২০২৫ সালের ঈদুল ফিতরের ছুটি কবে থেকে? ব্যাংক- বীমা, এনজিও, কোম্পানি

আমরা ইতিমধ্যেই পবিত্র মাহে রমজান মাসের শেষ দিকে এসে পৌঁছে গেছি। হিজরী বর্ষপঞ্জিকে অনুযায়ী আমাদের মাঝে শাওয়াল মাস উপস্থিত হতে চলেছে। পবিত্র মাহে রমজানের শেষ দিনে সন্ধ্যার আকাশে শাওয়াল মাসের চাঁদ লক্ষ্য করা যায়। এবং শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশব্যাপী মুসলমান ধর্ম অনুসারীদের মধ্যে উৎসাহের কোন কমতি থাকে না। সারা দেশের মুসলমানগণ এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন। এই দিনটি সকল মুসলমান উম্মার জন্য খুশির দিন। এই দিনকে লক্ষ্য করে বাংলাদেশ সরকার সরকারি এবং বেসরকারিভাবে দিনটিকে উদযাপনের জন্য ছুটি ঘোষণা করে থাকেন।
পবিত্র ঈদুল ফিতর সকল মুসলিম ধর্ম অনুসারীদের জন্য একটি আনন্দময় এবং খুশির দিন। এই দিনটিকে অনেকেই সাম্যের দিন হিসেবে অভিহিত করেছেন। কেননা এই দিনটি ধনী-গরীব সকল ভেদাভেদ ভুলে বুকে বুক মিলিয়ে সামনে চলার দিন। আপনারা যারা দেশের বিভিন্ন স্থানে চাকরিরত অবস্থায় রয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও কিংবা প্রাইভেট কোম্পানি গুলোতে তারা নারী টানে গ্রামের বাড়িতে ছুটে চলে আসে যান। মা- বাবা পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে চান। এর জন্য আপনাদের একটি নির্দিষ্ট সময়সীমা তৈরি করে সে অনুযায়ী পরিকল্পনা করে নিতে হয়। সে ক্ষেত্রে আপনাদের পরিকল্পনার জন্য ঈদের ছুটি কবে থেকে সেটা জানা জরুরী তাই আজকে আমরা আমাদের প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি তৈরি করেছি।
২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতর কবে?
শাওয়াল মাসের ০১ লা তারিখ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়ে থাকে। ইতিমধ্যেই পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরবের জ্যোতিবিজ্ঞান ও ধর্ম মন্ত্রণালয় থেকে। দেশটির সরকার প্রধান মনে করছেন পবিত্র মাহে রমজান ৩০ দিনে পূর্ণ হবে বলে ধারণা করছেন, সে ক্ষেত্রে রমজান মাসের ২৯ তারিখ দিবাগত রাতে সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হবে যদি ঐ তারিখে চাঁদের সন্ধান পাওয়া না যায় তাহলে শাওয়াল মাসের ৩০ তারিখ দিবাগত রাতে সৌদি আরবের আকাশে চাঁদের অনুসন্ধান করা হবে এবং চাঁদ দেখা গেলেই পরের দিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সে হিসেবে ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী ২০২৫ সালের মার্চ মাসের ৩১ তারিখে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ০১ লা এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
ব্যাংক- বীমা প্রতিষ্ঠানের ঈদুল ফিতরের ছুটি কবে?
দেশের অর্থনৈতিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি খুব অল্প সময় নির্ধারণ করা হয়ে থাকে। কেননা একটি দেশের অর্থনীতির চাকা নির্ভর করে আর্থিক লেনদেনের মাধ্যমে। সে ক্ষেত্রে এ প্রতিষ্ঠানগুলো যদি বেশি দিনে ছুটিতে থাকে তাহলে দেশের বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান গুলো ইংরেজি বর্ষের মার্চ মাসের ২৮ তারিখ থেকে এপ্রিল মাসের ০৩ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হবে বলে সম্ভাব্য ধারণা করা হয়েছে। এতে নির্ধারিত সময় অনুযায়ী মোটামুটি ভাবে এক সপ্তাহ এই ব্যাংক বিভাগ প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হবে বা ছুটি পাবে। এছাড়াও দেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোকে তাদের নির্দিষ্ট ছুটির সময়সূচি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে ২৯ শে মার্চ ২০২৫ ইং তারিখ থেকে ০৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। উল্লিখিত সময় অনুযায়ী সঠিক সময় ঘোষণা করা হবে।
বিভিন্ন এনজিও গুলোতে ঈদুল ফিতরের ছুটির সময়সুচী
বিভিন্ন মাইক্রো ফাইনান্স কর্মসূচির এনজিও গুলো তাদের সমিতির বিশেষ বৈঠকের মাধ্যমে এনজিও গুলোর ছুটি নির্ধারণ করা হয়ে থাকে।এবারের ঈদের ছুটির সম্ভাব্য তালিকা অনুযায়ী ২৯ শে মার্চ থেকে ০৩ এপ্রিল পর্যন্ত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির প্রতিষ্ঠান গুলোর ছুটি পাবে। সেই সাথে সাথে ০৪ এপ্রিল যথাসময়ে এনজিওগুলোর পুরোদমে কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য ঘোষণা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের আরো কিছু শর্ত জুড়িয়ে দিয়ে এই ছুটির সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন কোম্পানিগুলোতে ঈদুল ফিতরের ছুটি কবে থেকে?
দেশের বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান বা কোম্পানি রয়েছে যেগুলো দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য বিশেষ কার্যক্রম হাতে নিয়ে থাকেন। দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষকে ঔষধ সরবরাহ করে থাকেন। সে সকল কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময়সূচির প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন কোম্পানিগুলো ইতিমধ্যেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির তালিকা প্রদান করেছেন। এই তালিকা গুলোতে উল্লেখ রয়েছে মার্চ মাসের ২৮ তারিখ থেকে এপ্রিল মাসের ০৪ তারিখ পর্যন্ত বিভিন্ন ঔষধ কোম্পানি ও প্রাইভেট কোম্পানিগুলোর ছুটি থাকবে।এছাড়াও বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি অনুযায়ী ছুটির সময়সূচী ঘোষণা করবেন।