজান কবে থেকে শুরু হচ্ছে?। এ বিষয়ে অনেকে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আপনাদের এ বিষয়ে সুস্পষ্ট করার জন্য বলা হচ্ছে যে,সৌদি আরবের একদিন পরেই বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হয়ে থাকে। সৌদি আরবের জ্যোতি বিদ্যা বিজ্ঞানী ও ধর্ম মন্ত্রণালয় থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা সময়সূচি প্রকাশ করা হয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি তারিখ দিবাগত রাতে সেখানে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাবে। ০১ মার্চ থেকে সেখানে পবিত্র মাহে রমজান পালিত হবে। সে হিসেবে হিসেব করলে বাংলাদেশ ০২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান পালিত হবে। এবং বাংলাদেশের আকাশে ০১ মার্চে দিবাগত রাতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাবে।
রমজানের আর কতদিন বাকি?
পবিত্র মাহে রমজান শুরু হতে চলেছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যে সময় সূচি প্রকাশ করেছে সে সময়সূচিতে উল্লেখ রয়েছে আগামী ০২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। সে হিসেবে আর রমজানের তিন থেকে চার দিন বাকি রয়েছে। আপনারা পবিত্র মাহে রমজান উপলক্ষে বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। আরবি মাসগুলো চন্দ্রের উপর নির্ভর করে পরিচালিত হয়ে থাকে সুতরাং তাকে চাঁদ দেখে রোজা শুরু করতে হবে এবং চাঁদে দেখে রমজান শেষ করতে হবে।
রমজানের ক্যালেন্ডার ২০২৫
পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করার সময় আমাদের একটি বিশেষ রমজানের ক্যালেন্ডার হলে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করার জন্য আমাদের বিশেষ সহায়ক ভূমিকা পালন করে । সে জন্য বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর রমজানের সময়সূচি প্রকাশ করে থাকে। ইতিমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের সকল জেলার জন্য সময়সূচি প্রকাশ করেছেন। সেই সময়সূচিটি আমরা ক্যালেন্ডার আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ক্যালেন্ডারটিতে আপনারা রোজা রাখার নিয়ত, ইফতারের নিয়ত সহ পূর্ণাঙ্গ রমজানের সময়সূচী পেয়ে যাবেন। আপনারা একটু মনোযোগ সহকারে ক্যালেন্ডারটা একটু দেখে নেবেন।
রাজশাহী জেলার সেহেরী ও ইফতারের সময়সূচি ২০২৫
গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর,বাঘা, চারঘাট, পবা উপজেলার যে সকল বাসিন্দা রয়েছেন। আপনারা পবিত্র মাহে রমজান উপলক্ষে সিয়াম পালন করছেন। আপনাদের সুবিধার্থে আমরা একটি পবিত্র মাহে রমজানের সময়সূচি প্রকাশ করছি। এই সময়সূচী শুধুমাত্র রাজশাহী অঞ্চলের জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা এই সময়সূচি অনুযায়ী পবিত্র মাহে রমজান সিয়াম পালন করতে পারবেন। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ঢাকা জেলার সময়সূচি থেকে রাজশাহী জেলার দূরত্ব অনুযায়ী এই সময়সূচি প্রস্তুত করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সময়সুচি বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে আপনাদের জন্য। তবে এটি একটি সম্ভাব্য সময়সূচী কেননা পবিত্র মাহে রমজান শুরু হওয়া নির্ভর করে চাঁদ দেখার উপর নির্ভর করে।
রোজা |
সেহরির শেষ সময় ( ভোর ) | ইফতারের সময় ( সন্ধ্যা ) | তারিখ |
01 | 05:09 AM | 6:05 PM |
02-03-2025 |
02 |
05:08 AM | 6:06 PM | 03-03-2025 |
03 | 05:07 AM | 6:07 PM |
04-03-2025 |
04 |
05:06 AM | 6:08 PM | 05-03-2025 |
05 | 05:05 AM | 6:09 PM |
06-03-2025 |
06 |
05:04 AM | 6:10 PM | 07-03-2025 |
07 | 05:05 AM | 6:11 PM |
08-03-2025 |
08 |
05:03 AM | 6:12 PM | 09-03-2025 |
09 | 05:02 AM | 6:13 PM |
10-03-2025 |
10 |
05:01 AM | 6:14 PM | 11-03-2025 |
11 | 05:00 AM | 6:15 PM |
12-03-2025 |
12 |
04:59 AM | 6:16 PM | 13-03-2025 |
13 | 04:58 AM | 6:17 PM |
14-03-2025 |
14 |
04:57 AM | 6:18 PM | 15-03-2025 |
15 | 04:56 AM | 6:19 PM |
16-03-2025 |
16 |
04:55 AM | 6:20 PM | 17-03-2025 |
17 | 04:54 AM | 6:21 PM |
18-03-2025 |
18 |
04:53 AM | 6:22 PM | 19-03-2025 |
19 | 04:52 AM | 6:23 PM |
20-03-2025 |
20 |
04:51 AM | 6:24 PM | 21-03-2025 |
21 | 04:50 AM | 6:25 PM |
22-03-2025 |
22 |
04:49 AM | 6:26 PM | 23-03-2025 |
23 | 04:48 AM | 6:27 PM |
24-03-2025 |
24 |
04:47 AM | 6:28 PM | 25-03-2025 |
25 | 04:46 AM | 6:29 PM |
26-03-2025 |
26 |
04:45 AM | 6:30 PM | 27-03-2025 |
27 | 04:44 AM | 6:31 PM |
28-03-2025 |
28 |
04:43 AM | 6:32 PM | 29-03-2025 |
29 |
04:42 AM | 6:33 PM | 30-03-2025 |
30 | 04:41 AM | 6:34 PM |
31-03-2025 |
আজকের ইফতারের সময়
ইফতার গ্রহণ করা আমাদের জন্য সুন্নত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদেরকে যথাসময়ে ইফতার গ্রহণ করতে হবে ইফতার গ্রহণের বিষয় বলা রয়েছে, “তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ফেরত হয় না তার মধ্যে একটি হলো রোজাদারদের ইফতারের সময়ের দোয়া। এই সময় আপনারা বেশি বেশি দোয়া প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে। ইফতারের সময় কখনো অবহেলা করে দেরিতে ইফতার করবেন না। দেরিতে ইফতার করলে আপনার রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে।
আজকের সেহরীর শেষ সময়
যথা সময়ে সেহরি গ্রহণ করা রোজার পূর্ব শর্ত। অনেকেই সেহেরী গ্রহণের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে কিংবা সেহরি গ্রহণের যথাযথ সময়ে না হওয়ায় হওয়ার আগেই সেহরি গ্রহণ করে এটি আসলে সঠিক নয়। সেহরি গ্রহণের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এই সময়সীমার মধ্যে দিয়ে আপনাদেরকে সেটি গ্রহণ করতে হবে। আবার অনেকেই সেহের গ্রহণের জন্য ফজরের আযানের অপেক্ষা করে থাকেন এটি আসলে ঠিক নয়। কারণ ফজরের আজান হবে শুধুমাত্র ফজরের ওয়াক্ত শুরু হলেই। অনেকেই আবার বলে ফজরের আযানের পরেও সেহরি খাওয়া যায়। এটি ঠিক নয় কেননা, ফজরের আযান যদি সেহিরর ওয়াক্তের অনেক দেরিতে হয় কোন মসজিদে আর আপনি যদি সেই অপেক্ষায় থাকেন তাহলে আপনার রোজা নাও হতে পারে। আজকের সেহরির শেষ সময় ভোর ৫:৫৭ মিনিটে।
আমরা যথাসাধ্য চেষ্টা করছি পবিত্র মাহে রমজানের ইবাদত গুলোর মধ্য দিয়ে আল্লাহতালাকে খুশি ও রাজি করার জন্য। আল্লাহতায়ালা আমাদের ইবাদতগুলো কবুল করে নিয়ে আমাদের পূর্ববর্তী জীবনের গুনাহ গুলো ক্ষমা করে দিন। পবিত্র মাহে রমজান মাসে এক টাকা দান করলে অন্যান্য মাসের সত্তর টাকা দানের সাওয়াব পাওয়া যায়। সুতরাং এ মাসে বেশি বেশি দান করবেন। পাশাপাশি কোন রোজাদার ব্যক্তিকে শান্তি মত ইফতার গ্রহণ করালে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে ।সুতরাং সুযোগ থাকলে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার গ্রহণ করাবেন। আল্লাহ তা’আলা আপনাদের সকলের ইবাদতগুলোকে কবুল করে নিন। আমীন।