২০২৫ সালের রমজানের ঈদ কবে? সৌদি আরবে চাঁদ দেখা গেছে কি?

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিবন্ধটি। ঈদ মোবারক! ঈদ মোবারক! মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে উপস্থিত হতে চলেছে। ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এই দিনটি মুসলমানদের জন্য খুশির দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বর্তমান সময়ে আমরা পবিত্র মাহে রমজানের শেষ দিকে অবস্থান করছি। শাওয়াল মাসের চাঁদ দেখা দিলেই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এই দিনে সকালবেলা মুসলমানগণ গোসল ছেড়ে ঈদগা ময়দানের দিকে ছুটতে থাকেন। সেখানে দুই রাকাত সালাত আদায়ের মধ্যে দিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে নিজেকে মেলে ধরেন।
সম্মানিত পাঠক, আপনারা ২০২৫ সালের রমজানের ঈদ কবে থেকে পালিত হবে সে বিষয়ে জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করছেন। আমরা আপনাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করব বলে অঙ্গীকার করছি। পাশাপাশি সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ হওয়ায় এবং সাধারণত সৌদি আরবের একদিন পরেই আমাদের দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়ে থাকে বিধায় আপনারা অনেকেই সৌদি আরবের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হতে অনলাইনে খোঁজাখুঁজি শুরু করেন। এ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি।
২০২৫ সালের সৌদি আরবে ঈদুল ফিতর কবে?
ইতি মধ্যেই সৌদি আরবের জ্যোতি বিদ্যা বিজ্ঞানী ২০২৫ সালের ঈদুল ফিতর কবে পালিত হবে সে সম্পর্কে সম্ভাব্য ঘোষণা প্রদান করেছেন। সেখানে উল্লেখ রয়েছে রমজান মাসের ২৯ তারিখ দিবাগত রাতে সৌদি আরবের আকাশে চাঁদের অনুসন্ধান করা হবে এবং ওই তারিখেই ছাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরবর্তী দিন এই শাওয়াল মাস শুরু হয়ে যাবে এবং পবিত্র ঈদুল ফিতর ওই দিনই পালিত হবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশের সময় অনুযায়ী ৩০ শে মার্চ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পড়ে। আর যদি রমজান মাসের ওই তারিখে সৌদি আরবের আকাশে চাঁদের সন্ধান পাওয়া না যায় তাহলে পূর্ন ৩০ দিনের রমজান মাস শেষ হবে সেক্ষেত্রে সৌদি আরবে ৩১ শে মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
সৌদি আরবে চাঁদ দেখা গেছে কি?
সৌদি আরবে প্রতিবছর রমজান মাসের ২৯ তারিখ দিবাগত রাতে চাঁদের অনুসন্ধান করা হয় এ বছরেও এর ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন সৌদি বাদশা। ওই দেশে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখার ব্যবস্থা করা হয় পাশাপাশি বিশেষ হটলাইন ফোন নাম্বারের মাধ্যমে সৌদি আরবের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা জানিয়ে দেওয়ার জন্য ফোন নাম্বার প্রকাশ করা হয়। সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে কিনা তা আমরা আগামী ৩০ মার্চ ২০২৫ ইং তারিখে নিশ্চিত করে আপনাদেরকে তথ্য দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের পরবর্তী আপডেট আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এ সংক্রান্ত তথ্য পেলেই আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো।
দুবাই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর কবে?
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়ে থাকে কেননা ঈদুল ফিতর চন্দ্রের উপর নির্ভরশীল হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়। সেক্ষেত্রে অবশ্যই চাঁদ দেখে তা নির্ণয় করা হয়। দুবাই, মালোশিয়া এবং সিঙ্গাপুর এর ভৌগোলিক দূরত্ব সৌদি আরব থেকে খুব বেশি না হওয়ার কারণে একই দিনে ঈদুল ফিতর পালিত হয়। সেক্ষেত্রে সৌদি আরবে যদি ৩০ শে মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হয় তাহলে পবিত্র রমজান ২৯ দিনে সমাপ্ত হয়। আবার যদি পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয় তাহলে ৩১ শে মার্চ সৌদি আরব, দুবাই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পবিত্র পালিত হবে।
ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে বাংলাদেশে?
শাওয়াল মাসের ২৯ তারিখ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার জন্য অনুসন্ধান করা হবে।ওই তারিখে পবিত্র মাহে রমজানের সমাপ্ত হলে পবিত্র শাওয়াল মাস শুরু হবে। এবং শাওয়াল মাসের প্রথম দিনেই পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। সেই সময়সূচী অনুযায়ী ইংরেজি বর্ষপঞ্জিকে অনুযায়ী ৩১ শে মার্চ পড়ে শাওয়াল মাসের ৩০ তারিখ। সে হিসাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ৩১ শে মার্চ। শাওয়াল মাসের ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে সে ক্ষেত্রে ০১ লাএপ্রিল ঈদুল ফিতর পালিত হবে। পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার উপর সম্পূর্ণ নির্ভরশীল। চাঁদ না দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কোন সুযোগ নাই।
২০২৫ সালের রমজানের ঈদ কবে?
বাংলাদেশের পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে এ নিয়ে অনলাইনে অনেকে অনুসন্ধান করে থাকেন পাশাপাশি সৌদি আরবের পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হচ্ছে সে তথ্য অনুসরণ করে নিশ্চিত হতে চান অনেকেই। পবিত্র মাহে রমজান ৩০ দিনে পূর্ণ হলে বাংলাদেশের পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ০১ লা এপ্রিল ২০২৫। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর সৌদি আরবে পালিত হবে ৩১ শে মার্চ। ২০২৫ সালের রমজান কবে হবে তা আমরা আমাদের দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার একদিন আগেই মোটামুটি ভাবে নিশ্চিত হতে পারব। কেননা সৌদি আরব থেকে আমাদের ভৌগোলিক দূরত্ব অনুযায়ী আমরা প্রায় ২৩ ঘন্টা পিছিয়ে আছি চন্দ্রের দিক দিয়ে হিসাব করে। সারা বিশ্বে একই চন্দ্র দিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়ে থাকে শুধুমাত্র ভৌগোলিক দূরত্ব অনুযায়ী সময়ের ব্যবধানে। তবে সৌদি আরবের ঘোষনা অনুযায়ী পবিত্র মাহে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে সে হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ০১ এপ্রিল ২০২৫ ইং তারিখে।
পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। চাঁদ দেখে পবিত্র রমজান শুরু হয়েছে এবং চাঁদ দেখেই পবিত্র রমজান শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে আগাম কোনভাবেই পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে তা নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই। একেবারে নিশ্চিতভাবে পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনের পরবর্তী আপডেট এ তা জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সকলেই ভালই থাকুন। আল্লাহতালা আপনাদের সকলের পবিত্র রমজান মাসের ইবাদত গুলোকে কবুল করে নিন। এ রমজান মাসে বেশি বেশি দান করার মধ্য দিয়ে মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। শবে কদরের রাতের ইবাদত গুলো মহান রাব্বুল আলামিন কবুল করে নিন। আমীন।
সৌদি আরবে চাঁদ দেখার সর্বশেষ খবর
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে চাঁদ লক্ষ্য করা যায়। ইংরেজি বর্ষপঞ্জিকা পালিত হয় সূর্য এর উপর নির্ভর করে। আর হিজরী বর্ষপঞ্জিকা চন্দ্র এর উপর নির্ভর করে। কোন দেশে সৌদি আরব এবং বাংলাদেশের থেকে কিছু সময় আগেই সন্ধ্যা হয়ে যায় এবং সেই দেশের আকাশে চন্দ্র এর অবস্থান নির্ণয় করা যায়। সে ক্ষেত্রে আজকে আজকে অস্ট্রেলিয়াতে ২৯ শে রমজান পালিত হয়েছে এবং সে দেশের আকাশে চাঁদের অনুসন্ধান করা হয় কিন্তু অস্ট্রেলিয়ার আকাশে ২৯ শে রমজান চাঁদ লক্ষ্য করা যায় নাই। সে কারণে পুরো দেশটিতে পুরো ৩০ টি সিয়াম সাধনা করা হবে এবং ৩১ শে মার্চ সে দেশে ঈদুল ফিতর পালিত হবে। অস্ট্রেলিয়ার পাশাপাশি সৌদি আরবেও ৩১ শে মার্চ ঈদুল ফিতর পালিত হবে।