কবে শবে বরাত ২০২৫? কবে পালিত হবে ওমান, কাতার, সৌদি আরব এবং বাংলাদেশে?

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পালিত হবে “লাইলাতুল বরাত” অর্থাৎ শবে বরাত। বিশ্বের সকল মুসলিম দেশগুলোতে পবিত্র শবে বরাত একটি অতীব গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত রাত। এ রাতে মহান রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে আগমন করেন এবং বান্দাদের জীবনের পূর্ববর্তী গুনাহ গুলো মাফ করে দেন। এই রাতে বান্দাদের সকল চাওয়া- পাওয়া গুলোকে পূরণ করার অঙ্গীকার করেন। পবিত্র শবে বরাত চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে শবে বরাতের রাত্রি উদযাপিত হয়ে থাকে। ভৌগোলিক সীমারেখার উপর নির্ভর করে কোন দেশে একদিন আগে এবং কোন দেশে একদিন পরে শবে বরাত পালিত হয়ে থাকে।
আমরা আজকে আমাদের প্রতিবেদনে বিশ্বের চারটি দেশের কবে শবে বরাত পালিত হবে সে সম্পর্কে আমাদের প্রতিবেদনে আলোচনা করব। চারটি দেশ হলো বাংলাদেশ, ওমান, কাতার এবং সৌদি আরব। আপনারা প্রতিবেদনটি মনোযোগ সহকারে পাঠ করলে এই চারটি দেশের যে সকল মুসলমান ধর্ম অনুসারী রয়েছেন এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।
শবে বরাতের গুরুত্ব ও ফজিলত
এই রাত্রি মুসলমান ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। এ রাতে আল্লাহর নৈকট্য লাভের এবং আল্লাহকে সন্তুষ্টি করার বিশেষ সুযোগ রয়েছে। তাই আমাদেরকে এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে মহান রাব্বুল আলামিনকে খুশি ও রাজি করাতে হবে। পাশাপাশি এই রাতে বেশি ইবাদতের মাধ্যমে আমাদের জীবনের পূর্ববর্তী গুনাহ গুলো থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তওবা করে নিতে হবে। এবং ভবিষ্যতে ধর্মীয় সঠিক পন্থায় বাকি জীবনটুকু অতিবাহিত করতে হবে এই অঙ্গীকার মহান রব্বুল আলামীনের কাছে করতে হবে। শবে বরাতের রাত্রি একটি মহিমান্বিত রাত্রি।
এ রাত্রি সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে স্বয়ং মহান রাব্বুল আলামিন এ রাতে পৃথিবীর আকাশে অবতরণ করবেন এবং তিনি “বান্দাদের দিকে নেক দৃষ্টি দিবেন এবং তিনি বলবেন কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাদেরকে ক্ষমা করে দেবো।কেউ কি আছো যে আমার কাছে রিযিক চাইবে? আমি তাদেরকে রিজিক দেব। এমন কেউ কি আছো যে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে? আমি তাকে বিপক্ষে মুক্তি দেবো। এভাবে মহান রব্বুল আলামীন সারারাত বান্দাদের বিভিন্ন চাওয়া পাওয়া পূরণের জন্য ঘোষণা দিতে থাকবেন।
হাদিসের বর্ণিত রয়েছে যে “শাবান মাসের মধ্য রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামীন বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন”।
ওমানে কবে পালিত হবে শবে বরাত
বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক সীমারেখার কারণে চাঁদের দূরত্ব দেশ থেকে কম বেশি হয়ে থাকে। মুসলিম ধর্ম সম্প্রদায়ের বিশেষ বিশেষ দিবসগুলো এবং হিজরী বর্ষপঞ্জিকা চন্দ্র এর অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। সুতরাং বিভিন্ন দেশে একদিন আগে শবে বরাত পালিত হবে এবং কোন দেশেই একদিন পরে পালিত হবে। ওমানের মুসলমানগন সৌদি আরবের সময়সূচী অনুসরণ করে শবে বরাত পালন করে থাকে। ২০২৫ সালের শবে বরাত পালিত হবে ওমানে ১৩ই মার্চ ২০২৫ ইং তারিখে দিবাগত রাতে। এ রাতে ওমানের মুসলমানেরা সারারাত ইবাদত বন্ধগীর মধ্যে দিয়ে রাত্রিটিকে অতিবাহিত করে থাকেন। এই সময়ে ওমানের প্রবাসী ভাই ও বোনেরা ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই রাত্রিকে উদযাপন করে থাকে।
কাতারে কবে পালিত হবে শবে বরাত
ওমান দেশের মতোই কাতারেও পবিত্র শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত পালিত হবে সৌদি আরবের সময়সূচি অনুযায়ী। সেই সূত্র ধরে কাতারে শবে বরাত পালিত হবে ১৩ই মার্চ ২০২৫ ইং তারিখের দিবাগত রাত্রে। এ রাতে কাতার দেশের মুসলমানগণ বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে নিজেকে মহান রব্বুল আলামীনের কাছ থেকে পাপ মুক্ত করে। পাশাপাশি তারা এই দিনে বেশি বেশি দান ছদকা করে থাকে।
সৌদি আরবে পবিত্র লাইলাতুল বরাত কবে
সৌদি আরবের মতো দেশে যেখানে প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম ধর্ম অনুসারী সেই দেশে লাইলাতুল বরাত শবে বরাত কত গুরুত্বের সহিত পালন করা হয় সেটা কমবেশি আমাদের সকলেরই জানা আছে। তাছাড়া এই রাত যেহেতু একটি মহিমান্বিত এবং অতীব গুরুত্বপূর্ণ রাত এ রাতে সৌদি আরবের বাসিন্দারা যথাযথ মর্যাদার মাধ্যমে এই রাত্রিটাকে উদযাপন করে থাকে। সৌদি আরবের পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত পালিত হবে ১৩ই মার্চ দিবাগত রাতে। সৌদি আরবে যারা প্রবাসী বাঙালি ভাই ও বোনেরা রয়েছেন তারা এই রাত্রিকে জীবনের শ্রেষ্ঠ এবং জীবনের শ্রেষ্ঠ সুযোগই মনে করে। ইবাদত বন্দেগির মাধ্যমে নিজেদেরকে মশগুল করে রাখবেন।
বাংলাদেশে শবে বরাত কবে
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পরে শবে বরাত পালিত হয়ে থাকে। শুধু শবে বরাতই নয় সৌদি আরব থেকে একদিন পরে বাংলাদেশের আকাশের চাঁদ লক্ষ্য করা যায়। যেহেতু শবে বরাত চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে সেহেতু সৌদি আরবের একদিন পরেই পবিত্র শবে বরাত পালিত হবে। সৌদি আরবে ১৩ই মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হলে বাংলাদেশের ১৪ ই মার্চ শবে বরাত পালিত হবে এবং পবিত্র মাহে রমজান আগামী ২ এপ্রিল ২০২৫ ইংতারিখে হতে পারে বলে সম্ভাব্য ধারণা করা হচ্ছে ।
আমরা আমাদের প্রতিবেদনে যে সময়সূচি গুলো উল্লেখ করা হলো এগুলো সম্ভাব্য ধারনা অনুযায়ী করা হয়েছে। যেহেতু এই দিবসগুলো সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। আপনারা সেদিকে লক্ষ্য রেখে পবিত্র শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করে আল্লাহ রব্বুল আলামীনের কাছে ক্ষমাপ্রার্থনা করুন। এবং মহান রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিজেকে পরিশুদ্ধ করুন এবং দিনের বেলা রোজা রেখে নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন। আল্লাহ সকলের ইবাদত গুলোকে কবুল করে নিন। আমীন।