২০২৫ সালের রমজান ক্যালেন্ডার ঝিনাইদহ। সেহরি ও ইফতারের সময়সূচি

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার ঝিনাইদহ। সেহরি ও ইফতারের সময়সূচি:মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন যে, আল্লাহতায়ালা বলেছেন, “আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, শুধুমাত্র রোজা ব্যতীত। আর রোজা আমার জন্যই আমি এর উত্তম প্রতিদান দেব”। অতএব এই পবিত্র মাহে রমজান মাসে আমরা সিয়াম পালনের মধ্য দিয়ে আল্লাহ তায়ালাকে বেশি বেশি স্মরণ করবো। পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করা আল্লাহ তাআলার কাছে একটি অত্যন্ত প্রিয় ইবাদাত। মহান রব্বুল আলামিন এজন্যই রোজাদার ব্যক্তিকে নিজ হাতে পুরস্কৃত করতে চেয়েছেন। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলমানদের জন্য এ অবস্থায় অর্থাৎরোজা অবস্থায় অশ্লীল কাজে নিজেকে জড়িত না হওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার”। এছাড়া আর একটা হাদিসে উল্লেখ রয়েছে- মহানবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, “মানুষের পরিবার ধন -সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে গঠিত বিভিন্ন ফেতনা ও গুনাহার কাফফারা হল নামাজ, রোজা ও সদগাহ”— (বুখারী হাদিস ১৮৫)
সম্মানিত ঝিনাইদহ বাসী, আপনারা যারা পবিত্র মাহে রমজান ইবাদত বন্দেগী ও রোজা পালন করছেন, আপনাদের জন্য বর্তমান সময়ে বিশেষ একটি সময়সূচির প্রয়োজন রয়েছে। আজকে আমাদের প্রতিবেদনে ঝিনাইদহ অঞ্চলের একটি রমজানের ক্যালেন্ডার প্রস্তুত করেছি যেটা অনুসরণ করে আপনারা আপনাদের পবিত্র রমজানের সিয়াম এবং নামাজ আদায় করে নিতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনটি পাঠ করলে এই বিষয়ে এখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। মনে রাখবেন রমজান মাস একটি বছরের জন্য শুধুমাত্র একটি মাস। এই মাসটি অতিবাহিত হয়ে গেলে এরকম ইবাদত পূর্ণ মাস পাওয়ার জন্য আপনাকে আরো একটি বছর অপেক্ষা করতে হবে। তাই অবহেলা না করে এ রমজান মাসেই যথাযথ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নিজেকে সোপর্দ করুন।
ঝিনাইদহ জেলার রমজানের ক্যালেন্ডার ২০২৫
ইসলামী শরিয়া মোতাবেকক সেহরি গ্রহণের সময় সুবহে সাদিকের পূর্ববর্তী সময় এবং ইফতারের সময় হল সূর্যাস্তের সময় ও রাত্রি শুরু লগ্ন অনুসরণ করে ইফতার গ্রহণ করা। এই সময়ে আমাদের সেহরি ও ইফতার গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘড়ির কাটাকে অনুসরণ করে আমরা সেহরি ও ইফতার গ্রহণ করি। কেননা পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী শরিয়া মোতাবেক নির্দিষ্ট সময়সূচী প্রদর্শন করা হয় বা নির্ধারণ করা হয়। আপনারা এই সময়সূচীটিকে নিঃসন্দেহে অনুসরণ করতে পারেন। কারণ আমরা যে সময়সূচী উপস্থাপন করছি এই সময়সূচি ইসলামিক শরিয়া মোতাবেক প্রস্তুত করা হয়েছে। রমজানের ক্যালেন্ডারটি আমরা আমাদের প্রতিবেদনে আধুনিক পদ্ধতিতে টেবিল আকারে প্রস্তুত করেছি।
ঝিনাইদহ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2025
সময় মত সেহরি ও ইফতার গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। “রোজাদার এবং ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া”। সুতরাং আমরা ইহুদি ও খ্রিস্টানদের মতো হতে চাই না। আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো পালন করার জন্য যথাসময়ে অবশ্যই সেহেরী গ্রহণ করবো।সুবহে সাদিকের পূর্বে অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে পানাহার গ্রহণ করাকে সেহরি বলা হয়ে থাকে। প্রত্যেকটি মুসলমান ঈমানদার রোজাদার ব্যক্তির জন্য সেহরি গ্রহণ করা সুন্নত। আমরা এই সুন্নত থেকে কখনোই বঞ্চিত হব না। আজকে আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ঝিনাইদহ জেলার জন্য এবং ঝিনাইদহ জেলার পার্শ্ববর্তী যে সকল অঞ্চল রয়েছে সে সকল অঞ্চলের জন্য একটি পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছি। যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
ঝিনাইদহ জেলার সেহরি – ইফতারের সময়সূচি ও ক্যালেন্ডার ২০২৫
( শৈলকুপা, হরিণাকুন্ডু,কালিগঞ্জ,কোটচাঁদপুর, মহেশপুর )
রমজান |
সেহরির শেষ সময় | ইফতারের সময় | তারিখ |
01 | 05:08 AM | 06:07 PM |
02-03-2025 |
02 |
05:09 AM | 06:08 PM | 03-03-2025 |
03 | 05:10 AM | 06:09 PM |
04-03-2025 |
04 |
05:11 AM | 06:10 PM | 05-03-2025 |
05 | 05:12 AM | 06:11 PM |
06-03-2025 |
06 |
05:13 AM | 06:12 PM | 07-03-2025 |
07 | 05:14 AM | 06:13 PM |
08-03-2025 |
08 |
05:15 AM | 06:14 PM | 09-03-2025 |
09 | 05:16 AM | 06:15 PM |
10-03-2025 |
10 |
05:17 AM | 06:16 PM | 11-03-2025 |
11 |
05:18 AM | 06:17 PM |
12-03-2025 |
12 | 05:18 AM | 06:18 PM |
13-03-2025 |
13 |
05:19 AM | 06:19 PM | 14-03-2025 |
14 | 05:20 AM | 06:20 PM |
15-03-2025 |
15 |
05:21 AM | 06:21 PM | 16-03-2025 |
16 | 05:22 AM | 06:22 PM |
17-03-2025 |
17 |
05:23 AM | 06:23 PM | 18-03-2025 |
18 | 05:24 AM | 06:24 PM |
19-03-2025 |
19 |
05:25 AM | 06:25 PM | 20-03-2025 |
20 | 05:26 AM | 06:26 PM |
21-03-2025 |
21 |
05:27 AM | 06:27 PM | 22-03-2025 |
22 | 05:28 AM | 06:28 PM |
23-03-2025 |
23 |
05:29 AM | 06:29 PM | 24-03-2025 |
24 | 05:30 AM | 06:30 PM |
25-03-2025 |
25 |
05:31 AM | 06:31 PM | 26-03-2025 |
26 | 05:32 AM | 06:32 PM |
27-03-2025 |
27 |
05:33 AM | 06:33 PM | 28-03-2025 |
28 | 05:34 AM | 06:34 PM |
29-03-2025 |
29 |
05:35 AM | 06:35 PM | 30-03-2025 |
30 | 05:36 AM | 06:36 PM |
31-03-2025 |
আজকের সেহরির শেষ সময়
আমাদের দেশে রীতি চালু আছে যে ফজরের আযানের পূর্ব পর্যন্ত কিংবা ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সেহরি গ্রহণ করা যায়। বিষয়টি আসলে সেরকম নয়। বিষয়টি হলো সেহরি খাওয়ার সঠিক নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হবে। সেহরি খাওয়ার সঠিক নিয়ম হল সুবহে সাদিকের পূর্বেই অর্থাৎ সূর্য উদয়ের সর্বশেষ এক ঘন্টা পূর্ব পর্যন্ত।আজান যদি ঐ সময়ের পরবর্তীতে দেওয়া হয় তাহলেঐব্যক্তির সেহরি গ্রহণের মাধ্যমে রমজানের রোজার সমস্যা হতে পারে। আর যদি ঐ সময়ের পূর্বেই মসজিদে আজান দেওয়া হয় তাহলে আযানের পর পরেও সেহরি খাওয়া যাবে।সেই নিয়ম অনুসারে আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে আজকের সেহরির সময় উল্লেখ করছি। আজকের সেহরি খাওয়ার শেষ সময় ০৫ঃ০৮ মিনিটে।আপনারা এই সময়ে অনুযায়ী সেহরি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সাবধানতার জন্য সেহরির খাওয়ার শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে একটু আগেই সেহরি গ্রহণ করবেন। তবে সেহরি খাওয়ার শেষ সময়ের অনেক আগেই সেহরি খাওয়ার বিধান নেই।
আজকের ইফতারের সময়
পবিত্র মাহে রমজানের ইফতারের সময় একটি অতিব গুরুত্বপূর্ণ সময়। রমজান মাসে এই সময়টিতে বিশেষ দোয়া কবুলের সময়। সম্পর্কের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, “ইফতারের সময় রোজাদার ব্যক্তিদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন”। অতএব আমাদের যথাসময়েই ইফতার গ্রহণ করতে হবে এবং মহান রব্বুল আলামীনের কাছে দোয়া করতে হবে। আপনি চাইলে পবিত্র মাহে রমজানের এই সময়টিতে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি সম্মিলিত মোনাজাত করে নিতে পারেন। আজকের ইফতারের সময় সন্ধ্যা ৫ টা ৮ মিনিটে।ইফতারের বিষয়ে বলা আছে যে দ্রুততার সহিত ইফতার শেষ করে মাগরিবের সালাত আদায় করার কথা।
পবিত্র মাহে রমজান মাসকে উসিলা করে আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত গুলোকে কবুল করে নেন। পাশাপাশি আমাদের পূর্ববর্তী জীবনের সকল গুনাহ গুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন। যে সকল মুসলমান ধর্ম অনুসারী পবিত্র মাহে রমজানের অসু্সতার কারণে সিয়াম পালন করতে পারছেন না আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। পাশাপাশি যে সকল ভাইয়েরা কিংবা বোনেরা পবিত্র মাহে রমজান উপলক্ষে অবহেলার কারণে সিয়াম পালন করতে ব্যর্থ হচ্ছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। যে সকল ভাইয়েরা পবিত্র এই রমজান মাসে অমুসলিম দেশে অবস্থান করছেন এবং পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করছেন আল্লাহ যেন তাদের ইবাদত গুলোকে কবুল করে নেন। সকলে বলি আমিন।ধন্যবাদ