Ramadan Schedule

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার সৌদি আরব ( সেহরি ও ইফতারের সময়সূচি )

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার সৌদি আরব। সেহরি ও ইফতারের সময়সূচি : সৌদি আরব পৃথিবীর বুকে মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র ।আয়তনের দিক থেকে এটি এশিয়ার মহাদেশের সবচেয়ে বড় আরব দেশ এবং মুসলিম বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ সৌদি আরব। সৌদি আরবের উত্তর দিকে রয়েছে জর্দান ও ইরাক, উত্তর পূর্ব দিকে রয়েছে কুয়েত, পূর্বে রয়েছে কাতার, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত সর্বশেষ দক্ষিনে আছে ইয়েমেন। এই দেশে প্রচুর পরিমাণে বাংলাদেশী প্রবাসী রয়েছে। সৌদি আরবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। কারণ সৌদি আরবের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসারী।

সম্মানিত পাঠক, আমরা আজকে আমাদের প্রতিবেদনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের ২০২৫ সালের  রমজানের ক্যালেন্ডার ও সময়সূচি উপস্থাপন করব ।পাশাপাশি সৌদি আরবের  রমজানের সেহরির শেষ সময় এবং ইফতারের সময় উল্লেখ করব। সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন আপনারা এই সময়সূচি ও অনুসরণ করে পবিত্র রমজান মাসের সিয়াম গুলো পালন করতে পারবেন। পাশাপাশি এই ক্যালেন্ডারটি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন

সৌদি আরবে রমজান কবে থেকে শুরু?

সৌদি আরবের জ্যোতিবিজ্ঞানী ইব্রাহিম ইব্রাহিম আল জারওয়ান চলতি বছরের রমজানের সময়সূচী প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে আগামী ০১ মার্চ ২০২৫ ইং তারিখ হতে পবিত্র মাহে রমজান শুরু হবে। যদিও তিনি বলেছেন এটি একটি সম্ভাব্য তারিখ। কেননা রমজান শুরু হয়  চাঁদ দেখার উপরে নির্ভর করে। তিনি বিষয়টি আরো নিশ্চিত করে বলেছেন যে শাবান মাসের ২৯ তারিখে দিবাগত সন্ধ্যায় সৌদি আরবের আকাশে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখা হবে। যদি ঐ তারিখে চাঁদের সন্ধান পাওয়া না যায় তাহলে শাবান মাসের ৩০ তারিখে দিবাগত সন্ধ্যায় সৌদি আরবের আকাশের চাঁদে সন্ধান করা হবে। এবং ঐদিন চাঁদ দেখা গেলে পবিত্র মাহে রমজানের কার্যক্রম শুরু হয়ে যাবে। ঐ রাত থেকেই তারাবির সালাত আদায় করা হবে। সে হিসেবে হিসাব করলে ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী ০১ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে থেকেই পবিত্র মাহে রমজান শুরু হয়ে থাকে। এ বছরেও সৌদি আরবের একদিন পর এই বাংলাদেশে আকাশে চাঁদ লক্ষ্য করা যাবে। এবং পবিত্র মাহে রমজান এর কার্যক্রম শুরু হয়ে যাবে। সৌদি আরবের সাথে বাংলাদেশের এই ব্যবধান ভৌগোলিক সীমারেখার কারণে।

সৌদি আরবে রমজানের চাঁদ

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় থেকে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। ঐদেশের চাঁদ দেখা কমিটি আগামী ২৭শে ফেব্রুয়ারি এবং ২৮ শে ফেব্রুয়ারি সৌদি আরবের আকাশের চাঁদ তালাশ করবেন কবে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় থেকে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ।সৌদি আরবের রমজানের চাঁদ দেখা যাবে ২৮ শে ফেব্রুয়ারি দিবাগত সন্ধ্যায়। পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে সৌদির বাদশা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। যথাযথ মর্যাদার শহীদ মুসলমানদের এই বড় ধর্মীয় ইবাদতকে বরণ করে নেওয়ার জন্য।

২০২৫ সালের সৌদি আরবের রমজানের সময়সূচী

 আমরা আমাদের প্রতিবেদনে সৌদি আরবের পবিত্র মাহে রমজানের সময়সূচি উপস্থাপন করব। আপনারা এই সময়সূচী অনুযায়ী পবিত্র  মাহে রমজানের সিয়াম গুলো পালন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যে সকল হজ্ব যাত্রীরা পবিত্র মাহে রমজান সৌদি আরবে হজ্ব করতে যান। সে সকল ব্যক্তিরা এই সময়সূচী অনুযায়ী পবিত্র মাহে রমজানের সেহেরী গ্রহণ এবং ইফতার করতে পারবেন ।আমরা যে সময়সূচীটি আমাদের প্রতিবেদনে উল্লেখ করছি, সেই সময়সূচীটি সম্ভাব্য সময়সূচী। এ সময়সূচি থেকে ০২থেকে ০১মিনিট যোগ-বিয়োগ করে ইফতার এবং সেহরি গ্রহণ করবেন ।

পবিত্র মাহে রমজানের সৌদি আরবের ক্যালেন্ডার ২০২৫

ক্যালেন্ডার বলতে আমরা সাধারণত বাংলা ইংরেজি বর্ষের পঞ্জিকাকে বুঝে থাকি। কিন্তু ক্যালেন্ডার শুধু মাত্র এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচী নয় বরং যেকোনো প্রতিষ্ঠানের বা দেশের সময়সূচিকে তালিকা বদ্ধ আকারে প্রকাশ করাই হচ্ছে ক্যালেন্ডার। আমরা মুসলমানদের বড় একটি ধর্মীয় ইবাদতের মাস রমজান মাস। এই মাসে এর একটি পূর্ণাঙ্গ সময়সূচী, তারিখ সুন্দর ভাবে প্রস্তুত করেছি যেটা থেকে আপনারা একবার চোখ বুলিয়ে দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমরা রমজানের ক্যালেন্ডার উপস্থাপন করছি।

সৌদি আরবের ২০২৫ সালের ক্যালেন্ডার এবং সেহরি ও ইফতারের সময়সূচি

 ( আজমান,মদিনা,রিয়াদ, তাবুক, মক্কা,তায়েফ,দাম্মাম )

রোজা

সমুহ

সেহরির সময়

(ভোর)

ইফতারির সময়

(সন্ধ্যা)

তারিখ ও বার

১ তম

5:25 am 6:25 pm ০১মার্চ, শনিবার
২ তম 5:24 am 6:26 pm

০২ মার্চ, রবিবার

৩ তম

5:23 am 6:26 pm ০৩ মার্চ, সোমবার
৪ তম 5:22 am 6:27 pm

০৪ মার্চ,মঙ্গলবার

৫ তম

5:22 am 6:27 pm ০৫ মার্চ,  বুধবার
৬ তম 5:21 am 6:28 pm

০৬ মার্চ,বৃহস্পতিবার

৭ তম

5:20 am 6:28 pm ০৭ মার্চ, শুক্রবার
৮ তম 5:19 am 6:28 pm

০৮ মার্চ, শনিবার

৯ তম

5:18 am 6:29 pm ০৯ মার্চ, রবিবার
১০ তম 5:17 am 6:29 pm

১০ মার্চ, সোমবার

১১ তম

5:16 am 6:30 pm ১১ মার্চ,মঙ্গলবার
১২ তম 5:15 am 6:30 pm

১২ মার্চ,বুধবার

১৩ তম

5:14 am 6:31 pm ১৩ মার্চ,  বৃহস্পতিবার
১৪ তম 5:13 am 6:31 pm

১৪ মার্চ, শুক্রবার

১৫ তম

5:12 am 6:32 pm ১৫ মার্চ, শনিবার
১৬ তম 5:11 am 6:32 pm

১৬ মার্চ, রবিবার

১৭ তম

5:10 am 6:32 pm ১৭ মার্চ, সোমবার
১৮ তম 5:09 am 6:33 pm

১৮ মার্চ, মঙ্গলবার

১৯ তম

5:08 am 6:33 pm ১৯ মার্চ, বুধবার
২০ তম 5:07 am 6:34 pm

২০ মার্চ,বৃহস্পতিবার

২১ তম

5:06 am 6:34 pm ২১ মার্চ, শুক্রবার
২২ তম 5:05 am 6:35 pm

২২ মার্চ, শনিবার

২৩ তম

5:03 am 6:35 pm ২৩ মার্চ,রবিবার
২৪ তম 5:02 am 6:35 pm

২৪ মার্চ, সোমবার

২৫ তম

5:01 am 6:36 pm ২৫ মার্চ, মঙ্গলবার
২৬ তম 5:00 am 6:36 pm

২৬ মার্চ, বুধবার

২৭ তম

4:59 am 6:37 pm ২৭ মার্চ, বৃহস্পতিবার
২৮ তম 4:58 am 6:37 pm

২৮ মার্চ, শুক্রবার

২৯ তম

4:57 am 6:37 pm ২৯ মার্চ, শনিবার
৩০ তম 4:56 am 6:38 pm

৩০ মার্চ, রবিবার

সৌদি আরবে আজকে সেহরির শেষ সময়

পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি গ্রহণ করা প্রত্যেকটি রোজাদার ব্যক্তির জন্য একটি জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয়। সেহরি গ্রহণ করা প্রত্যেকটি রোজাদার ব্যক্তির জন্য ইবাদতের। রমজান মাসের সিয়াম গুলো পালন করতে গেলে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এ সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে যে, “তোমরা যারা রোজাদার অবশ্যই সেহেরী গ্রহণ করবে, এতে ফজিলত রয়েছে। যা তোমাদের পরবর্তী দিনের রোজা রাখার সময় শক্তির সন্ঞার করবে। সৌদি আরবে আজকে সেহরির শেষ সময় নির্ধারিত হয়েছে ভোট ০৫ঃ২৫ মিনিটে। আপনারা নির্ধারিত শেষ সময়ে এর আগেই সেহেরী গ্রহণ করবেন এবং অবস্থান অনুযায়ী আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থান অনুযায়ী এই সময়ের সাথে কয়েক মিনিট বিয়োগ করে নিবেন।

 সৌদি আরবে আজকের ইফতারের সময়

 নানান ধরনের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের প্রতিটি দিন চলে যায়। এরই মাঝে আমরা যারা মুসলমান ধর্ম অনুসারী তাদেরকে সময় অনুযায়ী মহান রব্বুল আলামীনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করতে হয়। আমাদের পবিত্র মাহে রমজান অতিবাহিত হচ্ছে। আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো যথাসাধ্য পালনের চেষ্টা করছি। মহান রাব্বুল আলামীন যেন আমাদের সিয়াম গুলোকে কবুল করে নেন। শুধু মাত্র সিয়াম পালনই নয় আমরা পবিত্র রমজান মাসের তারাবির নামাজ আদায় করছি। সময় অনুযায়ী সেহেরি গ্রহণ করছি। আল্লাহ যেন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নেন। সৌদি আরবের আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬ঃ ২৫ মিনিটে।আপনারা যথা সময়ে ইফতার গ্রহণ করবেন। পাশাপাশি আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার সময়সূচী অনুযায়ী এই সময় সুচির সাথে ০১ মিনিট থেকে০২ মিনিট যোগ করে নিবেন। এটি করা হয় সাধারণত সতর্কতার জন্য, ভৌগোলিক সীমারেখার কারণে।

আমরা মহান রাব্বুল আলামিনকে খুশি ও রাজি করার জন্য পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছি। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের নামাজ এবং বিশেষ করে তারাবির নামাজ, সালাতুত তসবির নামাজ আদায় করছি। মহান রাব্বুল আলামীন যেন আমাদের সকলের ইবাদত গুলোকে কবুল করেন। পবিত্র মাহে রমজান মাসে আপনারা অবশ্যই আপনাদের প্রতিবেশীদের খোঁজখবর নিতে হবে। তাদের আর্থিক অবস্থা খোঁজখবর নিতে হবে। আপনি শুধুমাত্র একাই ইবাদত করলে আপনার ইবাদত কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার পার্শ্ববর্তী যে সকল মুসলমান ভাইরা রয়েছেন তারা কিভাবে পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করছেন। তাদেরকে আর্থিকভাবে হোক কিংবা অন্য কোন ধরনের সমস্যার সাথে জড়িত থাকলে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক মুসলমান সৌদি আরবে হজ্ব পালন করতে যান। আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভাল রাখুক। আল্লাহ আপনাদের ইবাদতগুলো কবুল করে নিন। আমিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *